![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
তারুন্যের শক্তিকে বিরোধী দল এত ভয় পাচ্ছে কেন? তাদের প্রতিপক্ষ মনে করার কারণ কি?
বিরোধী দল মনে করছে সরকারী মদতে এই গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে। আচ্ছা, কথাটা সত্য বলে ধরে নিলেও বলা যায়-- বিরোধী দল তা রাজনৈতিকভাবে মোকাবেলা না করে এই মঞ্চ বন্ধ করে দেওয়ার কথা বলছে কেন?
বলা হচ্ছে এই মঞ্চ নাস্তিকদের মঞ্চ। যদিও জাগরণ মঞ্চ এটি অস্বীকার করছে। তারপরও কেষ্ট বেটাই চোর এমন ধারণাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল। গায়ের জোরে কি যুক্তি প্রতিষ্ঠা করা যাবে?
বলা হচ্ছে সরকার- শেয়ার বাজার, হলমার্ক, পদ্মা সেতুর ব্যর্থতা ঢাকতে যুদ্ধাপরাধের ইস্যু সামনে এনেছে। এটি সত্য না হওয়ার কারণও নাই। কারণ সরকারতো তাদের ব্যর্থতা জানে-- তাই বলে কি সে বলবে-- আসেন এগুলো আমাদের ব্যর্থতা, আপনারা আমাদের সমালোচনা করুন। কে না চায় নিজের পিঠ বাঁচাতে! এটা যদি সরকারের মদতে হয়ে থাকে তাহলে তো বুঝতে হবে সরকার বিরোধী দলের চেয়ে বেশি বুদ্ধি ধরে রাখে। যে ইস্যু ঢাকতে সরকার এমন অকম্ম করলো সেই ইস্যুগুলো নিয়ে বিরোধী দল আগেই সক্রিয় হতে পারতো। বলা হয়-- সরকার দমন পীড়ন করছে। কোন সরকার দমন পীড়ন করে নাই? ২১ আগস্ট গ্রেনেড হামলা, নাসিম মতিয়া চৌধুরিকে লাঠিপেটা করা সবই তো আগে হয়েছে। এরশাদের আমলে হয়েছে, বিএনপি আওয়ামী লীগ সব আমলেই তো হয়েছে। সরকারে যারা থাকে এসব তো তাদের চরিত্র।
গণজাগরণ মঞ্চ বন্ধ করা না হলে জনতার অধিকার প্রতিষ্ঠার মঞ্চ তৈরি করার হুমকি দিয়েছেন বিরোধী দল।
এমন একটি মঞ্চ করার জন্য আরেকটি মঞ্চ বন্ধ করতে হবে কেন? নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে জনগণের দাবী প্রতিষ্ঠার জন্য বিরোধী দল এমন একটি মঞ্চ করতেই পারে। তাতে কারো কোনো আপত্তি থাকার কথা না। এমনকি নাস্তিকদের শায়েস্তা করার জন্য আরেকটি মঞ্চ স্থাপন করা যেতে পারে।
জামাত শিবিরের বিরোধীতাকে যদি পুরো বিরোধী দল তাদের গায়ের উপর নিয়ে নেন তাহলে মানুষের কি করার আছে?
আমি এখনো নিশ্চিত যে, গণজাগরণ মঞ্চে যে সব মানুষ যাচ্ছে তারা সবাই আওয়ামী লীগকে ভোট দেবে না। কিন্তু সেই ভোট বিরোধী দল নিতে পারবে তেমনও মনে হচ্ছে না।
সবক্ষেত্রে কেষ্ট বেটাই চোর এমন ধারণা পরিত্যাগ করে বিরোধী দলকে নিজের পথ নিজে খুজে নিতে হবে। সরকার তার সম্পর্কের মামাতো ভাই নয় যে আব্দার করলে সব দাবী মেনে নেবেন।
বেশি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় কিভাবে দবী আদায় করা যায় সেটি দেখা দরকার। বেশি শর্ত জুড়ে দিলে হিতে বিপরীত হতে পারে। সেটা অবশ্য সরকার বা বিরোধী দল উভয়ের জন্য।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যদি ফাইজলামিও হয়ে থাকে সেটা নিয়া এত চিন্তার কি আছে? ফাইজলামিটা কি মানুষ বুঝে না? ওইটা নিয়ে বাজার গরম করার দরকার কি?
