নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

জীবনের ডিকশনারী

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯

জীবনের ডিকশনারি তে প্রতিষ্ঠা
ছাড়া আর কোন শব্দ নেই। তুমি উপরে
উঠবে তো সবাই তোমাকে চিনবে,
তোমার পাশে থাকবে। পরিবার,
বন্ধু যাই হোক না কেন, সবাই
প্রতিষ্ঠিত কে ই দেখতে চায়।
নিজের অবস্থান মাঝামাঝি বা
নিচে, খুব দরকার ছাড়া কেউ কথা
বলবে না। চিনবেও না। সবই জগতের
ধরাবাধা নিয়ম। আজ তুমি ভাল
জায়গায় তো পাশে সবাইকে
পাচ্ছ। আর যখন ই একটু সরে আসবে
সবাই তোমার থেকে অনেকটা সরে
যাবে। be careful.. কেউ আপন নহে..
বাবা -মা ই সবসময় পাশে থাকবে।
আর কেউ না।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: বাংলা কবিতার আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
উপরের লেখাটি গদ্য না পদ্য, তা ঠিক বুঝতে পারলাম না।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

তারেক ফাহিম বলেছেন: ব্লগিং করার শুরুর দিকের লেখা, ইচ্ছে হল লিখার তাই লিখলাম, গদ্যও না পদ্যও না, আবার হয়ত দুটোই সামুতে ব্লগিং ভালো করে না বোঝায় প্রতিত্তরে লেট হলো, দুঃখিত ভাইয়া।
সর্বদা পাশে থেকে অনুপ্রাণিত করছেন দেখে কৃতজ্ঞ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

বিলিয়ার রহমান বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম তারেক ফাহিম!:)

আপনার পথচলাহোক সুন্দর ও মসৃণ!:)

হ্যাপি ব্লগিং!:)

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান ভাই, ব্লগে আমি নতুন আপনাদের লেখা লেখি দেখে লেখতে মন চায়, কিন্তু লিখতে তো পরিনা

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০০

নজসু বলেছেন:



১০০ ভাগ সত্যি কথা।
আমাদের সকলের উপলব্ধি করা প্রয়োজন।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সুজন ভাই,

অনেক আগের পোষ্ট, ভালোবাসা থাকলে এমনিই হয়।

আপনার কাছে শতভাগ সত্যি জেনে আনন্দিত।

আমাদের সকলের উপলব্ধি করা প্রয়োজন।

জ্বি সকলের জন্য প্রযোজ্য।

পাঠ ও মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.