নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

কে-কাকে অনুসরণ করছে বুঝতে পারি না

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০



লেখার শুরুতে পাঠকদের হাসির উদ্দেশ্যে একটি জোঁক মনে পড়লো...

ছেলে ফ্রেন্ড : জানু কেমন আছো,
মেয়ে ফ্রেন্ড : কিছুক্ষণ চুপ থেকে উত্তরে বলে হুম ভালো
ছেলে ফ্রেন্ড : কিছু বলছোনা যে, তোমায়না খুব মিস করি, পরিমাণ আরও বেড়ে যায়
যখন কল ওয়েটিংয়ে থাকে বা নক করেও রেসপন্স না পাই।
মেয়ে ফ্রেন্ড : কোন জবাব নাই (স্মার্ট ফোনটির কি প্যাড চাপতেই আছে)
ছেলে ফ্রেন্ড : কী হলো, অনলাইনে যেমন অফলাইনেও তেমন দেখছি, তোমায় না বড্ড
ভালোবাসি, কয়েকবার বলার পর.....
মেয়ে ফ্রেন্ড : তার নিজ কর্মেই ব্যস্ত (কি প্যাড টিপাটিপি),একটু পরে বলে, শোন ওত
লাভ লাভ করো না, তোমার মত 4/5 জন ছেলে আমার পেছনে লাইন
ধরে থাকে, তুমি দেখছো না, তাদের রেসপন্স দিতে দিতে তোমার প্রতি
খেয়ালই নেই। উত্তরে ছেলে ফ্রেন্ড ক্ষোভে বলল, তুমি হয়তো ভুলেই
গেছো যে, বাজারে কম দামের পন্যের ভোক্তা বেশি।

কৌতুকটি বলে আমি এটাই বুঝাতে চেয়েছি যে, যা সহজে লাভ করা যায় তার মুল্য পরিমাণের চেয়ে কম থাকে।

শিরোনামে উল্লেখিত “কে কাকে অনুসরণ করছে” বলতে ফেবু আর ব্লগের মধ্যে চ্যাটিং ছাড়া অন্য কোন তফাত খুঁজে না পাওয়াতে উল্লেখিত ব্লগের শিরোনাম হিসেবে দেওয়া হলো। ফেবুতে যেগুলো প্রায়শই দেখি ব্লগেও ইদানিং তা পরিলক্ষিত হচ্ছে। লেখা শুরুতেই কৌতুকটিতে যা প্রমাণ করে তা হলো সহজলভ্য যা তার মানও কম। বর্তমানে ফেবু সহজলভ্য হওয়ায় সমাজের প্রায় সব শ্রেণীর মানুষ এর সাথে জড়িত। সমাজে রিক্সা ড্রাইভার থেকে শুরু করে ব্যাংকার পর্যন্ত ফেবু নামক সামাজিক ব্যাধির সাথে পরিচিত। যার কারণে একজন মানুষের মৌলিক চাহিদা হিসেবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সাথে আরও একটি চাহিদা যোগ হলো তা হলো প্রতিদিন অন্তত 10 টাকা দামের 01টি এম.বি কার্ড, আর তা হওয়ার একমাত্র কারণ যা ফেবুসহ স্মার্টফোনে (এনড্রয়েড) সহজে ব্যবহার্য ইমু, হোয়াটসআপ, ভাইবার।

ফেবু’র মত ব্লগেও আমিন লিখা শুরু হলো তা নিয়ে বিজ্ঞ ব্লগার শাহাদাত হোসেন, একটি পোষ্ট দিয়েছিলো, তাতে অন্যান্য পাঠক ও ব্লগারগণের মন্তব্যের সাথে আমিও মন্তব্য করি, প্রায় মন্তব্যেই আমিন লিখাটি ক্লিকবাজদের নিয়েই।

ফেবুতে ক্লিকবাজ ব্যবসায়ীদের প্রধান মুলধন হিসেবে “আমিন”কেই বেঁচে নিয়েছে। আর “অামিন” কথাটি মুসলমানের বোধগম্য প্রত্যাশিত কোন বাক্য কবুল হওয়ার আশায় বলা হয়।