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২
এম আর সুমন বলেছেন: তা কেষ্ট বাবু,
বিরোধী দল বন্ধ করতে বলেছে, তাতে আপনাদের এত গায়ে লাগছে কেন?
বন্ধ করলে করবেন , না করলে না করবেন। তরুনরা কোনো দলের গোলামী করুক এটা কেউ চায় না।
এখানে জামাত জামাত করার তো কিছু নাই। এই শাহবাগ থেকে ছাত্রলীগের সেই ( সেই যে কি তা তো সবার জানা) নেতারা বিরোধী দলের নেত্রীকে হুমকী দেয়। তাদের ফেবু র পেইজে হত্যার হুমকী দেয়। আবার শাহবাগীরা পুলিশ পাহারায় এর ওর নামে ফতোয়া জারি করে। বিরোধী দলের নেত্রী হিসেবে এটা বন্ধ করতে বলা তার দায়িত্ব ,তাই তিনি বলেছেন। আপনাদের যথারীতি গা জ্বলতাছে। আবার দেখেন আগামী শুক্রবার অন্য কোনো পার্কে , যেখানে অলরেডি লোক সমাগম হয় সেখানে পুলিশ নিয়ে গন জাগরন করেন। আপনাদের ইচ্ছা। সুপ্রিম বারের নির্বাচনে তো দেখছেন, কিসের ফলাফল কি হয়।
অস্বীকার করলেও করতে পারেন। আপনার ইচ্ছা। যার পরিনতি সে ই ভোগ করবে। আর কেউ না।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সুমন সাহেব, আমার কোনো কিছুই লাগে নাই। আপনার বাড়ীতে আপনে কি খাইবেন তা কি আমি ঠিক করবো।
কেউ যদ হুমকী দেয় তার নামে মামলা করুন। অসুবিধা কি?
তাইলে তো ভালা খবর সুপ্রিম কোর্টে জিতে সাহস বাড়তেই পারে। গনজাগরণ চালাতে দেন , সামনের নির্বাচনেরও জিতবেন। আর পোস্টটা ভাল করে পড়ে দেখবেন।
বিরোধী দলের নেত্রীর দায় দায়িত্ব আপনি কতটা বোঝেন তা জানি না, তবে নেত্রীর বোধ নিয়ে আমার সন্দেহ আছে।
৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২
এম আর সুমন বলেছেন: আপনাদের সন্দেহ থাকারই কথা। আপনাদের যত সন্দেহ তা তো বিরোধী দলের নেত্রীর বেলায়। পৃথিবীতে কোনো তরুন সরকারের অন্যায় ঢাকার জন্য কাজ করেছে , এমনটি আমি শুনিনি।
আর আপনারা দাবি করছেন যে এগি সাধারন জনগনের আন্দোলন। সেক্ষেত্রে তো বিরোধী দলেরও সম্পত্তি এটা। তাই তিনি বন্ধ করতে বলেছেন। এটা এরশাদও বন্ধ করতে বলেছেন।
মাওলানা রাও বন্ধ করতে বলেছেন। একমাত্র বৃহত্তর বাম দলগুলোর আওয়ামী শাখা এটাকে চালু রাখার পক্ষে দেখতাছি।
যার কথা সে বলেছে। নাকি সাধারনের নামে কিছু হলে সে সম্পর্কে কিছু বলার অধিকারও বিরোধী দলের নাই?
