নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
জিরো ডট ফেইসবুকের মত http://www.somewhereinblog.net/blog
চালানো গেলে সম্ভাব্য কি কি হতে পারে ধারনা করেছেন?চলুন দেখে নেই-
১।প্রচুর পরিমান পুংটা পোলাপাইনের আমদানি।
২।পোষ্টে গিয়ে মন্তব্য করবে-কমেন্ট ব্যাক মি প্লীজ।
৩।টাকলাদের আনাগোনা বৃদ্ধি পাইবে।
৪।অবুঝ বালক বালিকারা পোষ্ট দিবে-গুড মর্নিং।
৫।প্রোমোট পোষ্ট থাকবে।
৬।ব্লগারদের ইনবক্সে বলিবে-আমাকে অনুসরন করুন।আই আম অ -অনুসারিত।
৭।অতঃপর কিছু লোকজন ফেইসবুকের মত রাগ করিয়া ব্লগে আসাই বাদ দিয়ে দিবে।
জয় এড মি।জয় জিরো ডোট সামু। :v :p :3
©somewhere in net ltd.