![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব্বাই দেহি ছবি ব্লগ দেয় ! আমারও একখানা না থাকিলে কেমুন হয় ! তাই.................. ! আর কিছু কমু না .........
২. আমার ডাক্তার দুস্তদের শিখাইয়া দিমু ভাবছি ! নারীজাতির চোখ এই পরীক্ষা করিলেই ভালো হইয়া যাইবেক নিচ্চিত !! বিফলে মূল্য ফিরত !!!
৩. লিলিপুটিয়ান মগজের উদাহরণ !!!
৪. এই এক্সট্রা ক্লাসের ফলাফল ২০ বছর পরে কি হইবেক তাহাই ভাবিতেছি !
৫।দাদাদের ছবি না দিলে কেমুন জানি লাগে !!!
৬. যাহাদের মনের বয়স বাড়ে না , শরীলের বয়স থামে না , ইহাদের মনের দোআ !!!
৭. ছাম্বাদিক ব্যাটা প্রশ্নফাঁস জেনারেশনের নিচ্চিত !
৮. এইডা একখান পাবনাওয়ালার কাছ হইতে পাইলাম ! আত্মসমালোচনার এমন উদাহরণ আর দেহি না !! জয়তু পাবনা !!
৯।নারী-পুরুষ সমান কোন কালেই হইতে পারিবে না, নারীবাদীরা যতই চিল্লা চিল্লি করুক !! (কোন পাঁঠার ইয়ে মনে হইতাছে না???)
১০। কামলাদের চিরন্তন সইত্য ! (বোঝে না সে বোঝে না !!!)
১১। ধূমপান বন্ধে এর চেয়ে কার্যকরী বিজ্ঞাপিন আর হৈতারেনা !!
১২।জাতীয় খেলা তাইলে আর কি হইতে পারে ? রাজনীতি ?
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৩
টারজান০০০০৭ বলেছেন: কি কমু আর ! সাবালকত্বের বয়স বাইরা যাইতাছে, তাই ৪০+ !!!!
২| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৯
ইসিয়াক বলেছেন: হা হা হা +++ আর কিছু কমু না।
৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪
টারজান০০০০৭ বলেছেন: কি আর কইবেন ভাইডি, দেইখ্যা লন !!
৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহারে দাদারা !!
গরুর চোনা পান করস ঠিকাছে
তাই বলে টয়লেটের জল !!
৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৮
টারজান০০০০৭ বলেছেন: সেদিন শুনিলাম চীনে নাকি মানুষের মল জ্বাল দিয়া তৈল বানায় ! সত্যি হইলে ইয়াক !! খবিস !!
৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফালতু পোস্ট হইলেও ভালো লাগিয়াছে। মজা পাইয়াছি।
৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯
টারজান০০০০৭ বলেছেন: ফালতু আর আজাইরা পোস্ট সামুতে এখন আর দেখা যায় না !
আমিও মজা পাইলাম !!
৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০০
আখেনাটেন বলেছেন: বিরাট ছবি ও কাহিনির জলসা বসাইয়াছেন জনাবে আলা।
তবে কিছু ছবি দেখে অনেকে অক্কা না পেলেই হল।
৯নং পড়িয়া ৪০ হাজার ডলারে কোনো নাদান হস্ত নিক্ষেপ করিলে অবাক হমু না।
৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭
টারজান০০০০৭ বলেছেন: বিরাট ছবি ও কাহিনির জলসা বসাইয়াছেন জনাবে আলা। :পি
আফনে আবার কোত্থেকে উদয় হইলেন জাহাপনা?
কামের সোদনে লেখার টাইম পাইতাছি না ! তাই কুবুদ্ধি গজাইছে !!!
তবে কিছু ছবি দেখে অনেকে অক্কা না পেলেই হল।
অক্কা পাইবার সম্ভাবনা আছে নাকি ? খাইছে ! সামু আমারে এমনিতেই দেখতেরেনা , আবার ফিল্ড মার্শাল বানাইবে নাকি ?
৯নং পড়িয়া ৪০ হাজার ডলারে কোনো নাদান হস্ত নিক্ষেপ করিলে অবাক হমু না।
তাই তো কই, কথা নাই বার্তা নাই , মানুষ হঠাৎ রেজকি গোনে কেন !!!!
এতো দামি জিনিস , হাতাইতেও মজা!! হে হে হে !!
৬| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৬
শোভন শামস বলেছেন: +++
৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮
টারজান০০০০৭ বলেছেন: ৪০
৭| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১ নং টি নিম্নের কোন সিরিয়ালে নামানো যায় কিনা তার
বিবেচনার জোর দাবী জানাচ্ছি ।
৩ নং টা গাজীসাবের দৃষ্টি আকর্ষণ করছি।
উল্টা পাল্ট বোঝে সব সময়
৯ নং টি যাদের আছে তারা ভাগ্যবান. চুরি. ডাকাতি কিংবা
ছিনতাই রোধে প্রয়োজনী নিরাপত্তা নিশ্চিত করুন।
১১ নং শতর্কবানী সবসময় স্মরণ রাখুন।
৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০
টারজান০০০০৭ বলেছেন: ১ নং টি নিম্নের কোন সিরিয়ালে নামানো যায় কিনা তার
বিবেচনার জোর দাবী জানাচ্ছি ।
কি বলেন মেবাই !! আজ বাদে কাল নির্বাচন আর নামাইতে কইতাছেন !! এমুন ক্যানভাস টেকা দিয়াওতো পাইবেন না !!!
৩ নং টা গাজীসাবের দৃষ্টি আকর্ষণ করছি।
উল্টা পাল্ট বোঝে সব সময়
কি যে বলেন , উনিতো গালিভার !! তয় ধর্মের ব্যাপার আসিলে জন্মনিবন্ধনরে জন্মনিয়ন্ত্রণ বুঝিয়াই ভাবেন বুঝিয়াছি !!!
৯ নং টি যাদের আছে তারা ভাগ্যবান. চুরি. ডাকাতি কিংবা
ছিনতাই রোধে প্রয়োজনী নিরাপত্তা নিশ্চিত করুন।
নিজ্যস সত্যি ! একারণেই তো সবাইরেই এমন দামি অলংকার হাতাইতে দেখা যায় ! আচ্ছা, বীমা করিলে হয় না ?
১১ নং শতর্কবানী সবসময় স্মরণ রাখুন।
মাত্থা খ্রাফ , ইহা কি ভোলা যায় , ভুললে আসল পুরুষ হইতে কব্বেই নকল পুরুষ হইয়া যাইতাম !!
৮| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: দেখলাম।
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
টারজান০০০০৭ বলেছেন: জানলাম, আফনার বয়স ৪০ হৈছে !!!
৯| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কয়েকটা আগের দেখা ছিল। আর যেগুলো দেখা ছিল না সেগুলোর কয়েকটা তে শব্দ করে হেসেছি...
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
টারজান০০০০৭ বলেছেন: ছবি গুলান দিয়া সহকারী প্রক্টরের মতন পিএইসডি চামু ভাবতাছি ! সবই কপি-পেস্ট কিনা !! হে হে হে !
১০| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৫
হাবিব ইমরান বলেছেন:
৯ নাম্বার ছবি দেখে নিজেকে কোটিপতি মনে হচ্ছে ভাইডি।
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫০
টারজান০০০০৭ বলেছেন: তাইতো কই , বাংলাদেশে এতো কোটিপতির বিস্ফোরণ হইলো কেমতে !! সত্যিই তো !!! নিচের দিকে চায়া অহন নিজেরেও কোটিপতি মনে হইতাছে !! হে হে হে !!