যদি এটা বলা ভুল হয়ে থাকে তাহলে মখা তো আছেই। পুলিশ পাঠিয়ে দেন।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বলেন না অসুবিধা কোথায়? আমি বলেছি আওয়ামী লীগের ধান্দা আওয়ামী লীগ করবে, বিএনপির ধান্দা বিএনপি। আওয়ামী লগি তো বিএনপির মামাতো ভাই না- সে আব্দার করে নিতে হবে। তরুণরা অন্যায় ঢাকার জন্য কাজ করছে সেটা শুনেন নাই> অবশ্য যুদ্ধাপরাধে র বিচারটা তো অন্যায় ঢাকার জন্য হচ্ছে। ঠিক না! সম্মানী লোকদের রাজনৈতিক কারণে হেনস্থা করা বিচারে তরুনদের এই লাফালাফি সহ্য করবেন কেমন করে। ঠিকই তো। খুব ভাল বলেছেন।
৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
আমার প্রকাশিত প্রতিবেদন সমূহ বলেছেন: গাঞ্জা মদ ফ্রি, খাওন দাওন ফ্রি, ৩/৪ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যাবস্থা, এরকম বিপ্লব চুরি পরে ঘুরার মতই। একদিন শুধু নিরাপত্তা ব্যাবস্থা না থাকুক একটারেও খুজে পাওয়া যাবেনা। যদি সেদিন কেউ মাঠে থাকে তাহলে সেদিন থেকে আমি তাদেরকে স্যালুট করবো। দৈনিক কিংবা চুক্তি ভিত্তিক টাকা নিয়ে বিপ্লবের নামে এ সবের ফাজলামি এখন দেশ বাসির কাছে পরিস্কার, যাদেরকে দেখছেন তারা এখন কামলা খাটছে আর কেউ কেউ আছে হুজুগে পাগল, আপনি যদি টাকা পয়সার কথা জেনে থাকেন তাহলেতো আপনি ঠিক পথেই আছেন আর যদি না যেনে থাকেন তাহলে আপনার চেয়ে হুজুগে পাগল খুজে পাওয়া শাহবাগিদের জন্য ভাগ্যের ব্যাপার, তাও আবার ফ্রি ফ্রি।
শাহবাগিরা এখন হাস্যকর কাজ করছে, অনেকটা আওয়ামিলিগের মতই, বস্তুত তাদেরই পাতানো খেলা বলে কথা। ধন্যবাদ হুজুগে পোষ্টের জন্য।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যার যা স্বভাব সেতো সেটাই দেখে তাই না। কথায় আছে না-- রতনে রতন চেনে--
থাক আবার বেশি বললে গায়ে লাগবে।
৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
এম আর সুমন বলেছেন:
আচ্ছা পোষ্ট টা পুরোপুরি পড়লাম্ । এখন তো আপনাকে আরো কিছু কথা বলার আছে।
আপনার কি মনে হয় দেশে কোনো আইনের শাসন আছে? আপনি চাইলে কোনো বড় সরকারী নেতার নামে মামলা করতে পারবেন?
শাহবাগ আন্দোলনের সাথে সরকার একমত। তাহলে আন্দোলনের যৌক্তিকতা কি?
মামলা করতে বললেন , বিরোধী দলের মামলা কোর্ট যে নেয় না , তা কি আপনি দেখেন না?নাকি সেই খবরগুলো সুকৌশলে এড়িয়ে যান?
মামা বাড়ির আব্দার যেভাবে বললেন, তাতে তো মনে হলো আপনি হাসিনার চাইতেও বড় আওয়ামী লীগ!!
খালি বলেন , এই চার বছরে সরকার বিরোধী দলের কোন দাবিটি মেনে নিয়েছে?
আচ্ছা বাদ দেন, তেল গ্যাস কমিটির কোন দাবি মেনে নিয়েছে?
আচ্ছা মেনে নেয়া নেয়িও বাদ দেন, খালি বলেন, সরকার এই পুলিশ নিয়ন্ত্রিত স্বঘোষিত গনবাহিনী ছাড়া আর কাকে এই চার বছরে রাস্তায় নামতে দিয়েছে?
এই বাম , যারা এখন আন্দোলন করছে, তাদের এই শাহবাগেই সরকারের অপছন্দের বিষয়ে আন্দোলন করার ফলে কি পরিমানে যে পিটিয়েছিল , আপনার মনে নাই?
