নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

০২ ঘন্টার নৈশ্যভ্রমন

২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৮

অন্য রকম অভিজ্ঞতার গল্প-1:
হয়তোবা এটা কোনো মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়ের অবিস্মরণীয় সে ঘটনা নয়। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পটভূমি নয়। বাজার থেকে চাঁদা উঠিয়ে পড়ালেখা করা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আতিউর রহমানের গল্প নয়। এটা হচ্ছে কোনো এক চরম অতিথিপ্রেমীর উষ্ণ আতিথেয়তার গল্প। ক্ষুদ্র, অতি সামান্য বস্তুকে জয় করার জন্য মানুষ কতটুকু কষ্ট স্বীকার করতে পারে তা এর আগে হয়তোবা জানা ছিল না। আসলে এখনো পৃথিবীতে ষোলো কলায় আন্তরিকতাপূর্ণ ব্যক্তিরা বেঁচে আছেই বলেই কোনো মানুষ তার মনের আশা পূরণ করতে সক্ষম হচ্ছে।
# গভীর রাতে সৌন্দর্য বিজড়িত গ্রামের মাইলের পর মাইল হাঁটা।
# অজানা গন্তব্যে হেটে চলা।
# অনেক কিছুর বাধা বিপত্তি।
# খাল পাড়ি দেওয়ার জন্য নৌকা ভ্রমণ।
# গভীর রাতে জনতার কোলাহল।
# চূড়ান্ত লক্ষ অর্জন।
উপদেশ: কখনোই কোনো খারাপ জিনিস পাওয়ার জন্য নিজের ইচ্ছাশক্তিকে আসক্তিকে পরিণত করবেন না বরং ভালো জিনিস পাওয়ার জন্য নিজের ইচ্ছাশক্তিকে আসক্তিকে পরিণত করুন। এতে আপনার কাঙ্খিত সাফল্য অনিবার্য।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর আলোচনা করেছেন ভাই। খুব গুরুত্বপূর্ণ সব কথা।

সুন্দর পরামর্শ দেয়ায় ধন্যবাদ।
শুভকামনা জানবেন ভাই।

২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৫২

তারেক ফাহিম বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম, অনুপ্রেরণা হয়ে থাকবেন, ভাল থাকবেন নয়ন ভাই

২| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৬

তারেক ফাহিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:২২

কাবিল বলেছেন: আলোচনা ভাল হইছে।

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম, পড়ার জন্য ধন্যবাদ।

৪| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৫

মোস্তফা সোহেল বলেছেন: থিমটা ভাল ছিল লেখার ।আরও বড় করে লিখতে পারতেন।

২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩২

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য, বড় করে লিখা যেতো কিন্তু সময়ের অভাবে দিতে পারি নাই।

৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আরো ক্লিয়ার হওয়ার দরকার ছিল!

২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৮

তারেক ফাহিম বলেছেন: আমি ব্লগে আসার আগে পোষ্ট করবো কখনো ভাবিনি। আপনাদের মত ব্লগারের ব্লগ পড়ে ও মন্তব্য করতে করতে এই দুই চার লাইন লেখার অপচেষ্টা। ব্লগে শুধু পড়ার জন্যই আসি, দোয়া করবেন ফরিদ ভাই যেন আপনার মন্তব্যে বাস্তব রূপ দিতে পারি। মন্তব্যের জন্য ধন্যবাদ দেশি ভাই।

৬| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুধু দেশী বল্লে কি হয়? আরেকটু বিস্তরিত জানতে চাই।

২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৩

তারেক ফাহিম বলেছেন: আপনার পূর্বের পোষ্টে দিয়েছিলাম, দেশি বলতে বৃহত্তর নোয়াখালীর ব্লগারতো আপনি তাছাড় খুব ভালো লেখনি। তাই দেশি ভাই বলে কাছে আসার পায়তারা মুলত আমার ঠিকানা নোয়াখালী জেলার বেগমগঞ্জথানাধীন, ০৭ নং একলাশপুর ইউনিয়নের ০৯ নং ওয়ারর্ড জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। আপনার সাথে পরিচিতি হতে পারায় ভালই লাগছে। শুভেচ্ছা জানবেন।

৭| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

নাগরিক কবি বলেছেন: নৈশ ভ্রমণ খারাপ না। আই লাইক ইট

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ভাই সাপোর্ট দেওয়ার জন্য।

৮| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:




গভীর রাতে মাঠে হাঁটার বিশাল আনন্দ আছে।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৮

তারেক ফাহিম বলেছেন: গভীর রাতে মাঠে হাঠার আনন্দ, আমি পছন্দ করি। তাইতো গভীর রাতে গ্রামের বিজড়িত সৌন্দর্য দেখতে গিয়ে বাঁধা বিপত্তিসহ নৌকা ভ্রমনে খাল পাড়ি দিতে গিয়ে সংকটে পড়ছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ, বিজ্ঞ ব্লগারের মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম, অনুপ্ররণা হয়ে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.