![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা,
নয়দেশে বিস্তৃত সুবিশাল অরণ্যের গহীনে পড়ে থাকা
তুচ্ছতম পাতাটির চে'ও তুচ্ছ কোনো বস্তু হিসেবে
যদি স্থান পাই তোমার শখের বাগানে,
তাতেও আমি সন্তুষ্ট।
প্রতিযুগে অন্তত একবার তুমি
যে-পথে হেলায় ভ্রমন করো রথযোগে,
সে-পথের ধারে সুবাসিনী কোনো তৃণ হয়ে নয়,
তুচ্ছাতিতুচ্ছ কোনো ধূলিকণারূপে ধূলিসাৎ হ'তেও
আমার কোনো আপত্তি নেই।
প্রতিশতাব্দিতে অন্তত একবার তুমি
যে-হ্রদে নৌকাভ্রমণে যাও, পাদুকাজোড়া ভিজাও,
সে-হ্রদের তলায় পান্না বা মুক্তার মতো মূল্যবান কিছু হয়ে নয়,
বরং একটি নগণ্য নিঃসঙ্গ শেওলা হয়েও ডুবে থাকতে
আমি সন্তুষচিত্তে প্রস্তুত।
সন্ধারাতে কিঞ্চিৎ মনযোগ দিয়ে তুমি
অজস্র-তারকা-শোভিত যে-আকাশের দিকে একবার তাকাও,
সে-আকাশে শুকতারা বা অন্য কোনো উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে নয়,
এমন কি অতি-ইষৎ-দৃশ্যমান কোনো তারা হয়েও নয়,
বরং ট্রিলিয়ন আলোকবর্ষ দূরের প্রায়-অস্তিত্বহীন
কোনো গ্রহাণু হয়েও থাকতে আমি খুশিমনে প্রস্তুত।
আমি আরো আরো ক্ষুদ্রতায় যেতে প্রস্তুত!
আমি এসবে প্রস্তুত এ-আশায় যে,
তাতে যদি তুমি সামান্য প্রসন্ন হও, প্রিয়তমা।
©তাওহীদ হিমু
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
তাওহিদ হিমু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা কবি।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
তাওহিদ হিমু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০২ রা মার্চ, ২০১৬ রাত ২:১৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর কবিতা।
+++
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৭
তাওহিদ হিমু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
বিজন রয় বলেছেন: প্রিয়তমা বন্ধনা।
ভাল লাগল।
++