![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ তো আমি এমনি এমনি পড়ি আর মাঝে মধ্যে লিখিও;) অন্যদের লেখায় মন্তব্য করার মজাটাই আলাদা। Tareq_chtg@ইয়াহু.কম
বিলেত থেকে খালামনি দেশে বেড়াতে গেছেন। প্রায় তিন মাস হয়ে গেল। আবার বিলেত যাওয়ার সময় হয়ে যায়। আমার সঙ্গে এখনও দেখা হয়নি। দেখা করার প্রবল ইচ্ছা। বিলাদেশিদের(বিলাতি-বাংলাদেশিদের) সাথে সাক্ষাৎ করলে লাভ ছাড়া খাস্তা হয় না। বিলাত ফেরার আগের দিন আমাদের বাসায় খালা, খালু আর খালাত ভাই বোনরা বেড়াতে আসলেন। আমার খালুর আবার বিলাতি জিনিস পত্র বিলানোর হাত খুব লম্বা। এইবার নাকি সুটকেস ভর্তি মোবাইল ফোন নিয়ে এসেছেন। যাকে তাকে ফোন বিলাচ্ছেন। এক মাস হয় আমি গ্রামীণের ডিজুস সিম কিনে রেখেছি। কিন্তু হ্যান্ডসেট নেই বলে ব্যবহার করতে পারছি না। মনে মনে আশা করে বসে আছি যদি বিলাতি খালুর সুটকেসের একটা হ্যান্ডসেট আমার কপালে জুটে! খালু মনে হয় মাইন্ড রিডার। হেহেহে
তো শেষ মেস আমার কপালে জুটল সনি এরিকসনের T68i
সেট। জীবনের প্রথম মোবাইল হ্যান্ডসেট! সে কি আনন্দ! এতেই আমি মহা খুশি। এই ফোনের রিংটোনটা এখনো আমার কানে বাজে। তার পর আর কত হ্যান্ডসেট ব্যবহার করলাম কিন্তু ঐটার কথা কখনো ভুলতে পারব না। প্রায় দুই বছর একটানা সেটটা ব্যবহার করেছি। ভাল সার্ভিস ই দিত। একদিন দুপুর বেলা কে যেন আমার বালিশের নিচ থেকে চুরি করে নিয়ে গেছে। আমি ঘুমে এতই অচেতন ছিলাম যে টের ই পাই নি। সেদিন দেখলাম ই-বে তে এখনো এই সেট কিনতে পাওয়া যায়। ভাবছি একটা সেট কিনে রাখব। ইহা যে আমার পরথম মোবাইল পেরেম। তাহারে কি ভুলিতে পারা যায়!!!!
পরের বছর আপা বিলেত থেকে আমার জন্য একটা ব্রান্ড নিউ Nokia 6300
এই সেটে ইন্টারনেট আর অপেরা মিনি আমার সার্বক্ষনিক সঙ্গী হয়ে গেল।
প্রায় দেড় বছরের মত ব্যবহার করলাম। একদিন গেলাম সিলেটে একটা কাজে। রমজান মাস ছিল তাই সেহরি খেয়েই রওনা দিলাম। গাড়িতে সেকি মরার মত ঘুম! সিলেট পৌছে দেখি পকেট থেকে আমার সাধের সেটখানা হাওয়া! কুন সে বেরসিক সিলটী ভাই ...
২০১০ সাল। আমি নিজে এইবার বিলেত আসলাম। একমাস মোবাইল ছাড়া চললাম। কিছু কাজ টাজ করলাম। টাকা জমিয়ে এই বার কিনলাম Nokia c3-01 Touch and Type
ভাল সার্ভিস ই পেলাম। প্রায় দশ মাসের মত ব্যবহার করলাম। কিন্তু মন মত হয়নি। মন শুধু iPhone দেখলেই আকু পাকু করে। তাই অনলাইন বাজার ই-বেতে নিলামে দিলাম। সময়সীমা দশদিন। পরের দিন ই এক নাইজেরিয়ান মহিলা সেটা কিনে নিল। পেপালে পেমেন্ট দিল। আমি ডাকে পাঠিয়ে দিলাম। পরের দিন খবর পেলাম সব ভূয়া! কোন পেমেন্ট আসেনি ই-বে তে সবচেয়ে ধোকাবাজ বায়ার্স হল নাইজেরিয়ানরা। তাই সাধু সাবধান।
পূর্বের সেটগুলো হারালাম ঘুমের ঘোরে! আর এইবার......? লোভে
মেজাজটাই খারাপ। অনেক কষ্টের জমানো টাকা!!!!
