![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো আগুন আমি জ্বেলেছিলাম এ আশাতে-
তা আবার আমার কঙ্কালকে ভরে দেবে গোশতে।
এক টুকরো আগুনের ধোঁয়ায় যদিও ভরেছে বুক,
তুমি যা পারোনি- কেউ যা পারেনি,
এক টুকরো আগুন দিতে পারেনি সে সুখ।
তাই এক টুকরো আগুন পায়ে দলে
হেঁটে চলি আমি অসীমের পথে।
©somewhere in net ltd.