নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

প্রিয় যদি দূরে সরে যায়, সেতো আরও প্রিয় হয় জানি

১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৮

প্রিয় সুজন ভাই’র পরামর্শে অনেক দিন পর ব্লগে আসতে পারলাম।

অনেক অনেক মিস করছি প্রিয় প্রাঙ্গন, প্রিয় ব্লগারদের।

পাঠক বেশে আবারও রেগুলার হওয়ার আশা করছি।


সামুর সুস্থতা কাম্য সবসময়।

.............সবার ব্লগিং শুভ হোক।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

আকতার আর হোসাইন বলেছেন: স্বাগতম আপনাকে...

আমাদের দুর্দিন কেটে যাবে ইনশাআল্লাহ

শুভ ব্লগিং
.

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০১

তারেক ফাহিম বলেছেন: জ্বি, সে কামনায় করি।

আপনিও ব্লগিয় শুভেচ্ছা জানবেন।

২| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন প্রিয় একটা গান :)

হায় আড্ডাঘর! হায় সামুু! হায় প্রিয় মানুষগুলো!
এমন দিন আসবে তাকি কল্পনাও করা গেছিল কখনো?

ফিরে আসুক স্বাভাবিক স্বস্তির দিন!
সামু মুক্তি পাক আলীফ লায়লার মালেকায়ে হামিরার যাদু বান থেকে :((

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৩

তারেক ফাহিম বলেছেন: ভৃণ্ড দা,
গানটি আমারও বেশ প্রিয়।

আপনাদের হারাতে বসব তা কখনো ভাবিনি।

স্বাভাবিক হওয়ার আশায় আসি।

৩| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: কত দিন হয়ে গেল, সামু ঠিক হচ্ছে না। আমি আশাবাদী মানুষ। সামু আবার প্রানবন্ত হয়ে উঠবে।

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৪

তারেক ফাহিম বলেছেন: আশায় বুক বাঁধি।

সামু পুণরায় প্রানবন্ত হয়ে উঠুক।

আপনার ডায়রীগুলো মিস হয়ে গেল, সময় করে পড়ে আসবো।

মন্তব্যে কৃতজ্ঞ।

৪| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

শায়মা বলেছেন: :(


:(


:(

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৭

তারেক ফাহিম বলেছেন: শায়মাপু,

আপনার কঙ্কাবতী পড়ে ব্লগে না আসত পেরেও আপনার লেখা উপভোগ করছি।

কঙ্কাবতীর বার্ধক্যের সময় কি ঘটে জানাবেন :P

৫| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০০

খায়রুল আহসান বলেছেন: সামু'র এ দুর্দশায় খুবই হতাশ ও ক্ষুব্ধ হয়ে আছি। তবুও আশায় বুক বেঁধে আছি, শীঘ্রই স্বাভাবিকতা ফিরে আসবে।

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:১১

তারেক ফাহিম বলেছেন: শ্রদ্ধেয়,
আশা করছি ভালো আছেন।

সামুর এ দুর্দশা হবে কল্পনাও করতে পারিনি।

প্রিয় প্রাঙ্গন, প্রিয় ব্লগারদের হারাতে বসবো ভাবতেও পারিনি।

সামু পুর্বের ন্যায় প্রাণবন্ত হয়ে উঠুক সে কাম্য।

৬| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:১১

মাহমুদুর রহমান বলেছেন: সামুর ক্রান্তিকালে আপনি যে ব্লগে প্রবেশ করতে সক্ষম হয়েছেন এটাই অনেক বিশাল ব্যাপার।

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:২১

তারেক ফাহিম বলেছেন: প্রিয়দের ক্লান্তিকালে প্রিয়দের পাশে থাকতে না পারলে যে বড্ড অকৃতজ্ঞ হয়ে যায় B-)

সামু পূর্বের ন্যায় সক্রিয় হোক।

মন্তব্যে ধন্যবাদ।

৭| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৬

নজসু বলেছেন:



