নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

পরামর্শ চাই

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

বিগত দশ বছর থেকে আমার বাবাকে ঘুমের মধ্যে মাঝরাতে (মাঝের মধ্যে কয়েকবার)কি একটা চেপে ধরে কেউ মাথা নাড়ালে কিংবা শরীরে হাত দিয়ে কয়েকবার নাড়ালে চেড়ে দেয়। বিশেষ করে একা ঘুমালে এই রকম হয়। আম্মু থাকলেও এমন হয়। যথন ছেড়ে দেয় তিনি তিনি তাকে জিজ্ঞাস করলে তিনি বলেন বিভিন্ন রকম স্বপ্ন দেখার পর তিনার শরীর ভার হয়ে যায় এবং মুখ থেকে শত চেষ্টা করেও কথা বলতে পারে না কাউজে ডাকতেও পারেন। অন্য রকম শব্দ হয় যখন চেপে ধরে। উক্ত বিষয়ে কোরআন ও হাদিস মোতাবেক কি করা উচিত বিজ্ঞ ব্লগারগণের পরামর্শ চাই।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

সনেট কবি বলেছেন:






তারেক ফাহিমের‘পরামর্শ চাই’ পোষ্টে মন্তব্য-

ইয়া হাফিজু ঘুমের আগে তিন বার
পড়ে তিন ফু দিবেন বুকে হয়তবা
তাতে সমস্যার ঠিক সমাধান হবে
এতে পেয়েছেন ফল শুনেছি অনেকে।
আমি অবশ্য পেয়েছি এ আমল স্বপ্নে;
আমিও পেয়েছি এতে উপকার বেশ
অন্যরা আমার থেকে আমল গ্রহণে
উপকৃত হয়েছেন জানালেন তাঁরা।

লাভের বিশ্বাস থাকা জরুরী আমলে
নতুবা আমল থাকে বেকার সর্বদা
আল্লাহ পারেন সব, এটা সে বিশ্বাস।
বোবার কি সাধ্য আছে ধরবে লোকেরে
বোবার বিরুদ্ধে যদি আল্লাহ থাকেন?
আল্লাহ থকলে সাথে হবেই মঙ্গল।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ প্রীয় কবি
সাজেশন পেয়ে বেশ খুশি
ওনি নিজেও আমল করে প্রায়
ফল এমন না পাওয়ায় একটু নারাজ।
ভালো করে বলে দিবো করতে আমল
আল্লাহ সাথে থাকলে হবে মঙ্গল।

২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫০

সনেট কবি বলেছেন: থকলে=থাকলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.