![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ তো আমি এমনি এমনি পড়ি আর মাঝে মধ্যে লিখিও;) অন্যদের লেখায় মন্তব্য করার মজাটাই আলাদা। Tareq_chtg@ইয়াহু.কম
১. কিছু না
উফ! কখন ক্লাস শেষ হবে? ক্লাস শেষ হলেই গাধাটার সাথে আমার দেখা হবে। নিশ্চয়ই অনেক্ষন যাবত অপেক্ষা করছে ও। সরি! গাধা। আজকে আমাদের, মানে আমার আর আমার গাধার প্রথম দেখা হবে। এর আগে আমাদের লাইভ দেখা হয়নি। তাহলে পেলাম কিভাবে গাধাটাকে? সব ই তথ্য প্রযুক্তির অবদান। এর উপর আল্লাহ হয়ত আগে থেকেই অর জন্য আমাকে ঠিক করে রেখেছিলেন। খুজে পেতে একটু দেরি হয়ে গেল এই আর কি!! আমাদের দেখা ফেবু তে। আজ থেকে বাইশ মাস, মানে দুই মাস কম দুই বছর আগে আমি ওকে প্রথম ফেবুতে ম্যাসেজ দেই, জাহাপনা সেই ম্যাসেজের রিপ্লাই দিয়ে আমাকে ধন্য করেন। কি ম্যসেজ ছিল? গাধা টা স্ট্যাটাস দিয়েছিল, কোন প্রাইভেসী দেয়া না থাকায় আমি সহজেই ওর স্ট্যাটাস দেখতে পারি। স্ট্যাটাস টা ছিল এমন যে- "ন্যাংটা ফকিরেরও GF আছে, আর আমার নাই? "
স্ট্যাটাস টা দেখে প্রথমে অনেক রাগ লাগছিল এটা ভেবে যে GF এর জন্য একটা মানুষের মন খারাপ ও হইতে পারে? মন খারাপের ব্যাপারটা এতটাই তুচ্ছ? অনেক রাগ আর অভিমান নিয়ে ম্যাসেজ দিলাম- "GF না থাকা এমন কোনো বড় ব্যাপার না, এর জন্য মন খারাপ করবেন না"।
কিছুক্ষনের মধ্যেই রিপ্লাই চলে আসল... আশা করি নাই রিপ্লাই দিবে আর দিলেও এই রকমের রিপ্লাই দিবে! তার রিপ্লাই ছিল এটা যে- "আচ্ছা, আর মন খারাপ করব না"।