নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“নিতান্ত শায়িত আমি / কোথা আছি / কেউ তা জানে না শুধু / মাছেদের / রাষ্ট্রযন্ত্র তটস্থ / সমাজ / তারা জানে আমার / স্ট্যাটাস” -(ব্রাত্য রাইসু)

তাওহিদ হিমু

.

তাওহিদ হিমু › বিস্তারিত পোস্টঃ

প্রকাশ্য চুমু ইস্যুতে কবীর সুমনের দুটো গান: \'খুন হওয়া গান\' ও \'নিষিদ্ধ ইশতেহার\'

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬


রাস্তা আটকে দেব থেমে যাবে সব
লোকসংখ্যারা হবে বিশ্রী সরব
প্রাইভেট মিনি আর স্টেট বাস থেকে
টিটকিরি দেবে লোকে আমাদের দেখে।

সানগ্লাস পরা এক খাকি অফিসার
বেতারে জানাবে যেটা আছে জানাবার
স্কুটারে ব্যস্ত এক মিডিয়ার ছেলে
ভাববে এমন শট একবার ই মেলে।

ভিখিরির ট্যাক থেকে পরে যাবে টাকা
পথ আটকানো প্রেমে মাধুকরী রাখা
ভিক্ষে কিসের বলো দাবিতেই জোর
দুজনে আটকে দেবো রাস্তার মোড়।

আমাদের আশ্লেষে আইন কামাল
ঠোটের ভেতরে ঠোট ভিজে বেসামাল
জিভের ভেতরে জিভ বোজা চোখে চোখ
আমাদের প্রেম ছুলো তার সব দুঃখ।

সাপাট তানের মতো আদরে আদরে
ট্র্যাফিক আইন ভেঙ্গে দেবো প্রেম করে
প্রতি চুম্বনে আমি হবো রিজওয়ান
তুমিই প্রিয়াঙ্কা খুন হওয়া গান।

খুন হয়ে গেল গান আরো একবার
জানিয়ে দিলাম যেটা ছিলো জানাবার
আমার সময় আর আমার শহরে
কারা চুমু খাবে পথ অবরোধ করে।

♥♥♥ ♥♥♥ ♥♥♥

হাত থেকে হাতে, বুক থেকে বুকে
করে দেব গোপনে পাচার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার।

আমি কি ডরাই আর ওদের ভ্রুকুটি
আজ আমার ছুটি
সারাদিন প্যাম্ফলেট বুকে নিয়ে ফিরি তার
গোপন লালিমা
একদিন মুছে দেবে যুগের কালিমা
তোমার বন্দি দেহে চুপিচুপি এনে দেব
কারামুক্তির সমাচার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার।

পরোয়া করি না কার কোথায় পাহারা
আমার চেহেরা ওদের ভালোই জানা
ওরা জানে কবেকার পোষা আক্রোশ
আমার মগজে ঘোরে, চেনে না আপোষ
যতই লুকিয়ে থাক ও নয়ন ঢেকে রাখ
যতই লুকিয়ে থাক ও নয়ন ঢেকে রাখ
ভেঙে দেব দুর্গ তোমার
আমার দাবি নিষিদ্ধ ইশতেহার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার।

মানি না ওদের বিধি কি ধানের তরী
আমি বিচ্ছিরী
একরোখা ক্ষতবিক্ষত এই মুখ
আমার স্বভাব
মানো আর নাই মানো, তোমারও অভাব
বরং স্বীকার কর, এসো এই হাত ধর
বরং স্বীকার কর, এসো এই হাত ধর
ঠোঁট রাখ শরীরে আমার
আমি তোমার নিষিদ্ধ ইশতেহার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার।

হাত থেকে হাতে, বুক থেকে বুকে
করে দেব গোপনে পাচার
ভালোবাসার নিষিদ্ধ ইশতেহার।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: এইভাবে গানের লিরিক না দিয়ে সরাসরি লিংক দিলেই পারতেন।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২০

তাওহিদ হিমু বলেছেন: ওহ, অতটা খেয়াল করি নি৷ আচ্ছা, সামনের বার থেকে চেষ্টা করব লিঙ্ক দিতে৷ ধন্যবাদ আপনাকে

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

তাওহিদ হিমু বলেছেন: খুন হওয়া গান: https://youtu.be/o7v465r7LVQ

নিষিদ্ধ ইস্তেহার : https://youtu.be/zbupIqynELs

এইগুলো লিঙ্ক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.