নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

ফ্য্যাসিবাদ ও গণহত্যার নতুন সংজ্ঞা

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

ফ্যাসিবাদী আন্দোলনের সংজ্ঞা:

যদি কেহ আন্দোলনের নামে শান্তিপূর্ণ অবস্থান করে এবং দেশের সম্মানিত নাগরিকদের নিয়ে কটুক্তি করে- আর সেই সম্মানিত নাগরিক যদি আমার নিজের দলের হয় তাহলে তাকে ফ্যাসিবাদী আন্দোলন বলা যাবে।

ফাসিবাদ বিরোধী সংগ্রামের সংজ্ঞা

যদি কেউ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান না করে ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য বাড়ীতে বাড়ীতে, মসজিদে, মন্দিরে, আক্রমণ করে এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে পুলিশের উপর ঝাপিয়ে পড়ে, সরকারী স্থাপনা ধ্বংস করে, তখন তাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলা যাবে।

গণহত্যা

যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মসজিদ, মন্দির, গীর্জায়, পাড়া মহল্লায়, পুলিশের উপর যখন মানুষ ঝাপিয়ে পড়ে, তখন পুলিশ পিঠ পেথে মার না খেয়ে যদি সরকারি সম্পদ নষ্ট করে নির্বিচারে গুলি করে তখন তাকে গণহত্যা বলা যাবে। উল্লেখ্য এখানে সরকারি সম্পদ ভাঙচূড় হলেও সরকারের টাকা খরচ করে কেনা গুলি ব্যবহার করা যাবে না।

উদাহরণ:

শাহবাগে ২৬ দিনের অবস্থান ফ্যাসিবাদী।

বাগেরহাটে মন্দির ধ্বংস, বায়তুল মোকাররমে অগ্নিসংযোগ, সিলেটে শহীদ মিনার ধ্বংস আর পিটিয়ে পুলিশ হত্যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চমতকার উদাহরণ।

আসলে পাকিস্তানী বীর্যে যাদের জন্ম-- তাদের কাছ থেকে এর চেয়ে ভাল সংজ্ঞা আশা করা যায় না।

মন্তব্য ১৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:০২

আমিনুর রহমান বলেছেন: বাগেরহাটে মন্দির ধ্বংস, বায়তুল মোকাররমে অগ্নিসংযোগ, সিলেটে শহীদ মিনার ধ্বংস আর পিটিয়ে পুলিশ হত্যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চমৎকার উদাহরণ।

উদাহরণ আরো আছে, ফেনীর শহীদ মিনার, জাতীয় পতাকা পোড়ানো, গাইবান্ধা, ঠাকুরগাঁও, চট্ট্রগ্রাম, নোয়াখালীতে সংখ্যালঘুদের বাড়ী পুরানো, চট্ট্রগ্রাম ও নোয়াখালীতে মন্দির ভাঙ্গা আর আগুন লাগিয়ে দেয়া।


জয় বাংলা।
জয় প্রজন্ম'১৩।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:১১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: U can add more.

২| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

জ্ঞাতিবৈর বলেছেন: পুরাই ঠোঁটকাটা কথা।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:১১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: Thanks

৩| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১০

ঐক্যতান বলেছেন:

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

ইখতামিন বলেছেন:
৭ম প্লাস

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ছি, এভাবে আপনি বলতে পারলেন?
আপনি তো মিথ্যাঅপপ্রচারকারী। (?)

:)

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: না কইয়া উপায় আছে নি।

৬| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

সুমেপ বলেছেন:

ভাইজান একখান কুচ্চেন কইল্লাম
,
২৬ দিনে পুলিশ কয়দিন কাতুকুতু দিছে ????
.
.
.
হুনচি, পুলিশ যাগোরে কাতুকুতু দেয় হেরাই নাকি মোচড় দিয়া উঠে????

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বুঝলামনা নতুন কোনো সংজ্ঞা?

৭| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

রাসেল মাহমুদ শুভ্র বলেছেন: আর কতো চলবে এই ধ্বংস

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যতক্ষণ ধ্বংসকারী ধ্বংস না হবে

৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৩০

ফায়ারম্যান বলেছেন: সূত্রঃ সাঈদী একাত্তরে রাজাকার ছিলেন/ দৈনিক প্রথম আলো, শেষের পাতা ,তারিখ: ০১-০৩-২০১৩

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.