নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My sound

I would like to continue with all of here

রােশদ সুলতান তপু

I am Rashed Sultan Tapu. I am living in dhaka but my home district is Jessore. I love my mother and my country very much.

রােশদ সুলতান তপু › বিস্তারিত পোস্টঃ

একটি শখের দাম দিতে গিয়ে ............... ডিজিটাল ক্যামেরার পথ মাড়িয়ে

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৮

অবশেষে কিনেই ফেললাম।

অনেক দিন ধরে একটা ডিএসএলআর-এর শখ। কিন্তু সাধ্য? সেটা তো সোনার হরিণ। প্রথম ক্যামেরা ছিল ইয়াশিকা এমএফ-২। ফিল্ম ক্যামেরা। দ্বিতীয়টা ক্যাননের ইক্সাসের একটা মডেল। সেটা দিয়েই ডিজিটাল ক্যামেরার প্রথম টুকটাকফটোগ্রাফি।

অবশেষে একটা প্রফেশনাল ডিএসএলআর হলো। মডেল নাইকন ডি-৫১০০। সাথে ১৮-৫৫ লেন্স আর একটা ৭০-৩০০ লেন্স। এছাড়াও সাথে আছে একটা ব্যাগ আর ট্রাইপড।

কেনাটা খুব মজার। আমার একজন স্টাফ জয়েন করেছে যার ভাই ২০ দিন আগে এই ক্যামেরাটা এনেছে মালয়েশিয়া থেকে। কিন্তু যার জন্যে এনেছে তার এই ক্যামেরা পেয়ে ভীষণ মন খারাপ। সে চাইছিল একটা হ্যান্ডিক্যাম। এই জটিল অপারেশানের ক্যামেরা তার মন কাড়তে পুরোপুরিই ব্যর্থ।

তো প্রস্তাব দিলাম বিক্রি করবে কিনা। সে তো একপায়ে খাড়া। দিয়ে দিল আর আমিও নিয়ে নিলাম।

আপনারা তো দোয়া করবেনই, তাই না?

তবে এইবার অসহায় নাগরিক আর অন্যমনস্ক শরৎ নামের এই দুইজন ব্লগারের খবর আছে। না না তাদের ভাত মারবো না তবে বিভিন্ন সমস্যায় পড়ে জ্বালানোর জন্যে একজন লোক কিন্ত এসে গেছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৪

সোহানী বলেছেন: আসেন ভাই হ্যান্ডশেক করি। গত মাসে জার্মান বেড়াতে যেয়ে ওদের ইলেকট্রনিক্স মার্কেট স্যাটার্নে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ডিএসএলআর কেনন ১১০০ ডি কিনে ফেল্লাম। কেন যে কিনলাম তাই বুঝলাম না। এখনো প্যাকেটই খুলি নাই কারন চালাতে জানি না।............. যাই হোক আপনি শিখেন আর আর পোস্ট দিয়েন.. আমিও শিখবো আর কি....................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.