নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

দেখতে দেখতে সামুতে বছর পার

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭




মোর সরল চপল বিজ্ঞ ব্লগার,
বর্ষপুর্তি সন্দেশে, আজি মোর আনন্দিত মন।
দীর্ঘ বার মাস তব- চারু আন্তরীকতা,
দিয়েছ হৃদয়ে মোর, দীপ্ত উদ্দীপনা।
স্নেহ পাশে ভালবেসে- করেছ বন্ধন,
আজি এ ব্লগ বর্ষপুর্তিতে তাহা করিল হৃদে স্পন্দন।
মায়ার সামুতে এই দীর্ঘ বারো মাসের খেলায়
করেছে বানান ভুল নিধন, না জানা অনেক কিছু হয়েছে জানা
পোষ্ট দিবো কর্তব্য মনে করেছে তাড়া,
মোর মরমে, আনিয়া দিল পরম সুখের ছায়া।
বর্ষ বিদায় বেলা, তব আচরনের বিনিময়ে প্রাণিত ব্লগারদের সনে,
কি দিব আর- যোগ্য প্রতিদান, ধন্যবাদ বিনে।

মন্তব্য ৬৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

সামিয়া বলেছেন: অভিনন্দন




২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

তারেক ফাহিম বলেছেন: আপনাকে ধন্যবাদ।
আপনারা পাশে আছেন বলেইতো সামুতে বছর পার করতে পারছি।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

১ম বছর টিকে থাকা বেশ ধৈয্যের ব্যাপার; সহজে সহব্লগারদের এটেনশন পাওয়া যায় না; লেখা সামনের পাতায় যায় না; নিজকে তুলে ধরতে সময় লাগে; ১ম বছরটা একটু বেশ কঠিন সময়! আপনি টিকে গেছেন!

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ জানবেন বিজ্ঞ।

আপনাদের প্রেরণায় সামুতে পথ চলা সহজ হলো।
কৃতজ্ঞ জানবেন।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: বাহ !!!
আমার পোষ্ট গুলোতে আপনাকে স্বাগতম।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০

তারেক ফাহিম বলেছেন: অাপনার পোষ্টকৃত ব্লগগুলো প্রায় পড়ার চেষ্টা করি।

ধন্যবাদ জানবেন।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:





হিটলার বলছেনঃ অভিনন্দন।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ হিটলার ভাই,
ট্রাম্ট ও পুতিনকেও ধন্যবাদ পৌছানোর অনুরোধ জানাচ্ছি।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: অভিনন্দন,
সামনের দিনগুলিতে ব্লগিং শুভ হোক ।

শুভেচ্ছা রইল ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনাদের প্রেরণায় সামুতে বছর পার করেছি।

সর্বদা প্রেরণা হয়ে থাকবেন।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন ।হ‍্যাপি ব্লগিং।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

আপনাদের প্রেরণায় সহজে প্রথম বছর কাটাতে পেরেছি।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

ধ্রুবক আলো বলেছেন: শুভ কামনা রইলো। বর্ষপূর্তিতে অভিনন্দন।
কবিতা ভালো হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২

তারেক ফাহিম বলেছেন: ধ্রুবক আলো ভাই,

অাপনাকে ধন্যবাদ, আপনাদের প্রেরণায় বছর পার করতে পারছি।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪

সনেট কবি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

তারেক ফাহিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

অনেক দিন পর অাপনাকে পেয়েছি।
কেমন আছেন?? শ্রদ্ধেয়

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক ভালো লাগলো ।অভিন্ন্দন , আমিও নিয়মিত পড়তে চেষতা করবো । পাতায় আসবেন ভালো লাগবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

তারেক ফাহিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনি নিয়মিত হবেন জেনে ‍খুশি হয়েছি।
অবশ্যই সময় করে আপনার ব্লগে ঘুরে আসবো।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: মিষ্টি কই? :)

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

তারেক ফাহিম বলেছেন: মিষ্টি খাবেন ভালো কথা



১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: ১ম বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা রইল। :)

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ, শাহরিয়ার কবি ভাই।

আপনাদের প্রেরণায় সামুতে বছর পার।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: সুগার ফ্রি মিষ্টি দেন !!! বুড়া হয়ে গেছি !! :)

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

তারেক ফাহিম বলেছেন:

অাপনার জন্য অর্গানিক ভালো হবে মনে হচ্ছে।
খেয়ে তৃপ্তি পেলে জানাবেন জনাব।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে !!! খাওয়া শেষ এবার চা কফি কিছু খাওয়ার ব্যবস্থা করুন ।। আর নাহয়,বিড়ি টা নিজের টাকা দিয়ে কিনে খাবো ।। :P :)