যাই হোক এইবার কিনলাম Samsung Galaxy Ace
পরিচয় হল এন্ড্রয়েড দুনিয়ার সাথে। কি মজা কি মজা...
এক বছর হয়ে গেল এই সেট ব্যবহার করে। নিত্য নতুন সেট বের হয় আর আমাকে হাতছানি দিয়ে ডাকে। পকেটে কিছু টাকা আই মিন পাউন্ড জমে গেল। আর কি আমাকে ঠেকানো যায়। ই-বে থেকে কিনে ফেললাম সে সময়ের সাড়া জাগানো সেট Samsung Galaxy S2. কি তার স্পিড, কি তার ক্যামেরা রেজুলেশন। অসাধারন। চোখ আমার সরেই না।
এক সময় সেই অসাধারন সেটও বোরিং লাগতে লাগল। মন আবার আকুপাকু শুরু করে দিল। দিন রাত শুধু গুগলে সার্চ দিয়ে কি নতুন সেট আসল তা দেখতে লাগলাম। ইউটিউব চষে বেড়ালাম সেগুলোর রিভিউ দেখে দেখে। মন গিয়ে Samsung Galaxy Note 2 তে গিট্টু লাগল। আবারো ই-বে থেকে কিনলাম।
সময় চলে যাচ্ছে আপন গতিতে। আজকের নতুন আগামীকাল হয়ে যাচ্ছে পুরাতন। মন গিয়ে পড়ল এইবার Samsung Galaxy Note 4 এ. যেই ভাবা সেই কাজ। আগে পিছে চিন্তা না করে কিনে ফেললাম। এক মাস ব্যবহার করে বেচে দিলাম কেনা দামে। সেই ফাকে আবারও অনেক সেট দেখতে লাগলাম।
এই বার বের হল Google Nexus 5X and Google Nexus 6P. অসাধারন সেট। কিন্তু দামে কুলায় না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুধের স্বাদ ঘোলে মিটানোর জন্য কিনে ফেললাম Motorola Nexus 6.
কেনার পর দেখি ভাল লাগেনা। ফেলে রাখলাম আলমারিতে। পুরাতন Samsung Galaxy Note 2 টাই ব্যবহার করতে লাগলাম সাচ্ছ্যন্দে
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১
আমি ভাল আছি বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
২| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজকের নতুন আগামীকাল হয়ে যাচ্ছে পুরাতন।
এই সত্য কর্পোরেট বাস্তবতার নিষ্ঠুরতার সাতকাহন!!!!!
যার পিছে ছুটে হারিয়ে গেছে চিরচেনা সূখ, শান্তি স্বস্তি!!!!!!
মোবাইল কাহিনী ভাল হইছে
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
আমি ভাল আছি বলেছেন: সেই ছুটে চলার কোন শেষ নাই। ধন্যবাদ পড়ার জন্য।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭
শায়মা বলেছেন: ভাত ভাইয়ু!!!!!!!!!!!!! তুমি এতো ফোন হারাও !!!!! ছি ছি ছি !!!!!!!!
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
আমি ভাল আছি বলেছেন: আরে এত্ত ফোন না। মাত্র দুইটা হারাইছি। না হারাইলে নতুন কিনব কেমন করে?? আমার জন্য হারানোটা একটা আশির্বাদ। এতে ছি ছি ছি করার কিছু নাই। বাই দ্য ওয়ে কেমন আছ তুমি?
৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২১
শায়মা বলেছেন: আমি ভালো আছি!!!!!!
