নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

ও... মন মনা

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮

ওই মন,,,,,
তোর মালিক তো ভালোই আছে।
তো তুই সালাটা ভালো নেই কেনো?

ও আচ্ছা!!!!!!"!!!!!"!""
এই ব্যাপার।
মনের মালিক তাহার স্বপ্নচারীণিকে ভালবাসে নি।
মালিকের অধীনে থাকা মন তাহারে ভালবেসেছে।

মনের মালিক প্রকৃতির মাদুরে বসতে ইদানিং ধূলাবালিও মুছে না।
আর স্বপ্নচারীণিটি উঠতে আর বসতে হয়তো পরিষ্কার ধূলাবালিও খুঁজে বেড়ায় মুছে ফেলার জন্য।

ও মনা
....ও মনা এইভাবে কি না মুছলে
.................................মোছা যাইতো.

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২

সনেট কবি বলেছেন:





তারেক ফাহিমের ‘ও... মন মনা’পোষ্টে মন্তব্য-

একজন পরিস্কারে ধুলাবালি খোঁজে
মুছে ফেলার নিমিত্তে, অন্যজন সেটি
অন্যজন মোছেনা সে ধুলাবালি তার
প্রকৃতির পাটি হতে এখানে পার্থক্য।
পরিস্কারের ছুতোয় প্রকৃতিও মুছে
যা মিলে তাতে নিখাদ প্রকৃতি থাকেনা
মন তা না বুঝে করে অকারণ কাজ
কাজেই মোছায় চাই সঠিক বিচার।

আমাদের মন করে বিচরন তার
ভুলের ঘোরেতে পড়ে বৃথা স্বপ্ন দেশে
রাঙ্গাভেসে খোঁজে কোন মনচারিনীর।
তারচে প্রকৃতি রাজ্যে প্রকৃত প্রেমের
আরাধ্য খোঁজাই ভাল, ক’জন তা’বুঝে?
এভাবে অবুঝ হারে ভুল পদক্ষেপে।

২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

সনেট কবি বলেছেন: তৃতীয় পদ্য হবে-
মোছেনা পড়েথাকা সে ধুলাবালি তার

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

তারেক ফাহিম বলেছেন: প্রোফাইল ঘুরে অগোচালো এলোপাথাড়ী বানান ভুলে অযোগ্য লেখার কত সুন্দর সনেট মন্তব্য, আপনার মত সনেট কবি পেয়ে সত্যি আমি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি।
আল্লাহ সর্বদায় আপনার মঙ্গল কামনা করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.