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

তারেক ফাহিম বলেছেন: ঘুম নষ্ট হলে আমার কোন কসুর নাই গুরু--


২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

তারেক ফাহিম বলেছেন:

অপচয় করলে চলবে না =p~

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: আগামীকাল ছুটির দিন,সমস্যা নেই !!! :) ব্লগ লিখতে থাকুন। আপনার সফলতা কামনা করি।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০

তারেক ফাহিম বলেছেন: আমাকে খেতে যেতে হবে, না হলেতো বকা শুনতে হবে।

আমার সফলতা কাম্য জেনে খুশি হলাম।
ভালো থাকবেন চিরন্তন।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনি মোবাইলের স্কিনশট স্পেশালিস্ট !!! আগে জানিলে এ কথা মনে ভুলেও বলিতাম না!! আমি একটু চা খেতে চাইলাম, যেমন একটু ভালো-মন্দ খাওয়ার পরে, মানুষ শখ করে পান খায়, তেমন আর কি,,,, চা খাওয়ার আবদার। ;) আর আপনি কিনা আমার নাড়ির খবর কইয়া দিলেন । :( :P

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

তারেক ফাহিম বলেছেন: কবির ভাই, মো্বাইলে না কম্পিউটারে স্কিন শর্ট মারলাম।

আচ্ছা পরের বার থেকে অন্য অাইটেম থাকবে।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

ওমেরা বলেছেন: বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ আপনাকে,
পাশে আছেন বলেতো বছর পার করা সহজ হলো।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো..... !:#P

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ দাদা,
আপনাদের প্রেরণায় সামুতে প্রথম বছর পার করা সহজ হলো।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩

محمد فسيح الاسلام বলেছেন: في حياة الجميع، في بعض الوقت، نيران الداخلية لدينا يخرج. ثم ينفجر في اللهب من خلال لقاء مع إنسان آخر. وينبغي لنا جميعا أن نكون شاكرين لأولئك الناس الذين يستعيدون الروح الداخلية.

In everyone's life, at some time, our inner fire goes out. It is then burst into flame by an encounter with another human being. We should all be thankful for those people who rekindle the inner spirit.
[Albert Schweitzer]

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

তারেক ফাহিম বলেছেন: সুন্দর বাণি জানাই গেলেন।

সবার প্রতি সবার কৃতজ্ঞ থাকা আবশ্যক।

অাপনাকে আমার ব্লগে স্বাগত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে অভিনন্দন । আরো অনেক বছর এমনি ভাবে থাকুন সেই শুভকামনা রইলো ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

তারেক ফাহিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

সামুর সাথে জীবন পার করার প্রয়াস আছে, যদি অাপনারাও থাকেন।

২০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! চমৎকার।
শুভেচ্ছা রইলো

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।

আপনাদের প্রেরণায় সমুতে আমার পথ চলা সহজ হয়।

২১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৮

মলাসইলমুইনা বলেছেন: আরো অনেক এক বছর যেন ব্লগে ভালোলাগায় জড়ানো লিখায় লিখায় কেঁটে যায় সেই শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সাথে ধন্যবাদও নিন একবছর পূর্তিতে |

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

তারেক ফাহিম বলেছেন: আপনিও ধন্যবাদ গ্রহণ করবেন।

অাপনারা পাশে থাকলে সামুতে জীবন পার করতে অামার কোন আপত্তি নেই।

২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮

কালীদাস বলেছেন: অভিনন্দন !:#P
এই একবছরে আপনার নিজের লেখা সবচেয়ে প্রিয় লেখাটির লিংক দিন, পড়ে দেখি :)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

তারেক ফাহিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

সবগুলো লিখায় আন্তরিকতার সহিত লেখার চেষ্টা করি, কিন্তু হয় না।

আমি মনে করি আমার সবগুলো লিখায় আমার কাছে প্রিয়।
অাপনার মন্তব্য অনুপস্থিত তাই মনে করে দিলাম পড়ে জানাবেন

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৪

তারেক_মাহমুদ বলেছেন: কতদিন লাগলো, প্রথম পাতায় আসতে?

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

তারেক ফাহিম বলেছেন: আমার হয়েছে ভাই তিনত্রিশে।
আপনি হয়ত তিন সপ্তাহের আগেই চলে আসবেন।

আপনার জন্য শুভকামনা।

২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

নতুন নকিব বলেছেন:



বছর পেরিয়ে গেল আনন্দ হাসি কান্নায়। যুগের পর যুগও কেটে যাক এভাবেই। শুভকামনা। ভাল থাকুন।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।

যুগের পর যুগ নকীব ভাই’’র সাথে ব্লগিং করলে নকিব ভাইতো আর নতুন থাকে না। :P

অাপনারা সাথে থাকলে সামুতে জীবন পার করে দেয়ার ইচ্ছে আছে।

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

নতুন নকিব বলেছেন:



নকিবের কথা আর বলবেন না! ও মনে হয়, চির নতুনই থেকে যাবে! ওকে আমি বুঝাতে পারি না! ওর অবাধ্যতা আমাকে নাস্তানাবুদ করে ছাড়ছে! ওর থেকে পালিয়ে বাঁচতে পারলে হত!

