নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
প্রথমেই বলে নেই - টেরাকপি সফট ইন্সটল থাকতে হবে । টেরাকপির আকার দুই মেগাবাইট । কপি করার জন্য টেরাকপির গুরুত্ব অপরিসীম । যাই হোক - যাদের ল্যাপটপে ডিভিডি ড্রাইভ থাকে তাদের উইন্ডোজ দিতে হলে একটা বুটেবল সিডি হৈলেই যথেষ্ট। কিন্তু যাদের ডিভিডি ড্রাইভ নাই তাদের উইন্ডোজ সেটাপ দিতে হলে পেনড্রাইভ ইউজাইতে হয়।
আর পেনড্রাইভকে বুটেবল করা মানে এই সেই নানা টিপস আর সফট ব্যবহার ।
দুই ক্লিকে পেনড্রাইভকে বুটেবল করতে হলে আপনাকে যা করতে হবে -
১। আপনার ল্যাপটপের ডিভিডি ড্রাইভে উইন্ডোজ সেভেনের ডিস্ক ঢোকান।
২। ৪ জিবির অধিক সাইজের পেনড্রাইভ লাগান ।
৪। এক্সপ্লোরারে গিয়ে ডিভিডি ড্রাইভের উপর রাইট মাউস ক্লিক করে দেখুন টেরাকপি আছে । টেরাকপি তে ক্লিক করে আপনার পেনড্রাইভকে লোকেশন হিসেবে দেখিয়ে দিন ।
৫। ধৈর্য ধরেন । মুরব্বিরা কয় সবুরে মেওয়া ফলে ।
৬। কপি শেষ হলে দেখবেন আপনার পেনড্রাইভ বুটেবল হয়ে গেছে
©somewhere in net ltd.