কিন্তু বিজি আছি!!!!!!!!
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
আমি ভাল আছি বলেছেন: ভাল থাকা ভাল আর বিজি থাকা আরো ভাল
৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৫
এস কাজী বলেছেন: আপনে অনেক বড় লোক মানুষ। যে হারে ফোন কেনা আর হারাইতেসেন কিছুদিন টাকা জমাইলে স্যামসাঙ মোপাইল কোম্পানিটা কিনে ফেলতে পারবেন। নাকি বলেন ভাই?
১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯
আমি ভাল আছি বলেছেন: ভাই, আমি অত্যন্ত গরীব মানুষ। দিন আনি রাতে খাই গোছের মানুষ। পোস্ট পড়লে বুঝা যায় যেন একের পর এক মোবাইল কিনে ফেলেছি। আসলে কিন্তু তা নয়। এই কাহিনীর ব্যপ্তিকাল হল ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত। আর অধিকাংশ মোবাইল ই সেকেন্ড হ্যান্ড কিনেছে। তবে স্যামসাং কোম্পানী কেনার কথাটা মন্দ বলেন নি। আজ থেকে টাকা জমানো শুরু করলাম। টান পড়লে কিন্তু ধার দিতে হবে। মনে থাকে যেন
৬| ১৬ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৫
Shahjahan Ali বলেছেন: ভালই লাগল
১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০
আমি ভাল আছি বলেছেন: ভাল লাগাটা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্মৃতির জাবর কাটা.........ভালো লাগলো
ভিন্ন স্বাদের পোষ্ট।নিজের স্মৃতিগুলো মনে পড়ে গেলো।
আহা প্রথম সেট,প্রথম প্রেম
১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
আমি ভাল আছি বলেছেন: মানুষের বয়স হলে স্মৃতির জাবর কাটে। তবে কি আমি... না আমি মাত্র কয় আগেই না জন্ম নিলাম। হেহেহে
আপনের মনে পড়ে যাওয়া স্মৃতিগুলো শেয়ার করলেই পারতেন।
প্রথম সেট, প্রথম পেরেম কোনটাই ভুলার মত না।
ধন্যবাদ।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮
ভিটামিন সি বলেছেন: ভালোবেসে প্রথম মোবাইল কিনি নকিয়া ১১০০, চালাইলাম ৩ বছর। এরপর প্রেমে পড়ে গিয়ে কিনি নকিয়া ৬৩০০ তারপর একে ভালোবেসে ফেলি, চলল ১.৫ বছর। আহ কি ডিজাইন, কি ডিসপ্লে, বড়ি পুরাই গার্লফ্রেন্ডের মতো। তারপর প্রেমে পড়লাম নকিয়া ৫১৩০, একেবারে ঘরে নিয়ে আসলাম, সে সার্ভিস দিল ৬ মাস। আবারও প্রেমে পড়লাম নকিয়া ৫৮০০ এক্সপ্রেস মিউজিক, ১ বছর চালাতেই বউ ও এর প্রেমে পড়ে হস্তগত করলো, এখন শালাবাবু চালায়। তারপর প্রেম আসলো সনি এক্সপেরিয়া জেডএর জীবনে, দুই মাস চালাইতেই বন্ধু+সমন্ধী হস্তগত করলো - দিয়া দিলাম, তারপর প্রেমে হাবুডুবু গ্যালাক্সি এস ফোর থ্রিজি - মাস দুই চালাইতেই আরেক বন্ধু বাকাঁ নজরে তাকায়া দুই-তৃতীয়াংশ মূল্যে আমার প্রেম কেড়ে নিল, আবার এস ফোর ৪জি কিনলাম গত বছর, এইটা কারো হাতে যেতে দিই না্। আবার কে না কে প্রেমে পড়ে যায়। এইবার ইচ্ছা আছে সনি এক্সপেরিয়া জেড ৫ নেয়ার। সনি চালায় মন ভরে নাই। ওফ কি জিনিস একখান বানাইছে সনি!!! যা ডিজাইন আর বডি পুরাই আলিয়া ভাট!!!!!
