নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

সত্যি হলেও প্যাক

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২১

কিছু কিছু বৃষ্টি আছে
সোডিয়ামের আলোয় এদের দেখা যায় না।
বৃষ্টি শেষ হলে দেখবেন দু একটা ফোটা
হঠাৎ টুপ করে পড়ে।
এরা কাউকে ভেজাতে পারে না। এদেরকে নিয়ে কেউ কোন কবিতা, গল্প লিখে না। এদের কেউ মনে ও রাখে না ঠিক সত্যিকারের ভালবাসাও এমন যে চার পাশে প্যাক রিলেশান দেখতে দেখতে ট্রু লাভটিও মানুষের চোখে পড়ে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ দিলেও ছোট হবে, ছোট পোষ্টে অাপনার মুখে ভালো বলছেন জেনে।

২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৮

সনেট কবি বলেছেন:






তারেক ফাহিমের‘সত্যি হলেও প্যাক’ পোষ্টে মন্তব্য-

সত্যিকার ভালবাসা মেকির ভিড়েতে
এখন যায়না চেনা জটিল সময়ে
মেকিতে সত্যও যেন মেকি মনে হয়
সে জন্য এখন সত্যে ঝুঁকি প্রয়োজন!
‘নো রিক্স নো গেইন’ এ সূত্রটি এখন
ভালবাসা চিনতেও হয় প্রয়োজন
অতঃপর বিশ্বাসের ভেলাচড়ে পার
হতেহবে নিরিবিলি জীবন সাগর।

রতন চেনায় লাগে জহুরী বিদ্যার
যথাযথ এলেমের আসল সনদ
নতুবা নকলে যাবে জীবনটা ক্ষয়ে।
পন্ডিতের বিদ্যা আজ পন্ড হয়ে যায়
ভন্ডদের ভন্ডামির স্রোতে ভেসে গিয়ে
আল্লাহ সহায় হলে মিলবে সাফল্য।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৩

তারেক ফাহিম বলেছেন: যেভাবে দেখেছেন ঠিক এমন না
আবেগবশত পোষ্ট দিলাম সদ্য সামুতে রেজিঃ হওয়ার সময়,
এই ধরনের পোষ্টে মন্তব্য পড়বে কখনো ভাবিনী।
অযোগ্য লেখায় মন্তব্যের ধন্যবাদ কি দিয়ে দিব ভাষা পাচ্ছি না।
মন্তব্যে কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.