নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

সময়মত নোটিফিকেশন পরিশোধ করুন

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০২



অনুপ্রাণিত করছে ব্লগারগণ,
দেখতে পাচ্ছিনা নোটিফিকেশান।
আসছি ব্লগে পাঠক প্রয়াশে,
সামু রেজিঃ প্রতিউত্তরের খাতিরে।
অদ্য মন্তব্য করছি একটাও না,
ফাজিল নোটিঃ দেখাচ্ছে আঠারোটা।
দেখেতো আমি মহাখুশি,
ক্লিক করলে লোডিং বুলি।
অহ যন্ত্রনা, আগেতো সামু এমন ছিলো না।
সামু রেজিঃ বাদ এক মাস ধরে,
মন্তব্যের প্রত্যিত্তরে অনুপ্রাণিত করছে বলে,
ভুল চরন অশুদ্ধ বানানে দু-একটা পোষ্ট
তাও আবার সামুতে রেজিষ্টারের মান রক্ষার্থে।
কম বুঝি এই ভেবে,
ব্লগ পাঠ আমার চলতে থাকে
হঠাৎ দেখি ব্লগার খায়রুল আহসান
একই রোগের রোগ মুক্ত হয়েছেন বলে দিলেন ধন্যবাদ।



মন্তব্যে করতে গিয়ে দেখি, একি মহামারি।
আমার মত ব্যাধি চলছে সামু জুড়ি
এমন করে যদি চলতে থাকে,
অনুপ্রাণিত নোটিঃ না দেখতে পেলে
লেখকের লেখায় অনীহা অাসবে,
আমারমত পাঠকদের অনুপ্রেরণা কমবে,
একসময় সামু ভাতে মরবে।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সনেট কবি বলেছেন:






তারেক ফাহিমের ‘সময়মত নোটিফিকেশন পরিশোধ করুন’ পোষ্টে মন্তব্য-

সামুব্লগে ব্লগারের অকুলান নেই
কোনভাবে। রোজ রোজ আয়তন বেড়ে
ব্লগরাজ্য সাম্রাজ্যের রূপ নিচ্ছে দেখে
দিশেহারা মডুদল উল্লাসে অস্থির।
ভুল নোটিফিকেশন, এ আর এমন
দোষের কি দেখলেন? পর্যবেক্ষণের
তিন দিন এখন যে কয়মাসে হয়
তা’বুঝার সাধ্য আর এখন যে নেই।

আপনার লেখবার সুযোগ কি কম?
ভাগ্যিস চাচ্ছেনা তারা টাকা কড়ি কোন
বিনে পয়সায় পান লেখার সৌভাগ্য।
কেউ পড়ুক অথবা না পড়ুক কেউ
নিজের লেখা নিজেই পড়তে পারেন
এতেই সবার যেন প্রাণ ঠান্ডা হয়।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

তারেক ফাহিম বলেছেন: সবসময় অনুপ্রেরণা দিয়ে আসছেন প্রীয় কবি।
মন্তব্যে কৃতজ্ঞ থাকলাম।

২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আশংকা জাগানিয়া পোস্ট । #:-S

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: স্যার আমিতো ভয় পাচ্ছি।

আপনার মন্তব্য আশংকা জাগনিয়া হলেও মন্তব্যে অনুপ্রাণিত হয়ে থাকবেন।

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



আমাদেরকে সামুর সাথে তাল মিলয়ে চলতে হচ্ছে; সময়ের সাথে সবকইছু ভালোর দিকে যাবে, আশাকরি।

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫১

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম

ধন্যবাদ

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সার্বজনীন সমস্যা নিয়ে সার্বজনীন কবিতা রচনা করেছেন ভাই। ভালো লাগলো আপনার কবিতা। এটি ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকুক ব্লগে।

সমস্যাটি সত্যিই খুব বিরক্তিকর। ঠিক হবে আশাকরি।

(আমার কাছে দুদিন থেকে ঠিক দেখাচ্ছে)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১২

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে উৎসাহ পেলাম ভাই, আমারটি পোষ্টের পরের দিন থেকে কাজ শুরু করলো। তবে আপনার মন্তব্যের নোটিঃ আসতে একটু লেট হলো। ধন্যবাদ ভালো থাকবেন।

৫| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হু লোডিং সমস্যা আছে
বিরক্তিকর লাগে।

আপনার ব্লগে কিন্তু আসি মাঝে মাঝে

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৬

তারেক ফাহিম বলেছেন: কত যে অনুপ্রাণিত হলাম আমার অবস্থানে থাকলে বুঝতে পারতেন আপুমনি।

মন্তব্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০

তারেক ফাহিম বলেছেন: আপুমনি মনে হয় খালি হাতে আসে

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

ভ্রমরের ডানা বলেছেন:





আমার দেখায় ২২৪টা.......

