![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
মাহমুদুর রহমানরা আসলেই ভন্ড। কোনোকিছু তাদের পক্ষে না গেলেই সেটির মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পান। মাহমুদুর রহমানরা আসলে জ্ঞানপাপী। প্রথম থেকেই বিচারকে বানচাল করার জন্য নানা প্রচেষ্টায় তিনি লিপ্ত। তারপরও মানুষ তাকে নিয়ে কথা বলেনি। শাহবাগ চত্বরে তার কাগজের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে কিন্তু মাহমুদুর রহমানকে ব্যক্তিগত ভাবে কেউ আক্রমণ করেনি। আজ নিজেই তিনি নিজের মুখোশ উন্মোচন করেছেন। শাহবাগের আন্দোলনকে বামপন্তীদের যড়যন্ত্র এবঙ আওয়ামীলীগের এজেস্ডা বাস্তবায়নের দোষে দুষ্ট করেছেন।
সরকারি দল তাদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ পেলে তা নেবে না কেন? মাহমুদুর রহমানরা সুযোগ না নিয়ে তো সরকারকেই সুযোগ করে দিলেন। বিরোধী দলের কি কোনোই াদয়ত্ব দিল না এখানে। নিজেদের সরিয়ে রেখে নিজেদের ধ্বংস তো নিজেরাই করছেন।
এই আন্দোলনে যারা আছে তাদের মধ্যে কি বিএনপির অনুসারী কেউ নেই? নিশ্চয়ই আছে। যারা স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিতে গিয়ে নিজেদের কর্মী সমর্থকদের আবেগকে মূল্য দেয় না তাদের কাজে জাতির কোনো প্রত্যাশা নেই। মাহমুদুর রহমানের ভাষায় যারা আন্দোলন করছে তারা ফ্যাসিস্ট স্লোগান দিচ্ছে। আর জমাত শিবিররা যে আচরণ করছে সেটা কি খুব গণতান্ত্রিক। বাস পোড়ানো, গুপ্ত হামলার কোনো সমালোচনা তো করলেন না। ব্লগার রাজীবকে জবাই করে হত্যা করা এটা কি ফ্যাসিস্ট আচরণ নয়। নাকি স্লোগানটাই তার কাছে বড়।
আর ফ্যাসিস্টদের বিরুদ্ধে তিনি কোন গণতান্ত্রিক আচরণ দেখাতে বলেন? দুই চারটা জামাত যদি সাধারণের হাতে ছিন্ন ভিন্ন হতো তাহলেও একটা কথা ছিল।
তাহলে আসলে তিনি কি চান? জামাতকে সাথে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান? নাকি তিনি জামতের রিক্রুট করা বিএনপি ঘরানার বুদ্ধিজীবী?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যথার্থ মন্তব্য
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১
নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: মাহমুদুর রহমানের একমাত্র দোষ সত্য তুলে ধরা। তিনি আপনাদের মতো ধামাধরা নন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: খুব ভালো বলেছেন। আমরা তো দেশের জন্য ধামা ধরি। তিনি তো আবার জামাতের ধামা ধরলেন। যান মাহমুদুর রহমানের ড্রেনের পানিতে গোসল করে আসুন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
মৃন্ময় বলেছেন: তিনি তো আবার জামাতের ধামা ধরলেন। যান মাহমুদুর রহমানের ড্রেনের পানিতে গোসল করে আসুন।
Dharun,shoker dineo binodon.....!!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হম।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
টিটোপণডিত বলেছেন: খানকির পোলা মাহামুদ রে লেংটা কৈরা পিটানো দরকার.............।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হাত এর বেইজ্জতী করবেন না।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
যেড ফ্রম এ বলেছেন: মাহমুদুর রহমানকে জামাতের পীর গোলাম আযমের সাথে বিবাহ দেয়া হউক।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বলেন কি? বিয়ে তো হয়ে গেছে আগেই।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ভালো লিখেছেন।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
("_") বলেছেন: দুরন্ত সাহসী বলেছেন: সে হলো একটা নর্দমার কিট,আমার দেখা সব চেয়ে কুৎসিৎ মানুষ।
লেখক বলেছেন: যান মাহমুদুর রহমানের ড্রেনের পানিতে গোসল করে আসুন।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
হাঁসি মুখ বলেছেন: নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: মাহমুদুর রহমানের একমাত্র দোষ সত্য তুলে ধরা। তিনি আপনাদের মতো ধামাধরা নন।
টিটোপণডিত বলেছেন: খানকির পোলা মাহামুদ রে লেংটা কৈরা পিটানো দরকার.............।
যেড ফ্রম এ বলেছেন: মাহমুদুর রহমানকে জামাতের পীর গোলাম আযমের সাথে বিবাহ দেয়া হউক।
পুরাই উরা ধুরা।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
টয় বয় বলেছেন:
-
মাহমুদুর রহমান ব্যাংক আর পদ্মা সেতু লুটেরাদের ধূতি খুইলা নিছে, সে খারাপ লোক
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
২০১৩ বলেছেন: মাহমুদুর রহমান ব্যাংক আর পদ্মা সেতু লুটেরাদের ধূতি খুইলা নিছে, সে খারাপ লোক , কোন দেশে আছি বাপ্পাদিত্যর মত চুতিয়ারা মাহ্মুদুর রহমানের খতম করার হুমকি দেয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
দুরন্ত সাহসী বলেছেন: সে হলো একটা নর্দমার কিট,আমার দেখা সব চেয়ে কুৎসিৎ মানুষ।