![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিন্ন দুই পৃথিবীতে আমাদের বাস।
তুমি সারসের মতো ছুটো সুঠাম মাছের পিছে;
আমি সাদা কবুতর, ঘুরি শান্ত আকাশের নিচে;-
পুষি নি কখনো মনে উঁচু অভিলাষ।
বিপরীত দু'দিগন্তে আমাদের বাস।
বড্ড স্বার্থান্বেষী তুমি, পরিযাত্রা করো
সমৃদ্ধতর অঞ্চলে;
এদিকে দাঁতে আঁকড়ে স্মৃতিঘেরা ঘর
আমার জীবন চলে;-
আমার প্রশ্বাসে চাই স্বদেশী বাতাস।
পৃথক দুই জগতে আমাদের বাস।
তুমি সুখে মত্ত হও সুরভিত অভিজাত পুরে;
অখ্যাত গলিতে আমি ছিচকে শহুরে;-
জন্ম থেকে মৃত্যু তক প্রাণভার বহি;
আমার বাগানে শুধু বেলির সুবাস।
আমি নিতে অনাগ্রহী
তোমাদের উচ্চাসন, ধন রাশ রাশ।
আলাদা দুই নগরে আমাদের বাস।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
তাওহিদ হিমু বলেছেন: হুম
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
ধ্রুবক আলো বলেছেন: দুই ভুবনে দুইজনের বাস....
সুন্দর লেখনি,.,,,
+++
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৩
তাওহিদ হিমু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
বিজন রয় বলেছেন: দুই ভূবনের দুই বাসিন্দা। দুই অনুভব।
++++