![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
ইহা একটি রম্য পোষ্ট
ভাইসব বিশেষ ঘোষণা। আর তেল দেবেন না ---কারণ তেলের দাম বেড়ে গেছে। আল্লাহ তোষামদকারীদের পছন্দ না করলেও মানুষ খুব পছন্দ করে। আর তাই তারা তেল চায়। বিশেষ করে রাজনীতিক, বড় কর্তা, মাস্তান মবাই তেল পছন্দ করে।
বিএনপির নেতারা তেল দেয়-- তাদের ভাইয়া ম্যাডাম এবং কোকো সাহেবকে।
আওয়ামী কর্মীরা তেল দেয়- নেত্রী, ভাইয়া আবা সবাইরে।
এরশাদের লোকজন তেল দেয় এরশাদরে।
(মুস্কিল হলো তারা তেল পেয়ে খুশী হয় এমনকি লজ্জাও পায় না।)
নেতা নেত্রীরা নির্বাচনের আগে তেল দেয় জনগণকে আর পরে দেয় বংশদন্ড।
সেই তেল দেওযার দিন শেষ। এখন তেলের দাম বাড়িয়েছে সরকার। তেল দেওয়ার গণতান্ত্রিক অধিকারও হরণ করেছে সরকার।
তবে যাই কন আর তাই কন, এবার সরকার একটা ঈমানী কাজ করছে। আল্লাহ যেমন তোষামোদ (মানে তেল দেওয়া) পছন্দ করেন না, সরকারও জনগণকে আল্লাহমুখী করার জন্য এই তেলের দাম বাড়িয়ে দিয়েছে-- যাতে তারা আল্লাহ এর ইচ্ছাবিরোধি কাজ না করে।
এই সরকার ইসলাম বিরোধী বলে যারা প্রচার করেন তারা একটা জুতার বাড়ি খাইলেন বটে।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হাসেন ক্যান।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
কাকচক্ষু বলেছেন: কাকরা এবার না খেয়ে মরবে। ঈমান নিয়ে মরবে।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যা বলেছেন। আফটার অল মরার আগে ঈমান আসা ভাল।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
লিঙ্কনহুসাইন বলেছেন: কয় দিন পর পর এইভাবে না বাড়াইয়া একবার ১০০ টাকা বাড়াইয়া দেওক
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বাড়বে। আর কয়দিন অপেক্ষা করেন।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
সাইকেল এর চাকা বলেছেন: তেলে মাথায়ে তেল দেওয়া আর কি...রাজনিতী তথা নোংরা নিতী...
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জব্বর বলেছেন।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
নাগরি২৯০ বলেছেন: সরকারের ডিজিটাল নমুনা,,,,,
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আরো কত কিছু দেখবো তাই ভাবছি
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
বাংলার গাদ্দাফি বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হাসলেন ক্যান?
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
দেশপ্রেমিক পোলা বলেছেন:
বংশদন্ড মানে কি?? শব্দটি নতুন ঠেকছে। বংশ বৃদ্ধিতে যে দন্ড প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে তাহাই বংশদন্ড। সন্ধি বিচ্ছেদ না ব্যাস বাক্য কি যেন বলে সেটি কি এমন? তেলের দাম বেশি তেল দিচ্ছি না সত্যিই পোস্ট ভাল হয়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অত বুঝি না। তবে বাশ দেওয়া শব্দটি অশ্লীল লাগলো - তাই বংশ দন্ড বললাম।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
ভিটামিন সি বলেছেন: দেশপ্রেমিক পোলা বলেছেন:
বংশদন্ড মানে কি?? শব্দটি নতুন ঠেকছে। বংশ বৃদ্ধিতে যে দন্ড প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে তাহাই বংশদন্ড।
আর আমি বলি, "ইহা একটি অতীব তেল-তেলা পোষ্ট। সাবধানে মাউস ধরবেন, পিছলাইয়অ যাইতে পারে"।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অত বুঝি না। তবে বাশ দেওয়া শব্দটি অশ্লীল লাগলো - তাই বংশ দন্ড বললাম।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
আশরাফ মাহমূদ বলেছেন: ভাইসব বিশেষ ঘোষণা। আর তেল দেবেন না ---কারণ তেলের দাম বেড়ে গেছে।
ঘোষনা আর কয়েক দিন আগে দিতেন, সামনের নির্বাচনের জন্য কয়েক সমুদ্রর তেল কিন্নাই রাখতাম !!!
যেহেতু সামনে অনেক তেলের দরহার, জনগনের সংখ্যা তো বাড়তাছে, আর জনগনে আগের মত কম তেলে মজব না, বেশি বেশি তেল লাগব,... ইশশশশশ কি যে করি !!!!!!!!১
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জানলে ভাই আমিও কিনে রাখতাম। মাগার জানলাম তো পরে, মধ্যরাতে।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
মোঃ জুম্মা বলেছেন: এই ঈমান বিপদজন্নক সাধারণ মানুষের জন্য ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হা হা হা, ঈমান থাকলেও দোষ না থাকলেও দোষ? কন কি?
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
ভিটামিন এ বলেছেন: আমাদের প্রিয় দুই নেত্রী
একজন সাপ, আরেকজন অভিশাপ
ঠেলার চোটে আমরা পাবলিক
ডাকতেছি বাপরে বাপ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সব শেষে আমি কই ছাইড়া দে,
আমরা বাচি ছেড়ে হাফ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
Admiral General আলাদীন বলেছেন: