নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

চাঁদে সাইদী নয়, রক্ত পিশাচের ছায়া

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

চাঁদেরও নাকি কলংক আছে তবুও চাঁদকে নিয়েই মানুষের হাজারো কল্পনা। নিশি রাতে বাঁকা চাঁদের গল্প, সেই চাঁদ নিয়ে রূপকথার কাব্য, চাঁদের হাসিতে সাগরের জলকণায় মানুষের হৃদয়ের উচ্ছলতা আরো কত কি?

যে চাঁদে চরকা বুড়ির গল্প শুনে শিশুকালে রোমাঞ্চিত হোতাম, যে চাঁদের দিকে কল্পনার ডানা মেলে দিতাম, সেই চাঁদ নাকি এখন অভিশপ্ত।

চাঁদের মাঝে রাজাকার সাইদীর ছবি দেখা যাবে-- এই কথা প্রচার করে ঘাতক চক্র কি তান্ডবটাই না চালালো। ঝরে গেলে কতকগুলো প্রাণ।

ইংরেজি হরর ছবিতে দেখা যায় চাঁদের উপর অন্ধকার ছায়া ফেলে প্রেতাত্মারা আসে, মানুষের ঘাড়ে নখ ডুবিয়ে রক্ত চুষে খায়।

মানুষের বিশ্বাস কি বৃথা যায়?

চাঁদে যদি প্রেতাত্মাই দেখা না যাবে তাহলে কেন এতগুলো মানুষের প্রাণ যাবে?

জামাত শিবিররাই আসলেই প্রমাণ করলো-- দেইলা রাজাকার আসলেই একটি রক্তচোষা মুর্তিমান শয়তান। নিরীহ মানুষকে ধর্র্মীয় উন্মাদনায় ফেলে দিল মৃত্যুর কোলে।

আর কি অস্ত্র আছে-- ওদের কাছে?

ধর্মীয় অনূভূতি ছাড়া!!! আর এরা নাস্তিকের চেয়েও অধম- বর্বর।

হে আল্লাহ তুনি নিশ্চয়ই এই সাধারণ মানুষদের ক্ষমা করবে আর ঐ মূর্তিমান শয়তানের জন্য প্রস্তুত রাখবে জাহান্নামের সিড়ি।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৫

আমি ব্লগার হইছি! বলেছেন: কালকে নাকি একটানা ১৫ মিনিট সুর্যের দিকে তাকালে সুর্যেও সাইদিকে দেখা যাবে। তবে তাকানোর আগে পেটভরে পচা লইটা ফিস খেতে হবে।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪০

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আসলে ফাইজলামির একটা সীমা থাকা দরকার।
কে যেনো পেশাবের মাঝেও সাইদীরে দেখছে

দেশে অনেক অলৌকিক কান্ডের খবর পাওয়া যাচ্ছে। আমার এক বন্ধু আজ জানালো সে ঢাকার বাইরে গিয়েছিল ব্যক্তিগত গাড়ী চালিয়ে।পথে ভিষন রকম প্রশ্রাব পায়। কিছুক্ষন চেপে রেখে আর সহ্য করতে না পেরে গাড়ী থামিয়ে অগত্যা রাস্তার পাশেই সেরে নিতে হয়।
ঘটনাটি তার চোখে পড়ে তখুনি। পেচ্চাব ছাড়ার সময় সেটা তার পায়ের কাছে একটা ছোটমত গর্তে জমতে থাকে, হঠাৎ তার চোখে পড়ে জমে থাকা পেচ্চাবের পানিতে যে রিফ্লেকশন হয় সেখানে একটা মানুষের মুখের অবয়ব দেখা যায়। ভাল ভাবে খেয়াল করতেই সে দেখলো অবয়বটা খুব পরিচিত। মুখটা গোলাম আজমের...কথাটা আমার বন্ধু খসম খেয়ে বলেছে...আপনারাও একটু ট্রাই করে দেখুন না।
https://www.facebook.com/kamal.p.chowdhury

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩০

মোমের মানুষ বলেছেন: পগালটারে ধইরা কাঠাল পাতা খাওয়াইয়া দেন
পেটের কিরমিরি সবই বের হইয়া যাইব

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪০

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আসেন সকলে মিলাই খাওয়াই

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩১

গ্যাম্বলার বলেছেন:
এই পিশাচেরা জাতির রক্ত চুষতেই থাকবে...

