নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য প্রকাশ করতে পারি এইতো অনেক কিছু অনির্বাচিত ব্লগারের

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭

সামহোয়ার ইন ব্লগ আসলে কী, আর কী বা এর কাজ কিছুই বুঝতাম না আর এখনও পুরোপুরি বুঝি না। গুগোল থেকে গানস অফ বরিশাল টি পড়ার জন্য সার্চ দিয়ে যখন পাই উহা পড়ে মন্তব্য প্রকাশ করতে গেলে অামাকে আগে লগ-ইন করতে বলায় আমি ভাবলাম আমার গুগোল একাউন্টটি মনেহয় লগইন করতে হবে। গুগোল আইডিটি লগইন করেও মন্তব্য প্রকাশ করতে পারিনি কারণ আমি সামুতে রেজিঃ বা ব্লগ না। পরক্ষনেই ধপে ধপে রেজিষ্টার করে কোন মতে লগইন করলাম। আর আমার মন্তব্যটি প্রকাশ করি।ক্রমান্বয়ে সামুতে নির্বাচিত পো্ষ্টগুলো আমার সামনে আসতে লাগল আর পড়তে শুরু করি। পড়ছি আর আপসোস করছি কেন তার আগে সামুতে এড হইনি। যাই হোক আমি অত্যান্ত আনন্দিত যদিও আমার পোষ্টগুলো নির্বোচন হয় না তবুও আপনাদের মত জিনিয়াসদের নিচের কাতারে হলেও আমার নামটি আছে আর পোষ্টগুলো পড়ে অন্তত মন্তব্যতো করতে পারি। এটাই অনেক কিছু আমার জন্য। আমি যেন আপনাদের পোষ্টগুলোর মন্তব্য করতে করতে আপনারাও যেন নির্বাচনের অযোগ্য আমারও কোন পোষ্টতে মন্তব্য করতে পারেন সে কামনাই ইতি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি।
এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
বানানের প্রতি আরেকটু যত্নবান হবেন বলে আশা করি।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

তারেক ফাহিম বলেছেন: শুরু থেকেই খায়রুল আহসান ভাই পাশে ছিলেন।
নোটি প্রভলেম ছিলো তাই সময়মত প্রতিত্ত্যর করতে পারিনি বলে দুঃখিত।
পুরাতন ব্লগ ঘাটতে গিয়ে দেখলাম।

ধন্যবাদ।

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

নজসু বলেছেন:



আমারও মাঝে মাঝে মনে হয় সামুতে আমার বয়স ৩ মাস কেন।
আমি চাইলে আজকে সামুতে আমার বয়স ৩ বছর হতে পারতো।
খুব আফসোস হয়, আপনাদের মতো ভাই, বন্ধুদের আরও আগে কেন আপন করলাম না।
সত্যি বলছি ফাহিম ভাই আপনারা কয়েকজন যেন আমার হৃদয়ের সাথে গেঁথে আছেন।
বড় ভালোবাসি আপনাদেরকে।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

তারেক ফাহিম বলেছেন: আমারও মাঝে মাঝে মনে হয় সামুতে আমার বয়স ৩ মাস কেন।
৩ মাসে যা দিচ্ছেন, তারও কৃতজ্ঞতাটুকুও প্রকাশ করতে পারছি না।

আমি চাইলে আজকে সামুতে আমার বয়স ৩ বছর হতে পারতো।
বুঝা যায় আপনার ব্লগগুলোতে আপনার লেখা-লেখির অভ্যাস অনেক আগ থেকেই মনে হচ্ছে।

খুব আফসোস হয়, আপনাদের মতো ভাই, বন্ধুদের আরও আগে কেন আপন করলাম না।
সত্যি বলছি ফাহিম ভাই আপনারা কয়েকজন যেন আমার হৃদয়ের সাথে গেঁথে আছেন।
বড় ভালোবাসি আপনাদেরকে।

সামুতে সবাই সবার প্রতি আন্তরিক দেখছি। আপনার মত এত আন্তরিক আমি খুব কমিই দেখলাম। ভার্চুয়াল জগতে একে অপরের প্রতি এমন আন্তরিক হয়ে উঠে তার বড় উধাহরণ আপনি।

আমিতো অনেক ঋণি হয়ে যাচ্ছি আপনার কাছে।

আমার পরিহিত শার্টের প্রশংসাতো করেনই, শার্টের ভিতর কোন কালার, কোন ব্র্যান্ডের গেঞ্জি পরেছি তাও দেখেন। :P অথচ আমার চোখের সামনে থেকেও আপনার গায়ের শার্টটি কোন রংয়ের ছিলো, বুঝতে পারি না :( ব্যস্ততায় এমনটি হয়।


প্রিয় ভাই,
এগুলো সামুতে আমার প্রথম দিকের পোষ্ট। যখন শিক্ষানবিশ, ধুর কিসের শিক্ষানবিশ প্রাথমিক শিক্ষানবিশ বলতে পারেন B-) তখনকার। আপনি তিনমাসে যা দিচ্ছেন আমি ওই তিনমাসে ভয়ে মন্তব্যও করতে পারিনি B-)

প্রথামিক শিক্ষা অধ্যায়নকালে আমরা কৌতুহলবশত যে ভুলগুলো করি কিংবা পন্ডিতিমুলক আচরন করি, সামুতে আমার প্রথম দিকের পোষ্টগেুলোতেও সেরূপ লক্ষনীয় :( যখন বুঝতামি না ব্লগ কি? কিংবা সামুও বা কাকে বলে। :-P

বলতে পারেন অল্প বিদ্যা ভয়ংকর জেনেও অল্প বিদ্যাটুকুও না জেনে, বেশি পন্ডিতি করলাম। :(

সামুতে আমলনামা ঘাটতে গিয়ে এলোপাথাড়ী বানান ভুল, ছন্দের গড়মিল, অখাদ্য-কুখাদ্য পোষ্টগুলো সামনে আসলে ইচ্ছে করে পুরোনো ব্লগগুলো ঢিলেট করি। :( কিন্তু পরে আবার মনে হয় প্রাথমিক শিক্ষা অধ্যায়নকালে ভুলগুলোর কোন কপি কিংবা স্বাক্ষ্য নেই, অন্তত সামু পাঠশালাতে তার কপি থাকনা :D ভুলগুলো যখন চোখে পড়ে তখন লজ্যায় মরি।

প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নকালে শিক্ষার্থীদের ভুলগুলো শিক্ষকরা ভুলের চোখে দেখে না।
আমিও বিশ্বাস করি এ ব্লগের গুনি, বিদ্যান, ব্লগারগণ আমাকে তাঁদের সে প্রথম শ্রেণীর ছাত্র ধরে নিয়ে ভুলগুলো ভুলের চোখে দেখবেন না।


অনেক অনেক ভালোবাসা আপনাার জন্য প্রিয় সুজন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.