নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
প্রথমেই পরিচয় করিয়ে দেই আমার আঙুল পরিবারকে, যারা ছবিগুলো তুলেছে। বাম পাশে পিচ্চি মেয়ের নাম কনিষ্ঠা, তারপর আছেন কনিষ্ঠার মা অনামিকা। তারপর আছেন কনিষ্ঠার বাবা তারপর কনিষ্ঠার বড় ভাই।
বৃষ্টিশেষে.....
তুমি আমার পাশে...
একটু বসিয়া থাকো...
বেহেমিয়ান রাতে হেডফোনের শিরদাঁড়া বেয়ে নামে অজস্র সুর ...
ছবিটা উৎসর্গ করার স্পর্ধা করেছি "জ্যোৎস্না ও জননী" এবং "তেতুল বনে জ্যোৎস্না" এই দুই বইয়ের লেখক কে!
বিকেল নামে ঘুমের জলে!
সন্ধ্যেটা ছিল অদ্ভুত আর বিষাদময়। যে মুহুর্তে এই ছবিটা তোলা হয়েছে তার ৩০ মিনিটের মধ্যে আমার চাচী মারা গেছেন। আমি খবর জানিনা। ফোন বন্ধ করে মহানন্দে ছবি তুলে যাচ্ছি!
আমার দেখা অগনিত ভোরের একাংশ!
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
ধমনী বলেছেন: ছবিগুলো কি এডিট করা?
বোহেমিয়ান হবে।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
সুমন কর বলেছেন: ফোন বন্ধ করে মহানন্দে ছবি তুলে যাচ্ছি! --- ছবিগুলো সুন্দর হয়েছে।
ক্যামেরার নাম কি ?
৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: +
সুন্দর।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৬
আহসানের ব্লগ বলেছেন: সুন্দরম ।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
শামিম টাংগাইল বলেছেন: ভালো
৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
৮| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার ছবি । ভাল লেগেছে ।
৯| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
আরণ্যক রাখাল বলেছেন:
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
আমি মিন্টু বলেছেন: গুড জব
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
আহমেদ জী এস বলেছেন: তেলাপোকা রোমেন ,
প্রথম ছবিটাতে এক অন্যরকম গল্প আছে । ভালোলাগার গল্প ।
শুভেচ্ছান্তে ।
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারুণ ছবিগুলো! ++
আপনাকে নতুন দেখলাম মনে হচ্ছে !
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
মিউজিক রাসেল বলেছেন: দারুন +++