ফেবু সহজে ব্যাবহার করা যায় বিধায় এর গ্রাহকও বেশি, সমাজে এমন লোকও আছে যে আমিন কোন অর্থে ব্যবহার হয় তাও জানেনা, ইসলামের কোন কিছু দেখতে পেয়েই আমিন বা লাইক দিয়ে থাকে, এতে করে ক্লিকবাজের ব্যবসা চাঙ্গা।আর এর সুবাধে ক্লিকবাজ ব্যবসায়িরাও কোন কমন শব্দ, যেমন- মুসলামনরা জোরে বলেন, অামাদের রব কে? ফেবু ইউজারকারীদের প্রদর্শণকরে যার অর্থ আল্লাহ্ সবাই জানে, সবাই কমেন্টস্ করে আল্লাহ্, এইরকম হাজারও প্রমাণ আছে যা বলতে গেলে পোষ্ট বড় হয়ে যাবে তাই একটি প্রমানই দিলাম।

সামুতে প্রায় ব্লগারগণ ব্লগিং করে শখ বশত বা লিখাগুলো সামুতে যত্নে থাকবে কিংবা অভিজ্ঞতা অর্জনের লক্ষে, আর ব্লগ পোষ্ট করে তখনই আনন্দ পায় বা লিখার উৎসাহ আসে যখন উক্ত পোষ্টে পাঠক সংখ্যা, লাইক কমেন্টস বেশি থাকে।

সম্প্রতি লক্ষ্য করলে দেখা যায়, সামুতে এমনও পোষ্ট পড়ে যা, এক পন্থি বা যার মন্তব্য অবশ্যই পড়বে জেনে একপন্থি ব্লগ পোষ্ট করে এবং পাঠকগণ উহাতে সমর্থন কিংবা বিরূপ মন্তব্য করবেন, যদি মন্তব্যের আশায় এমন পোষ্ট হয় তাহলে বুঝে নিবো, আপনি হয়তো ফেবুকে অনুসরণ করছেন। নিম্নের ছবিতে একপন্থি পোষ্ট মনে হচ্ছে পাঠকদের নিকট অনুরোধ হলো ভুল হলে মন্তব্যে জানিয়ে দিবেন।

মন্তব্য অবশ্যই এমন ধরনের যেন না হয় যাহা (চিত্রে দেওয়া হলো), অন্যদের মন্তব্য করতে যেন ভয় না পাই যেমনটি আমি পেয়েছিলাম।



পরিশেষে বলতে পারি, সামুতে ইউজার বা পাঠক বেশি হলে সামুর বা আমাদের (ব্লগারদেরই) লাভ, নতুন নতুন লেখা পাবো, নতুন কিছু শিখতে পারবো, যদি নিম্নমানের ফেবু ব্যবহারকারী হয়ে সামুকে অনুসরণ করে তাহলে বুঝতে হবে যে, সামুতে রিক্সা ড্রাইবারের মত মানসী জড় হয়েছে। আর এটি এক পর্যায়ে সামুর জাত মারবে পাশাপাশি সামুতে রেজিঃকৃত বড় বড় বিজ্ঞ ব্লগারগণেরও মান ডুবাবে। অল্প কয়েকদিনে সামুতে রেজিঃ করে পাঠে ও মন্তব্যের আলোকে ধারণাটুকু পেশ করলাম। কাউকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে পোষ্টটি করিনি।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


সামুতে লিখার ধরণা পরিস্কার হতে হবে, তাতে ভাবনার কিছু থাকতে হবে; না হয়, সামু আপন হবে না।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

তারেক ফাহিম বলেছেন: ভালো লজিক দিয়েছেন। ভাই ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট দিয়েছেন অবশ্যই শিক্ষনীয়।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

তারেক ফাহিম বলেছেন: আন্নে মাষ্টর বানাহালাইছেন অারে, ক্যান। অ্যাইতো বানানেই মেলা ভুল করি,, যার ভালা লাইগছে আন্নের মন্তব্য হাই।

ভাবিসাবরে লই ভালা থাইয়েনে ক্যান

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কথাইতো লিখেছেন কিন্তু চোরে না শোনে ধর্মের কহিনি।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

তারেক ফাহিম বলেছেন: হ ভাই, হাঁচা কইছেন,

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: শিক্ষনীয় পোষ্ট।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। উৎসাহ পেলাম ভাই।

৫| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সনেট কবি বলেছেন:

তারেক ফহিমের

দামে কম খায় বেশী, দামে বেশী পঁচে
অবিকৃত থেকে পণ্য দোকান গুদামে।
কিছু ক্রেতা আছে বটে বেশী দামী পণ্যে
তারচে সহজ লভ্য কাজে খাটে ভাল।
বেশী দাম চাইলে পণ্যে উৎপন্ন কম
করতে হয় ঠেঁকাতে বিনষ্ট হওয়া।
অনেক জ্ঞানের কথা বলেছেন ভাল
ভারসাম্য ছাড়া কিছু হয়না সুন্দর।