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: থামাতে হবে। এখনই

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪১

ইখতামিন বলেছেন:
ধূর!
আজ আর আপনাদের সাথে একমত হতে পারলাম না :P
আসল ছবিটাতো এখনও দেখেন নাই।
চাইদিরে টিকই চান্দে দেকা গেচে..
আফনেরাই তারে চিনবার পারেন নাইকা. ;)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি চিনছেন তো। আসলে সাউদীর নামের সাথে নরখাদক যোগ হয়া গেল।

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫০

মহসিন০৮ বলেছেন: চাঁদে নাকি দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা যাচ্ছে। এটা নিয়ে চলছে বিভিন্ন মহলে বিভিন্ন কথা। সাতকানিয়াতে মনে হয় একটু বেশি বেশি...

বিস্তারিত : Click This Link

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:২২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: নাকি- যদি নিয়া বড় বিপদে আছি

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

শাকিল ১৭০৫ বলেছেন: চাঁদের বুড়ি নাকি প্রেগন্যান্ট :-P :-P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: চাঁদের বুড়িরে খলঙ্কিত কইরেন না। ও বেচারি চড়কা কেটে খায়।

৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

শাশ্বত স্বপন বলেছেন: আর এরা নাস্তিকের চেয়েও অধম- বর্বর।

ভাই, আমি নাস্তিক নই। কিন্তু তাদেরকে পছন্দ করি। কেন? অবশ্যই বড় করে ব্যাখা দেব।
আপনি বলছেন, নাস্তিক অধম-বর্বর। কোন নাস্তিক বর্বর, অধম। দয়া করে উদাহরন সহ ব্যাখা দেন। তাহলে আমিও আপনার মত বলব।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:০১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি পছন্দ করলে করবেন। ব্যাখ্যা চাইতে আসেন কেন? ছাদে সাইদীর ছবি দেখা গেছে-- এই কথা বলে আমি যদি গর্দভদের তালিকায় নাম লেখাতে চান তাহলে বলার কিছু নই। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই নাস্তিক। আমি জামাতীদের মসলমান বলি না। ওরা নরকের কীট। যারা মিথ্যা বলে, মসজিদ পুড়ায়, মন্দির ভাগে, তারা মানুষ নাকি?
আপনি যা সেটা নিয়েই থাকেন।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:১৯

সাদা-কালো বলেছেন: ধর্মব্যাবসার আরেক নজির ।

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:৪৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সঠিক বলেছেন।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি আমার মুখ দেখি নাই চাঁদে
গতরাতও গিয়েছিলাম ছাদে
হতাশ হয়েই ফিরতে হলো ঘন্টা খানেক বাদে
হঠাৎ করে মাথায় এল নিজের মুখ দেখবো কেন চাঁদে
ফাসির কাষ্ঠে ঝুলবে যে জন যুদ্ধ অপরাধে
তারাই হবে চন্দ্র বাসী কয়েকটা দিন বাদে
চাইনা মোর অবয়ব ভেসে ওঠুক চাঁদে
যুদ্ধাপরাধী নয়কো আমি সৈনিক শাহবাগে
এই ধরাতেই সুখে আছি স্বাধীন আমি আনন্দে আহলাদে।

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:১৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ভালো লিখেছেন। আপনি তো আর পিশাচ নন।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

বাংলার হাসান বলেছেন: গোপন সুত্রে পাওয়া

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কিন্তু সাইদীর স্ত্রী বলেছে ঘটনা মিথ্যা। কারণ সাইদী এখন আর রিয়েল পারে না। ফোনে পারে। অতএব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.