![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[কথা, সুর ও কণ্ঠ : কবীর সুমন]
ভগবান কতো ভালো!
অপরের চোখ অন্ধ করেও
আমাকে দিলেন আলো।
ভগবান কতো মিষ্টি!
অন্য খামারে আগুন জ্বেলেও
আমাকে দিলেন বৃষ্টি।
ভগবান কতো ফর্সা!
কালো মানুষকে মারবেন বলে
সাদা কে দিলেন বর্শা।
ভগবান কতো কালো!
কালো মানুষের ছুরিটা কালোরই
তলপেটে চমকালো।
ভগবান কতো লক্ষ্মী!
মরছে মানুষ, সে-খবর টের
পেলো না তো কাক পক্ষী।
ভগবান কতো সুন্দর!
জঙ্গি বিমান ধ্বংস করলো
শান্ত বিমান বন্দর।
ভগবান আশাবাদী!
লাশকাটা ঘরে তানপুরা নিয়ে
অতএব গলা সাধি-
সা রে গা মা পা।
©somewhere in net ltd.