নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে কিছু কিছু অনুভূতি অব্যক্ত থাকে। কারন এই অনুভূতিগুলো প্রকাশের ভঙ্গি আমাদের জানা নেই। এই অনুভূতিগুলো সারাজীবন অপ্রকাশিতই থেকে যায়!!!
গতরাতে হোটেলে খেতে গিয়ে এক অন্ধ ভিক্ষুকের সাথে টেবিলে বসলাম। কথায় কথায় একসময় বললো বউ আর ছেলেমেয়ে থাকে মিরপুরের এক বস্তিতে। তাকে ভিক্ষা করতে দেখলে পরিবারের লোকজন লজ্জা পাবে বলে সে নিজে দূরে চলে এসেছে। বারিধারায় ছোট্ট একটা ঘর নিয়ে একাই থাকেন। তবে সপ্তাহে সপ্তাহে গিয়ে দেখা করে টাকাপয়সা দিয়ে আসেন।
হোটেলে খেতে তার একদমই ভালো লাগে না, খাবারে স্বাদ লাগে না। কিন্তু এখন বাধ্য হয়ে হোটেলেই খেতে হয়। তবে একবেলার বেশি খেতে পারে না, দাম অনেক বেড়ে গেছে। এক বাটি শিম ভাজি দিয়েই দুই প্লেট ভাত খেয়ে রাতের খাওয়া সারলো লোকটা। ছেলে স্কুলে পড়ছে, তার জন্য টাকা জমাতে হবে.. ❤️
২| ০৮ ই জুন, ২০২১ ভোর ৫:৫২
বিবাগী শাকিল বলেছেন: ঠিক। তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।
৩| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:১১
নীল আকাশ বলেছেন: যাপিত জীবনের গল্প।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:৪৮
রাজীব নুর বলেছেন: করোনা শুরু হওয়ার পর থেকে আমাদের দেশে ভিক্ষুকের সংখ্যা বেড়ে গেছে।