ছবি যা দিয়েছেন তা’ যয়না যে পড়া,
ব্লগের বাড়াতে মান দিয়ে উপদেশ
সক্কলের ভাল কিছু চেয়েছেন তবে।
ব্লগের আলাদা মান উত্তম কামনা
সবাই চাইলে হবে এতটুকু জানি
বিষয়টা তুলেছেন ধন্যবাদ তাতে।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

তারেক ফাহিম বলেছেন: উপদেশ অনুপ্রেরণা হয়ে থাকবে, শ্রদ্ধেয়।

কেমন আছেন, দাদা।

৬| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল :)

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য, ভালো থাকবেন।

৭| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: পরিশেষে বলতে পারি, সামুতে ইউজার বা পাঠক বেশি হলে সামুর বা আমাদের (ব্লগারদেরই) লাভ, নতুন নতুন লেখা পাবো, নতুন কিছু শিখতে পারব.....

শুভকামনা রইল।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

৮| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২

কালো আগন্তুক বলেছেন: ভাল বলেছেন। সামুর পরিবেশ সুস্থ রাখাটা আমাদেরই দায়িত্ব।

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম, ধন্যবাদ ভালো থাকবেন।

৯| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৬

সনেট কবি বলেছেন: নতুন পোষ্ট দিছেননি চাই গেলাম।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৫

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ ভাই, আসলে সময় হয়না।

নিজের সমস্যার পরামর্শ চাই বলে একটি পোষ্ট দিলাম, কিন্তু কেউ কোন রকম পরামর্শই দিলো না।

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারণা এখানে কেউ
শিখতে আসেনা, শিখাতে আসে

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮

তারেক ফাহিম বলেছেন: জ্বি নুরু ভাই, আপনার কথায় সহমত, তবে আমার ক্ষেত্রে সবার আমি ছাত্র।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: আমিন বলুন, হ্যা বলুন, না বলুন, ছিছি বলুন ইত্যাদি পোস্টগুলোকে সবসময়ই এভোয়েড করি!

ফেবুর মতো ব্লগের মান এখনো অতো নিচে নামেনি । নামলে সেটি বড়ই শংসয়ের কথা! ব্লগে এখনো বেশ কিছু ভালো ব্লগার আছে! আছেক নিজেকে শুসীল মনে করা কিছু কু ও মুখভারী ব্লগারও! যারা ব্লগিং কমিনিউটির মানেটাই বোঝেনা! তেরটেল জাতীয় শব্দগুলো তারা প্রায়ই আক্ষেপ করে বলে পিঠ চাপড়ায় আরকি!;)

যাইহোক পোস্টে আপনার উৎকন্ঠটা হৃদয় দিয়ে অনুভব করলাম! ভিয়ংকর কিছু ব্লগে ঘটবেনা আইমিন ব্লগের মান অতো নিচে নামবে নাববে না সেই প্রত্যাশাই করছি!:)

পোস্টের জন্য ধন্যবাদ!:)

ভালোথাকুন!:)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

তারেক ফাহিম বলেছেন: হুম, ভাই, সে কামনায় করি।

মন্তব্যে প্রেরণা আসলো।
ভালো থাকুন।

১২| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: বিশ্রী রকমের টাইপোর জন্য সরি ব্রো!!! |-)

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬

তারেক ফাহিম বলেছেন: কি বলেন বিলিয়ার ভাই,
এমন কি আর ভুল/বিশ্রী টাইপ করছেন।
আমি নিজেই মনে হয় ভূল করছি, নতুন ব্লগার হয়েও এই ধরনের পোষ্ট দেওয়াতে।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: আমার মন্তব্যে বেশ কয়েকটা দৃষ্টিকটু বানান ভুলের কথা বলেছিলাম।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

তারেক ফাহিম বলেছেন: ও আচ্ছা দাদা হুম, সমস্য নাই, আমি বুঝে নিয়েছি।
বানান ভুল থাকতেই পারে, আমারওতো বানানে প্রায় ভুল হয়।
সামুজিকে শিক্ষক হিসেবে পেয়ে মোটামুটি কিছুটা নিধন হলো।

বানান ভুল সম্পর্কে সামুর প্রীতিতে, একটি ছড়া সময় নিয়ে পড়বেন বলে আশা রাখি। ধন্যবাদ, ভাই ভালো থাকবেন।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩

নূর-ই-হাফসা বলেছেন: ছবির লেখা গুলো বুঝা যাচ্ছে না ।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

তারেক ফাহিম বলেছেন: হুঁম, পিসি থেকে স্কীন শর্ট দিলাম, তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.