![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওদের চোখে
নারীর চলনে কাম, উচ্চারণে কাম,
নাকে-মুখে-চোখে কাম, দু'চরণে কাম,
বসার আসনটিতে মৃদু তাপে কাম,
হ্যান্ড শেইক করার হাতচাপে কাম,
মেধায়-বিদ্যায় কাম, যোগ্যতায় কাম,
শখে-স্বপ্নে বাঁধা কাম, চারুতায় কাম,
বাদ-প্রতিবাদে কাম, তেজে-দ্বন্দ্বে কাম,
গন্ধে কাম, ছন্দে কাম, রন্ধ্রেরন্ধ্রে কাম,
কাম কাম আর কাম!
ওদের চোখে নারীরা দেহসর্বস্ব কামোপকরণ।
মানুষ তবে কোথায়, কোন বিধিৎসুর কারাফাঁদে?
©তাওহিদ হিমু
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১
তাওহিদ হিমু বলেছেন: সবকিছুতে না, তবে দোষারোপযোগ্য বিষয়ে দোষ কিছু আছেই। এখানে শুধু পুরুষের কথা হয় নি; পুরো সমাজের কথা বলা হয়েছে। অনগ্রসর ঐসব নারীরাও দায়ি, যারা অন্য নারীদের বন্দি রাখতে পছন্দ করে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: সেটাই। যাদের চোখ এমন তারা মানুষ দেখতে পায়না। কবিতা খুব ভালো লাগল। শুভকামনা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
তাওহিদ হিমু বলেছেন: নারী মানুষেরা আলঙ্কারিকভাবে গণহত্যার শিকার।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৮
নাগরিক কবি বলেছেন: ওদের চোখে নারীরা দেহসর্বস্ব কামোপকরণ
সবার জন্য গ্রহণ যোগ্য নয়। আর একজনের জন্য দশজনের অপমান আর কত দিন?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮
তাওহিদ হিমু বলেছেন: ভাই, ওরা মানে কারা? 'ওরা'র মধ্যে সভ্য ও আলোকিত মানুষেরা নেই।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২
পলাশমিঞা বলেছেন: তাইলে ঠিকাছে, আমি আপনার সাথে আছি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮
তাওহিদ হিমু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪
নাগরিক কবি বলেছেন: তাহলে আমিও আছি।
"আজকাল এই জাতীয় লেখা দেখলে নিজেকে অনেক ছোট মনে হয়। কিছু পুরুষের অপরাধ। আর তার জন্য ধিক্কার আর সাজা পাচ্ছে পুরো পুরুষ সমাজ । কেন? আমাদের হাত দিয়ে কি ভালো কিছু আসে নি এই সমাজে?? তবুও শুধু খারাপটারই প্রচার আর প্রচার। "
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬
তাওহিদ হিমু বলেছেন: অবশ্যই বেশিরভাগ ভাল জিনিস পুরুষের হাত দিয়ে এসেছে। খারাপ গুলোও। এখানে মোটেই গোটা পুরুষসমাজকে উদ্দেশ্য করা হয় নি। ধিক্কার শুধু জালিমদের জন্য। সেই জালিম নারী/পুরুষ যে কেউ হতে পারে।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৪
পলাশমিঞা বলেছেন: পুরুষের সব কিছুতে নারীরা দোষ পায়।