![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♥
প্রাণ-জুড়ানো খবর: আসছেন প্রিয়ে;
কিন্তু, হায়, আজ তাঁকে বরবো কী দিয়ে?
রাঙা দু'চরণ ধু'তে দেবো কোন পানি?
এবারো যাবেন তিনি বিষাদে বিঁধিয়ে?
♥
অতি-প্রেমে আর কত মূক র'বে প্রাণ;-
কখনো কি ফুটবে না আমার জবান?
তিনি এলে কেন আমি দূরে সরে যাই;-
কোন যাদুতে আমাকে নিথর বানান?
♥
তোমার মন্দিরে, দেবী, যাই যতবারে,
আক্রান্ত হয়ে ফিরি লাঞ্ছনা ভারে;-
মনটা তখনো বলে- 'কেন যে এলাম!'
পরদিন ফের ছুটি সেই প্রিয় দ্বারে।
©তাওহিদ হিমু
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯
তাওহিদ হিমু বলেছেন: ধন্যবাদ, ব্রো
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭
গেম চেঞ্জার বলেছেন: ভালো লাগলো রুবাইয়াত ৩টিই। +