প্রিয় ফাহিম ভাই।
আপনার এবং আপনার মতো প্রিয় ব্লগারদের সান্নিধ্য না পেয়ে অস্থিরতা লাগছিলো।
আমিও বেশ কিছুদিন ব্লগে আসতে পারিনি।
কয়েকদিন হলো আসতে পারছি।

আপনার কথাটা আপনাকেই বলছি-
প্রিয়দের ক্লান্তিকালে প্রিয়দের পাশে থাকতে না পারলে যে বড্ড অকৃতজ্ঞ হয়ে যায়

প্রিয় ব্লগ আবার আগের মতো সরব হোক এই প্রত্যাশ্যা রইল।

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:০৯

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সুজন ভাই,

ভিপিএন-এর ব্যাপারে আমার জানা ছিল না। আপনি অবগত না করলে হয়ত প্রতি দিন এমন করে অন্যান্য ভ্রাউজার দিয়ে চেষ্টা করে ফিরে যেতাম।

আপনি সহযোগিতা না করলে হয়ত ব্লগ পূর্বের ন্যায় প্রানবন্ত হওয়ার আগ পর্যন্ত আপনাদের সান্নিধ্য পেতাম না। অন্য কারো সাথে আমার অন্য কোন সাইটে যোগাযোগ নাই।

আমার নতুন ফেবু আইডিটি মনে হয় স্বার্থক হল।

পরিজন নিয়ে ভালো থাকুন সবসময়।

৮| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:২৬

আহমেদ জী এস বলেছেন: তারেক ফাহিম ,



মেঘের পরে রোদ উঠিবে
বাদল যাবে টুটি...................

১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৩

তারেক ফাহিম বলেছেন: জিএস ভাইয়া,
সকাল থেকে আশার চেষ্টা করছিলাম যতক্ষন সময় পাই,
কিন্তু অনেক চেষ্টা করে এখন পারলাম, তাই প্রতিত্ত্যর করতে দেরি হল।

জ্বি বাদল টুটে যাবার অপেক্ষায় আছি।

৯| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১:৩০

আরোগ্য বলেছেন: শুভ ব্লগিং ফাহিম ভাই। আবারও আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। আশা করি সবাই আবারও ব্লগ মাতাবে।

১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৪

তারেক ফাহিম বলেছেন: জ্বি, ভায়া।

আপনাদের হারাতে বসবো কখনো ভাবিনি।

সবাই আগের মত ব্লগ মাতিয়ে রাখুক সে কামনায় করি।

১০| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সামু ছিল, থাকবে। আমরা ও কোন না কোন পথ ধরেই সামুকে একটিভ করে রাখব। ভাল থাকুন সদায়।

১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৭

তারেক ফাহিম বলেছেন: সামু আছে, থাকবে।
শুনে ভালো লাগে।

১১| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৪

ভুয়া মফিজ বলেছেন: ওয়েলকাম ব্যাক।
শুধু পাঠকবেশে কেন, কিছু লেখা টেখাও দেন.....আমরা পড়ি! :)

১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০১

তারেক ফাহিম বলেছেন: আগেতো পড়ি, তারপর না হয়..... 8-|

আপনাদের অনেক মিস করলাম এ কটা দিন।

১২| ০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: পড়তে থাকুন, লিখতে থাকুন
আর মনে রাখুন..................।

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫২

তারেক ফাহিম বলেছেন: প্রথমে দুঃখ প্রকাশ করছি, প্রতিত্ত্যরে বিলম্ব হওয়ার জন্য।

সার্ভারগত সমস্যার কারনে আসতে পারিনি স্যার।

সামু পরিবার যে বড়ি খাওয়ইলো, মরনের আগ পর্যন্ত নেশা কাটবে না :D

অনেক অনেক মিস করি প্রিয় সামুকে, সামু পরিবারের সদস্যদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.