![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
কাদের মোল্লার ফাসি হলো না। অথচ আজাদ আবুল কালামের ফাসি হলো। সাইদির বিচার নিয়ে তৈরি হলো নানা নাটকীয়তা। গোলাম আজমকে রাখা হলো ভিআইপি কেবিনে। নিজামীকে দেওয়া হলো ডিভিশন। অথচ মুনতাসীর মামুন, অধ্যাপক আনোয়ার হোসেন আর শাহরিয়ার কবীরকে রাখা হয়েছিল সাধারণ কয়েদীদের সাথে।
বিএনপির অভিযোগ সত্য- যে আওয়ামী লীগ বিচার নিয়ে রাজনীতি করছে। অথচ এই রায়ের বিরুদ্ধে বিএনপির কোনো অবস্থান নেই। তারা সমর্থন বা বিরোধিতা কোনোটিই করছে না। তার মানে তারাও রাজনীতি করছে।
একজন সাংবাদিক বললেন- চার্জশীটে কাদের মোল্লাকে ঘটনার খলনায়ক হিসেবে না দেখিয়ে তাকে দেখানো হয়েছে সহযোগী হিসেবে। অতএব আদালত আর কি করবেন?
বিচার হওয়া উচিত সেই সব প্রসিককিউশনের যাদেরকে সরকার পয়সা ও নানা সুযোগ সুবিধা দিয়ে পুষেছে তাদের ব্যর্থতার জন্য।
সরকার অসন্তুষ্ট এই রায়ে। সরকার সন্তুষ্ট না অসন্তুষ্ট তাতে কিছু যায় আসে না। কিন্ত জনগণ ও দেশবাসী অসন্তুষ্ট।
কাদের মোল্লার বিচার রায় এর বিরুদ্ধে আপীল করা হোক। প্রয়োজনের তদন্তু প্রতিবেদন সংশোধন করা হোক। ন্যায় বিচারের স্বার্থে জরুরি ভিত্তিতে আীল বিভাগে শুনানি শুরু হোক। জনগণের প্রত্যাশা পূরণ করেই রায় আসতে হবে। আর তা না হলে বিচারপতিদের বিচার হবে।
জনগণই হবেন প্রকৃত বিচারক।
সরকার ইচ্ছা করলে কাদের মোল্লাকে মুক্তি দিয়ে শাহবাগের মোড়ে ছেড়ে দিতে পারেন। কতজন তো ক্রস ফায়ারে মরে। জনগণের হাতের কিলেই কাদের মোল্লার বিচার হবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: দিলাম
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
রাফা বলেছেন: এক ধাপ এগিয়েছি আমরা।এখন আর বলতে পারবেনা দেশে যুদ্ধাপরাধী নেই।আর জামাত যে যুদ্ধাপরাধীদের দল এই রায়ে তা প্রতিস্ঠিত হোয়েছে।
আওয়ামি লীগ ছাড়া কোন দল দেখান যে দল যুদ্ধাপরাধীর বিচার করবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিচারও করলো, অবিচারও করলো। জনগণের প্রতি অবিচার।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমিও ভাই বোকা বনে গেছি।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
রেজা সিদ্দিক বলেছেন: কাদের মোল্লাকে মুক্তি দিয়ে শাহবাগের মোড়ে আনুন। জনতাই বিচার করবে তার। আমি একমত
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি একটা লাথি মারতে চাই
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
রাফা বলেছেন: এখানে দেখুন
আমরা কোন সিদেল চোর কিংবা ছিচকে পকেটমারের বিচার চাইনি!মহামান্য আদালটত ও মহাজোট সরকার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: একজন কইছে-- ১০০ বার কা ধরে ওঠ বস করার রায়ও দিতে পারতো।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
নেক্সাস বলেছেন: দাবির সাথে একমত। রাজনীতি বন্ধ হোক। জনগনই তাদের শত্রুর বিচার করুক
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জি আমি নিজে একটা লাথি মারতে চাই
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: একজন কইছে-- ১০০ বার কা ধরে ওঠ বস করার রায়ও দিতে পারতো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: শালার বিচার।।। বিচারপতিদের বিচারই করতে হবে এখন।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
শ্বর্ণকিট বলেছেন: ‘তরুণ প্রজন্মের ট্রাইব্যুনালে কাদের মোল্লার ফাঁসি
Click This Link
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত
কাদের মোল্লাকে মুক্তি দিয়ে শাহবাগের মোড়ে আনুন। জনতাই বিচার করবে তার।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
ভরযুক্ত অপদার্থ বলেছেন: ট্রাইবু্নালের কি প্রয়োজন , রায় দিবে জনগন .......
