![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। ছবিগুলো কুটিকালের কথা মনে করাইয়া দিলো ! এমতে না পড়িলেও, পড়িতে দেখিয়াছি বেশুমার !! (পিনাকীর ম্যাও প্যও নিয়া অবশ্য কিছু কইলাম না !! )
২। কিএক্টাবস্থা !!! বেশি কিছু কমুনা ! নারীমহলে এমনিতেই আমার ভোট নাই !!
৩। What a motivation !!! সুখনের ভাত শ্যাষ !!!
৪। মোটিভেশনের খ্যাতা পুরি !!!
৫।আমারও খুব হাততালি দেওনের ইচ্ছা !!
৬। আর কোন কোন এলাকায় বজ্রসহ ইয়েপাত হয় ঝাতি ঝানিতে চায় !! (গুগল ট্রান্সলেটরের আকাম !!!)
৭। বুঝিলাম, নারীমহলে আমার ভোট নাই ক্যানে !!! (লোকদের দলে আমি কিন্তুক আছিলাম না বউ , হাচা কইতাছি!!! !!!)
৮।বাঙালি পারেও বটে !!!
৯। ৯৪ কি কোন বিশেষ সাল নাকি , সব তারছেঁড়া দেহা যায় !!! (জেসন কই ??)
১০। হাগবো না আর বদ্ধঘরে" আর চলিবে না !!! (দাদাদের দ্যাশে !!!) !!!
১১। ওহ ! জনস্বার্থে এমন বিজ্ঞাপনই দরকার !!
১২। অপূর্ব ব্যালে যোগ !!! (ব্যালে বাবা !!)
১৩। বাংলাদেশেও এমুন অবস্থা হইতে দেরি নাই ! চায়ের দোকানে কোহলির চেয়ে বড় ক্রিকেটার , রোনালদোর চেয়ে বড় ফুটবলার , এরশাদের চেয়ে বড় রাজনীতিবিদ দেহা যাইতাছে !!!
১৪।বাবারে !! বুকের পাটা দেহা যায় মোদির চেয়েও বড় !!!!
১৫। কার কার ইয়ে লাইনে আছে হাত তুলুন !!! আমি অভ্যর্থনা কমিটিতে আছি !!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪০
টারজান০০০০৭ বলেছেন: ধুর !! আমি নিজেইতো মাইনাস বাটন খুঁজিতেছিলাম !
আপনি যে 'না' ভোট দেন নাই এই মেলা !!
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হা হা পা খু গে !!!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮
টারজান০০০০৭ বলেছেন: আমিতো দেখতাছি আপনি লুঙ্গি পিন্দা হাসিতেছেন !! পা খু না হইয়া লু খু হইবে না ?????
১৫ নম্বরে দেহা যাইতেছে পুরান পাপী ছাড়া কাহারও ইয়ে স্বর্গে যাইতে পারিবে না !! কারণ এহন আর মাইর নাই !!!
ভাইজান , আপনার ইয়েও কি লাইনে আছে নাকি ??? থাকিলে বইলেন , আগেই পার কইরা দিমুনে !!!
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি পাজামা পরি.
আপনি লুঙ্গি দেখলেন কই ?
১৫ নম্বর মন্তব্য নিঃস্প্রয়োজন!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪
টারজান০০০০৭ বলেছেন: আহা হা ভুল হইয়া গেলো ভাইজান ! ১৫ নম্বরের মন্তব্য আসলেই নিষ্প্রয়োজন ! একালের পোলাপাইনের ইয়ে যাইতে পারব না !!!
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: মজার ছিলো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫
টারজান০০০০৭ বলেছেন: সত্যি !!
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬
শের শায়রী বলেছেন:
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৭
টারজান০০০০৭ বলেছেন: কি কন !! আমি আজীবনের ব্যাক ব্যাঞ্চার !!!
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ মজার অনেক মজার
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২২
টারজান০০০০৭ বলেছেন: আমার পোস্ট নারীকুল সাধারণত এড়াইয়া চলে ! আপনি বুঝি ভুল করিয়া আসিয়াছেন !
ধন্যবাদ না দিয়া পারিতেছি না !!!
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: গত পর্ব এড়িয়েছিলাম প্রথম ছবিটা দেখেই
কিছু বলতে গিয়েও বলিনি। অন্তত শালীনতা কিছুটা বজায় রাখবেন
আসতে মানা নেই
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭
টারজান০০০০৭ বলেছেন: হ্যা, ওই জায়গাতেই সমস্যা ! ভবিষ্যতে সতর্ক হইতে হইবেক !! আবারও ধন্যবাদ !!
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
পিনাকি নাকি অজু করে পক্ষত্যাগ করেছে?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩
টারজান০০০০৭ বলেছেন: তার ব্যাপারে কোন কালেই আগ্রহ ছিল না, এখনও নাই ! মজার ছবি দেখিয়া দিলাম !!
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভেরি ভেরি ফানি, বুজজ্জেননি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯
টারজান০০০০৭ বলেছেন: বুজী নাইতো !! এখনও খালি !!
তা আপনি কি পুরান পাপী না নতুন ? (ব্লগার নতুন নহেন !!) পুরান হইলে আমারে কইয়েন লাইন পার করিয়া দিমুনে !!
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহাহা.....
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৫
টারজান০০০০৭ বলেছেন: হে হে হে !!! কেমুন আছেন মেবাই ?
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
বাকপ্রবাস বলেছেন: ব্যাপক বিনুদুন পেলুম
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৭
টারজান০০০০৭ বলেছেন: এই ইটের ভাটা লাইফে একটু খানি বিনুদুন বড়ই সৌন্দর্য লাগে !!!
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৬
নেওয়াজ আলি বলেছেন:
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৯
টারজান০০০০৭ বলেছেন: যাহ !! এইটা কি সত্যি নাকি ? ইহারা কি আসল পুরুষের মতন আসল আমি লীগ না নকল আমি লীগ ??????
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই ছবিটা আপনার লেখায় সংযোজন করতে পারেন!
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৫
টারজান০০০০৭ বলেছেন: এইডাতো দেহা যায় ম্যাও প্যাও ব্যানার !! ইহাদেরও বুঝি লিলিপুটিয়ান মগজ !!!
বন্যেরা বনে সুন্দর , লিলিপুটিয়ান ব্যানার মন্তব্যে !!! থাকুক এখানেই !!
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা মেবাই। এমন পোস্ট দেখে মনে যতোই বিষাদ থাকুন না কেন হরষে উল্লসিত হতে বাধ্য।হাহা হা
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৭
টারজান০০০০৭ বলেছেন: মেজাজ খ্রাফ থাকিলে মাঝে মাঝে আমি মজার মিমগুলো দেখি ! তারপর হা হা হি হি হো হো !!!
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: এটা কি ছিল? বোমা নাকি অন্য কিছু?
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬
টারজান০০০০৭ বলেছেন: না ভ্রাতঃ / ভইন !! ইহা জাস্ট কাতুকুতু !!
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০১
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭
টারজান০০০০৭ বলেছেন: হে হে হে !!!
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭
নয়ন বিন বাহার বলেছেন: হাসতে হাসতে জান লবেজান..........