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

তারেক ফাহিম বলেছেন: অস্থির!! কী বলেন?

তাহলে তো আপনি খুশিতে আত্মহারা

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: সামুতে নোটিফিকেশন সমস্যা আছে ! :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

তারেক ফাহিম বলেছেন: জ্বি ভাই, মন্তব্যের জন্য ধন্যবাদ

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: নিশ্চয় একদিন সমাধান হবে। সে আশায় বসে থাকা ছাড়া আর কি করবেন। সুন্দর ভাবে সমস্যার কথা তুলে ধরেছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম, পাঠ ও মন্তব্যে ধণ্যবাদ জানবেন।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

সনেট কবি বলেছেন: দেশী মাননীয় ওবায়দুল কাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর ছবিযুক্ত পোষ্টে আমার তিনটা সনেট রয়েছে সময় পেলে পড়ে জানাবেন কেমন হলো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

তারেক ফাহিম বলেছেন: ঘুরে এলাম, সনেটগুলো প্রশংসারযোগ্য, অনুমতিক্রমে কাদের ভাই’র সনেটটি শেয়ার করতে চাই তার চেলাবেলাকে

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫

বিলিয়ার রহমান বলেছেন: সমস্যা নিয়ে কবিতা!!

বাহ!! দারুনতো!;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

তারেক ফাহিম বলেছেন: জ্বি ভাই, অনেক দিন থেকে রোগে ভুগতেছি, দাওয়াই না পাওয়াতে অভিমান ব্যাক্ত

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৬

ওমেরা বলেছেন: সমস্যা থাকবেই তবুও এগিয়ে যেতেই হবে.ধন্যবাদ ভাই্য়া ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যে অনুপ্রেরণা হয়ে থাকবেন ধন্যবাদ।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

তারেক ফাহিম বলেছেন: লেছেন: চমৎকার মন্তব্যে চমৎকার প্রত্যিত্তর না করলেই নয়,
প্রেরণা হয়ে থাকবেন, ধন্যবাদ।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: হঠাৎ দেখি ব্লগার খায়রুল আহসান
একই রোগের রোগ মুক্ত হয়েছেন বলে দিলেন ধন্যবাদ
- আমি বলেছিলাম, আপাতঃ দৃষ্টিতে নোটিফিকেশন সমস্যার সমাধান হয়েছে বলে মনে হচ্ছেঃ ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ
আমারটা কয়েকদিন ঠিক ছিল, পরে যা ছিল তাই। অনেকের মন্তব্য থেকে জানতে পেরেছি তাদেরও কারোটা কারোটা কয়েকদিন ঠিক দেখাচ্ছিল। এখানে নাঈম জাহাঙ্গীর নয়নও বলেছেন, "আমার কাছে দুদিন থেকে ঠিক দেখাচ্ছে"। এতে বোঝা যাচ্ছে, ব্যারামটা সারবো সারবো করেও শেষ পর্যন্ত সারলো না। :(

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

তারেক ফাহিম বলেছেন: আপাতত আমারটা সারলো,

ভাই মলম নিয়ে যাইয়েন, সেরে যাবে
=p~

১৪| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: আজো সমাধান হলো না। আমিও সামুর রিপ্লে পেয়ে মহাখুশি হয়েছিলাম।

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

তারেক ফাহিম বলেছেন: ব্লগারগণের প্রতিত্ত্যরে লিখার অাগ্রহ বাড়ে।

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

১৫| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: সেটাই। রাতে কিছুক্ষণ নোটিফিকেশন কাজ করে, কিন্তু দিনের অবস্থা খুব বাজে।

১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:২২

তারেক ফাহিম বলেছেন: হুঁম, রাতে অামি বেশি সময় দিতে পারি না, তাই হয়ত বুঝতে পারিনা।

অাবারও ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.