'নকিব' মানে- নেতা, রিপ্রেজেনটেটিভ, সিপাহসালার। যুগে যুগে ইসলামের ছায়াতলে অসংখ্য নকিবের জন্ম হয়েছে। নতুন এই যুগের বলে 'নকিবের' সাথে 'নতুন' শব্দটি যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, নকিব শব্দটি আরবি। পবিত্র কুরআনের সূরাহ আল মায়িদায় এটির উল্লেখ রয়েছে।

বর্ষপূর্তি নিয়ে আমারও একটি ছোট পোস্ট ছিল। ভাল থাকুন।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

তারেক ফাহিম বলেছেন: বর্ষ পুর্তিতে আপনার পোষ্টে সম্ভবত আমার মন্তব্য পড়েছে,

না পড়লে ঘুরে আসবো।

আপনার জন্য শুভ কামনা।

২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

অর্ক বলেছেন: শুভকামনা তারেক ফাহিম। আরও উপভোগ্য হোক আপনার ব্লগিং।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ অর্ক দাদা।

আপনাদের প্রেরণায় সামুতে পথ চলা সহজ হয়।

২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

তারেক_মাহমুদ বলেছেন: দোয়া কইরেন ভাই, প্রথম পাতায় না আসতে পারলে মানসিক শান্তি পাচ্ছি না।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

তারেক ফাহিম বলেছেন: পাবেন, ধৈর্য্য ধরে সামুর সাথে থাকুন।

আপনাকে পুণরায় ধন্যবাদ।

২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

আরজু পনি বলেছেন: বাহ...খুব ভালো।
অনেক অভিনন্দন ও শুভকামনা রইলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনাকে আমার ব্লগে স্বাগতম।

২৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: প্রথম বর্ষপূর্তিতে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। ব্লগিং অগ্রযাত্রা অব্যাহত থাকুক!
ফুলেল শুভেচ্ছা! ফুলের ছবিটি আমার তোলা, কপিরাইট সংরক্ষিত।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ খা্য়রুল ভাই।

আপনাদের প্রেরণায় সামুতে পথ চলা সহজ মনে করি।

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


১ বছর পুর্তি উপলক্ষে ছুটিতে আছেন?

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

তারেক ফাহিম বলেছেন: না গাজী ভাই,

একটু ব্যস্ত সময় পার করতেছি।

পোষ্ট দিতে পারছি না, কিন্তু সামুতে লগইনসহ মন্তব্য যথাসম্ভব করার চেষ্টা করি।

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ২ বছর হতে বাকি নেই :)

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

তারেক ফাহিম বলেছেন: জ্বি জনাব।


মন্তব্যে কৃতজ্ঞ।

৩২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় বর্ষপূর্তির পোস্টে পাওয়া লিঙ্ক ধরে আপনার এ পোস্টে আবারো এলাম!
শেষের লাইনদুটোই এ কবিতার প্রশংসা পাওয়ার জন্য যথেষ্ট! কবিতায় প্লাস + এবং প্রথম বর্ষপূর্তিতে আবারো হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন!

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৯

তারেক ফাহিম বলেছেন: শ্রদ্ধেয়,
পুণরায় মন্তব্যের কলামে আপনাকে পেয়ে আপ্লুত হলাম।

শেষের লাইনদুটোই এ কবিতার প্রশংসা পাওয়ার জন্য যথেষ্ট! কবিতায় প্লাস + এবং প্রথম বর্ষপূর্তিতে আবারো হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন!

অনেক বড় প্রেরণা দিয়ে গেলেন, মন্তব্যের প্রতিত্ত্যর দেরি হওয়ার জন্য দুঃখিত।
গত দু'দিন সামান্য ব্যস্ততা আর সামু অপবাদে রাগান্বিত হয়ে আমার উপর সব রাগ ঝেড়ে ঢুকতে দেয়নি :(

৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: দীর্দিন ব্লগে আছেন। কেমন লাগছে?

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

তারেক ফাহিম বলেছেন: দীর্দিন ব্লগে আছেন। কেমন লাগছে?

অনেক ভালো লাগছে, তবে লিখতে পারি না বলে মাঝের মধ্যে খারাপ লাগে।


এতো পুরোনো পোস্টে আপনার আগমন দেখে আবারও ভালো লাগা।

পুণরায় মন্তব্যের কলামে পেয়ে কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.