১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২
আমি ভাল আছি বলেছেন: পুরাই আলিয়া ভাট!!!! হাহাহাহ.. ভাইজানের লেখা পড়ে প্রচন্ড শব্দ করে হাসলাম। তা আপনের আলিয়া ভাট কে কি বুক পকেটে রাখেন নাকি সাইড পকেটে? হাহাহাহা
আমি জীবনে প্রথম মোবাইল ফোন হাতে নিয়ে যেটা দেখেছিলাম সেটা ছিল সিমেন্সের সেট। এন্টেনা সহ। গ্রামীণ ব্যাঙ্ক থেকে আম্মা কিনেছিলেন। তারপর নকিয়া ৩৩০০ ব্যবহার করেন। সে সময় মনে হত পৃথিবীর সেরা সেট বুঝি নকিয়া ই বানায়। আমার বন্ধুর হাতে একটা নকিয়া এন৭০ ছিল। কি দুর্দান্ত গতিতে যে সেটাতে ইন্টারনেট চলত বলার মত না। ওর হাতে কম আমার হাতেই বেশি থাকত। আজ সেই নকিয়া কোথায় হারিয়ে গেল। হয়ত বা আগামীকাল স্যামসাং ও হারিয়ে যাবে।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭
মহান অতন্দ্র বলেছেন: সাতকাহন ভাল লাগল।
১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩
আমি ভাল আছি বলেছেন: ধন্যবাদ ভাল লাগাটা জানানোর জন্য।
১০| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬
বিবেকহীন কমলাকান্ত বলেছেন: দারুন হয়েছে
১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৮
আমি ভাল আছি বলেছেন: ধন্যবাদ।
১১| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯
ভিটামিন সি বলেছেন: না রে দাদা, আমার আলিয়া ভাট এখনো আমার পড়তে পারে নাই, আমি পড়ছি শুধু। পকেটের অবস্থা ভালো যাচ্ছে না। মনে হচ্ছে নতুন ইংরাজী বছর আসলেই আলিয়া (সনি জেড ৫) হাতে রাখুম। ইহার যে স্পেসিফিকেশন না, বুক পকেটে রাখেলে বুক ছারখার (হার্টে সমস্যা আছে আমার) করে ফেলবে আর পিছনের পকেটে রাখলে - ৩৬ সাইজের পাছার চাপে ৩/৪ খন্ডও হইবার পারে। তাই হাতেই বা ব্যাগে রাখতে হবে।
১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২১
আমি ভাল আছি বলেছেন: হাহাহা.. দারুন আলিয়া প্রেম। আর মাত্র কয়েকটা মাস তারপরেই নতুন বছর। নতুন বছর হোক আপনার জন্য আলিয়াময়। শুভ কামনা।
১২| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
সুমন কর বলেছেন: হায় হায়, আপনি দেহি মুবাইল প্রেমিক..........
কাহিনী পড়ে মজা লাগল। ভালো থাকুন।
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬
আমি ভাল আছি বলেছেন: জ্বী ভাই, সেই রকম মুবাইল পেমিক। হেহেহে। ধন্যবাদ
১৩| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০
খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে আপনার মোবাইলের সাতকাহন। আমি আইফোনে অভ্যস্ত হয়ে গেছি। একবার কোনটাতে ভালোভাবে অভ্যস্ত হয়ে গেলে আর পাল্টাতে মন চায় না, যতই আপডেটেড হোক। পুরনো লোকের মানসিকতা।
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮
আমি ভাল আছি বলেছেন: আমার অনেক ইচ্ছা আইফোন ব্যবহার করার কিন্তু আমিও আপনার মত এনড্রয়েডে অভ্যস্ত হয়ে গেছি। পাল্টাতে মন চায় না। আমি নতুন লোক, কিন্তু মানসিকতাটা মনে হয় পুরনো হেহেহে।
আপনার ভাল লাগা জানিয়ে জাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৯
প্রামানিক বলেছেন: মোবাইল কাহিনী ভালই লাগল। ধন্যবাদ