১১| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ৯ নং অনুসারে কোন পুরুষ নিজেরে গরীব ভাবার অবকাশ নাই।
১ নং নৌকার ঠেলাটা মাঝামাঝি কোথাও ঢুকিয়ে দেন।
১১ নং নুনু ছোট হওয়া থেকে সাবধান।
পালতু হাসি দিলাম।
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০
টারজান০০০০৭ বলেছেন: ৯ নং অনুসারে কোন পুরুষ নিজেরে গরীব ভাবার অবকাশ নাই।
বিশ্বাস করেন, নিজেরে এহন বিরাট কিছু মনে হইতাছে !! আমারে গরিব আর কেহ কইতে পারব না ! তবে এই সম্পদ রক্ষার জইন্য ইয়ে বীমা চালু করার জোর দাবি জানাইতেছি !!!
১ নং নৌকার ঠেলাটা মাঝামাঝি কোথাও ঢুকিয়ে দেন।
মডু উহা গায়েব করিয়া দিয়াছে ! ১ নম্বর তাই এখন ফাঁকা ! ব্লগটারেতো বাঁচাইতে হইবে !!
১১ নং নুনু ছোট হওয়া থেকে সাবধান।
আমি কুটিকাল হইতেই সাবধান ! নাইলে কবেই নকল পুরুষ হইয়া যাইতাম ! আফনে ?
পালতু হাসি দিলাম।
১২| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
পদ্ম পুকুর বলেছেন: ভাইরে ভাই, কই পান এই্সব?
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫
টারজান০০০০৭ বলেছেন: আমার ভয়ানক দোস্তরা ফেবুতে আমারে প্রায়ই ভয়ানক গ্রূপে অ্যাড করে ! খুলিয়া দেখা হয় না ! আজ খুলিয়া ভয়ানক ভিমরি খাইয়া ভাবিলাম কি করা যায় ! তাই এই অভিসন্দর্প !! পিএইসডির জন্য জমা দিমু ভাবতাছি !!
১৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২১
পদ্ম পুকুর বলেছেন: জমাইয়া রাখলাম সিন্দুকে, মাঝে মধ্যে মন খ্রাপ থাকলে দেখ্যা যামু
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৭
টারজান০০০০৭ বলেছেন: মাগার ১ নম্বরটা গায়েব হইয়া গিয়াছে ভাইডি !!!
১৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২
নেওয়াজ আলি বলেছেন: সময়োপযোগী পোস্ট।
৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২০
টারজান০০০০৭ বলেছেন: সময়োপযোগী আর থাকিল না ভাইডি !! পোস্টই গায়েব হইয়া যায় নাই ইহাতেই শুকরিয়া !!
১৫| ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মডু উহা গায়েব করিয়া দিয়াছে ! ১ নম্বর তাই এখন ফাঁকা ! ব্লগটারেতো বাঁচাইতে হইবে !!
ভালো করে কইলাম গায় মাখলেন না
এখন দিছেতো ১নং গহীন গাঙ্গে ডুবাইয়া।
কাঙ্গালর কথা বাসি হইলে ফলে!!
৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৩
টারজান০০০০৭ বলেছেন: বুঝতে পারি নাই মেবাই, লিলিপুটিয়ান মগজ কিনা !! আপনার কথা শুনিলে হয়তো মডুর চোখেই পরিত না ! দুঃখে পরান যায় !!
১৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:২৪
এপোলো বলেছেন: শিরোনামে ৪০+ দেখে ভেবেছিলাম হয়ত ৪০ এর বেশি ছবি আছে। পরে দেখি লেখক বয়সের কথা বুঝিয়েছেন।
৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬
টারজান০০০০৭ বলেছেন: জি ভাইডি !! সামুতে বেশি ছবি আপলোড করা যায় না !!
কন্টেন্ট বুঝিয়া সকলের হজম নাও হইতে পারে ভাবিয়া ৪০ + লিখিয়াছি !!
১৭| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১০
শাহিন বিন রফিক বলেছেন:
অনেক্ষন হাসলুম, কিছু জোকস পূর্বে পড়া ছিল, কিছু নতুন।
৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৯
টারজান০০০০৭ বলেছেন: আমিও অনেকক্ষন হাসিয়াছি ! সবই কপি-পেস্ট ! তাই অনেকগুলিই আগে দেখিবেন স্বাভাবিক !!
১৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৯
নতুন নকিব বলেছেন:
অসাধারণ!
৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮
টারজান০০০০৭ বলেছেন: কন কি মেবাই !! আপনার মতন সাধু মানুষ আমার এই পালতু পোস্টরে অসাধারন কইতাছেন !! তাইলে বুঝি ইহা পালতু নহে !!!
১৯| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৫
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা
৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮
টারজান০০০০৭ বলেছেন: হে হে হে !
২০| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি এমন নাউজুবিল্লাহ টাইপের পোষ্ট দেন কেনো মাঝে মাঝে?
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০১
টারজান০০০০৭ বলেছেন: আস্তাগফিরুল্লাহ !!!
আরও একবস্তা আছে ! দেখিলাম , মডু ঘুমাইয়া আছে কিনা !! মডুরে চাঙ্গা রাখার জন্য মাঝে মাঝে বোমা মারিয়া থাকি !! ঘুমায় নাই ! আমার প্রথম ছবিখানাই গায়েব !!!
তা ছুডু বাই , বয়স ৪০ হৈছে তো ? নাইলে আবার নাবালক নির্যাতনের মামলায় ফাইস্যা যাইতে পারি কিনা !!!
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২
মা.হাসান বলেছেন: আন্ডার ৪০ মডু এই পোস্টে আইলো কেমনে?
যাউকগা মডু পার্সোনাল কালেকশনে লইয়া যাওনের আগেই ১ নাম্বার দেইখা ফালাইসি ।আমিও একখান ধাক্কা দিয়া গেলাম ।
পেলেনের টয়লেটের পানি নিচে পড়ার সম্ভাবনা নাই, ঐ খান ভুয়া । ( নাকি ভুইয়া ?)
যেই সম্পদের ব্যবহার নাই উহার কোন দাম নাই । আমার কোটি টাকার সম্পদ নাম মাত্র মূল্যে বিক্রি করে দিতে চাই ।আগ্রহীরা আওয়াজ দিন
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৪
টারজান০০০০৭ বলেছেন: আন্ডার ৪০ মডু এই পোস্টে আইলো কেমনে?
তাইতো !! হ্যাতে কি পাকি খেলোয়াড়গো মতন বয়স চুরি করছে নাকি ? নাকি ইঁচড়ে পাকিয়া গিয়াছে ? নাবালিকা বিয়া দিয়া কাজী সাব যেমন বিপদে পরে, আমার পোস্টে নাবালক (৪০ হয় নাই বিধায় !!) মডু আসায় আমি আবার ফাইস্যা যামু নাতো ?
যাউকগা মডু পার্সোনাল কালেকশনে লইয়া যাওনের আগেই ১ নাম্বার দেইখা ফালাইসি ।আমিও একখান ধাক্কা দিয়া গেলাম ।
ধাক্কা খ্রাফ হয় নাইক্যা !!! ইয়ে বাদ !!
পেলেনের টয়লেটের পানি নিচে পড়ার সম্ভাবনা নাই, ঐ খান ভুয়া । ( নাকি ভুইয়া ?)
ভারতে আর চায়নাতে কোনকিছুই বেসম্ভব নহে !! দুই দ্যাশেই টং ক্রুজে ভরপুর ! কি খায় আর কি যে ভক্তি করে তাহা পাকি ক্রিকেটের মতনই আনপ্রেডিকটেবল !!!
যেই সম্পদের ব্যবহার নাই উহার কোন দাম নাই । আমার কোটি টাকার সম্পদ নাম মাত্র মূল্যে বিক্রি করে দিতে চাই ।আগ্রহীরা আওয়াজ দিন
কামে না লাগিলে নতুন বছরের ক্যালেন্ডার ঝুলাইতে পারেন, অন্তত বেকারত্ব ঘুঁচিবে !!!
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮
নতুন বলেছেন:
৪০ +++