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জনতাই সবার উপরে
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
শ।মসীর বলেছেন: এখন ও অনেক খেলা বাকি....।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: খেলোয়াড়রা খেলবে। গ্যালারীর খেলা এবার শুরু।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
সঞ্জয় নিপু বলেছেন: শাহবাগ স্কয়ারে রাজাকারদের ফাঁসির দাবিতে অন্দোলনে যোগ দিন ।
আমরা রাজাকারের ফাসি চাই ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
দায়িত্ববান নাগরিক বলেছেন: সহমত জানাই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
ডাঃ মারুফ বলেছেন: যে যেখানে পান কোন ছাড় নাই । ধইরা মনের ঝাল মিটান । কাফির মোল্লা যদি খুন কইরা ফাসি না হয় তাইলে আমার আপনার কিছুই হইবেনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি একমত।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
মরণের আগে বলেছেন: সহমত
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
সামসজীব বলেছেন: কাদের মোল্লার ফাঁসি চাই
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কাদের মোল্লাকে মুক্তি দিয়ে শাহবাগের মোড়ে আনুন। জনতাই বিচার করবে তার।
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
স্বাধীনচেতা মানবী বলেছেন: যে যেখানে পান কোন ছাড় নাই । ধইরা মনের ঝাল মিটান । কাফির মোল্লা যদি খুন কইরা ফাসি না হয় তাইলে আমার আপনার কিছুই হইবেনা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সাচ্চা কথা। মাইরের উপর ওষুধ নাই
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
খুব সাধারন একজন বলেছেন: এই কথাটা সাচ্চা,
সব জামাতিই-
রাজাকারের বাচ্চা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
সালেহিন০০৭ বলেছেন: ভাবছিলাম শাহবাগে যাব ! কিন্তু ওখানে দেখি আওয়ামী লীগের নেতারা ।তাই সিন্দান্ত পালটালাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: নিজেরা না গেলে অন্যেরা জায়গা দখল করবেই। তাই থামবেন না। এগিয়ে যান।
১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
হুমায়ুন তোরাব বলেছেন: aomeleugero bichar krum...hasinar fasi dimu..
khaledaro fasi chai..
ei 2i haramir laiga amra bichar pailam na..
1971 er rajakar o 2013 er rajakarer faSi chai.....
bikale sahbagh jamu......
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আগাইতে হবে। থামলে হবে না।
২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
স্পাইসিস্পাই001 বলেছেন: রেজা সিদ্দিক বলেছেন: কাদের মোল্লাকে মুক্তি দিয়ে শাহবাগের মোড়ে আনুন। জনতাই বিচার করবে তার। আমি একমত
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমিও একমত
২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: একমত +++++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
অনীনদিতা বলেছেন: সহমত জানাই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এই বসন্ত কেবল ফুল ফোটাবে না। রক্তু ঝরাবে এবং আনবে অনন্য বিজয়।
২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
শহীদুল্লাহ খান বলেছেন: নেক্সাস বলেছেন: দাবির সাথে একমত। রাজনীতি বন্ধ হোক। জনগনই তাদের শত্রুর বিচার করুক
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জনতার আদালতে তো বিচার হয়েই গেছে। এখন বাকি শুধু কার্যকর করা।
২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
শাকিল ১৭০৫ বলেছেন: কিছুই বুঝিনা কিছুই জানিনা একটাই দাবি যুদ্ধাপরাধীর ফাঁসি চাই
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমরাও চাই।
২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ
+
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অত দলিলের দরকারকি? ফাসি ফাসি ফাসি চাই
২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল আর তার ফলাফলে মৃত্যুদণ্ড ঠিক এইটাই চাই। তার সাথে রায় দিতে বাকি সব কয়জনের ফাঁসী।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত
২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
যীশূ বলেছেন: শিরনামে সহমত
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
সর্বশেষ খবর এইখানে। খোঁচা দিন।