মনে নাও থাকতে পারে। কারো কারো আবার ছোটখাটো অপমান মনে থাকে না।
আপনার দয়াবান , গনতন্ত্রমনা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারে জয় হোক।
বিস্তারিত
Click This Link
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি আপনার সাথে একমত যে, আওয়ামী লেগের কোনো চরিত্র নাই। আরো একমত যে, সরকার দাবী মানবে না, মামলা নেবে না। তাইলে আপনি কি করবেন?
আমি মামার বাড়ীর আব্দার বলেছি এই জন্য যে গত পাচ বছরে বিএনপি কোনো আন্দোলনই করতে পারে নাই- এ জন্য। অথচ বাংলাদেশের রাজনীতিতে বিএনপির খুব প্রয়োজন। এই জন্য যে একদলীয় াসন আমি চাই না। কোনটা মনের কথা আর কোনটা ক্ষোভের কথা সেটা বুঝেন। আরেকটা কথা-- আমি বিএনপির মূল দাবী-- তত্বাবধায়ক সরকারের পক্ষে। কিন্তু তার মানে এই নয় যে এই দাবী অর্জন করতে গিয়ে অন্য কোনো দাবী অবজ্ঞা করতে হবে।
আওয়ামী ব্যর্থতার যুগে- বিএনপি বিকল্প হয়ে উঠতে না পারলে দেশের দুর্দশা আরো বাড়বে। ধন্যবাদ- অবশেষে পুরো পোষ্ট পড়ার জন্য।
৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯
এম আর সুমন বলেছেন: আমার ৩ নম্বার কমেন্টে উত্তরে আপনি লিখেছেন, অন্যায় ঢাকছে না? ভাই প্রসঙ্গ যুদ্ধাপরাধীদের বিচার না। সেই বিচার তো চলছেই। এটা নিয়া তো আর কোনো রাজনীতি থাকতে পারে না।
কিন্তু সরকার যে এক কোটি লোককে শেয়ার বাজারে নিস্ব করলো , পদ্মা সেতু খাইয়া ফালাইলো, হলমার্ক থেকে শুরু করে ইলিয়াস আলীগ গুম পর্যন্ত শত শত অন্যায়ের হিসাবও তাদের দিতে হবে। কোনো শাহবাগ তা ঢাকতে পারবে না। কথা তাড়াতাড়ি জামাতের দিকে নিয়ে যাবেন না। আমি জামাত না। যুদ্ধাপরাধের বিচার তো চলছে ই। পারলে জামাত নিষিদ্ধও করেন। কেন সেসব না করে খালি খালি ঘেউ ঘেউ করতাছেন? আমার একটি মাত্র পোষ্ট পড়েন , উত্তর পেযে যাবেন। না পাইলে আবার এসে কমেন্ট কইরেন , আমি উত্তর দিব।
Click This Link
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এই আন্দোলন যদি আওয়ামী লীগ করে থাকে-- তাহলে হলমার্ক, শেযার বাজার, নিয়ে এরা বলবে কেন? এই ইসূ নিয়ে বিএনপি কি করলো? আওয়ামী লীগ কি এতই কাচা যে, নিজের মঞ্চে (আপনার ভাষায়) নিজের ব্যর্থতা বলবে।
আপনার পোষ্ট পড়ার পর অনেক কিছুর উত্তর পাইছি। আপনার মত তো আপনার কাছে।
খালেদা জিয়ার প্রথম প্রেস কনফারেন্স এর বক্তব্য নিয়ে আমার আপত্তি আছে। কারণ ওনার মতো রাজনীতিকদের আরো ডিপ্লোমেটিক হওয়া দরকার।
খালেদার কথায় আমার চুলকানি লাগে না, তবে দু:খ লাগে। মানুষ যত বড় আসনে থাকে তাদের মনটাও তারচেয়ে বড় হওয়া দরকার। কিন্তু আমাদের দুই নেত্রীর মনটা ছোট হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত।
আমার প্যাচাল আপনারে খুব তাড়িতে করঝে। তাইতো কুত্তা না বলে ঘেউ ঘেউ বললেন। তাতে আমার কোনো হিংসা নাই। কারণ সবাই তো সব কিছু বলতে পারে না। যার যেমন অভিরুচি সে তো সেটাই বলবে।
আর আপনার উত্তর দেওয়ার কোনো দরকার নাই। আমি আপনারে কোনো প্রশ্ন করি নাই।
৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
একমত না বলেছেন: এই ব্লগস্ফিয়ারে অনেক ব্লগার আছেন যাদের কোনভাবেই বুঝানো যেতোনা যে আওয়ামীলীগ না করা মানেই ছাগু হওয়া নয়, ধর্মকে নিয়ে কথা বলা মানেই ছাগু হওয়া নয়, জাফর ইকবালের সমালেচনা করা মানেই ছাগু হওয়া নয়, শেয়ার বাজার লুট আরও নানাবিধ সমস্যার কারনে আওয়ামীলীগ সরকারের সমালেচনা করা মানেই ছাগু হওয়া নয় কিন্তু তারা মানতেই চায়নাই। “You're either with us, or against us” এই নীতিতে তারা চলতো। পান থেক চুন খসে যদি একটু কথা আওয়ামীলীগের বিরুদ্ধে যেত তাকে ছাগু বলে দিতো। এখন তাদের অস্ত্র তাদেরকেই খাওয়ানো হচ্ছে( এবং অনেক নিরীহ ব্লগার ও খাচ্ছে)। সেটা হচ্ছে ব্লগার মানেই নাস্তিক বলে প্রচার।
ঠিক আওয়ামীলীগের মত আচরণ করে যাচ্ছে এই লোকগুলো। You're either with us, or against us।
হয় তুমি লীগের আন্ধা সমর্থক হবা আর না হয় তুমি ছাগু, আর এই মোল্লারাও সেম নীতি নিয়ে চলতেছে। তাদের নীতি হচ্ছে "যদি থাকে ব্লগে নিক, হইবা তুমি নাস্তিক।"
সব রসুনের গোড়া দেখা যায় একজায়গায়।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জব্বর কইছেন।
৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
মৃত্যুঞ্জয় বলেছেন: সুন্দর ও নিরপেক্ষ পোষ্ট। দারুন লিখেছেন।
তবে ভাইয়া আমার মনে হয় "শেয়ার বাজার, হলমার্ক, পদ্মা সেতুর ব্যর্থতা" এইখানে ব্যর্থতা না বলে চুরি বা ডাকাতি বললেই মনে হয় বেশী মানাতো।
আমি আর কিছুই জানিনা, তবে এতোটুকু জানি কেন শেয়ার বাজার পরার সাথে সাথে ডলারের দাম বেড়েছে।
ধন্যবাদ
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ। আপনি তাও নিরপেক্ষতার সার্টিফিকেট দিলেন- এতক্ষণ তো খুব বিপদে ছিলাম।
৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
আশফাক সুমন বলেছেন: ভাই, সালাম ।
আপনার পোস্ট টা আমার কাছে ভাল এবং যুক্তিপূর্ণ মনে হয়েছে।
আপনি যে অন্তত আন্তরিক ভাবে সততা নিয়ে লিখেছেন- এইব্যাপারে আমার সন্দেহ নাই।
ধন্যবাদ ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭
দুরন্ত-পথিক বলেছেন: পুলিশ কে পাহারা রেখে গনজাগরণ হয় কিভাবে?এটা তো স্বতস্ফুরত ভাবে হবার কথা।তাই নয় কি?আর লেখককে বলতে চাই যে এই গণজাগরণ এখন সরকার জাগরণ আন্দোলন হয়ে গেছে।মানুষ কি চোখে পট্টি বেধে রেখেছে যে মানুষ কিছু দেখেনা বা শোনেনা।
১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সে যাই হোক না কেন, ওটা তো সরকারের চালাকি। কিন্তু বিরোধী দলকে তো এক্ষেত্রে সৃজনশীল কিছু করতে হবে।
১১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮
জাহাঙ্গীর জান বলেছেন: খােলদা ভালই বুেঝ ঝগড়া লাগাই ক্ষমতায় যাওয়া
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ইতিহাস তাই বলে।
১২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
বিডি আইডল বলেছেন: এইখানে কেষ্ট বেটা চোর না...সেটা ডাকাইত হবে
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মাইনা নিলাম।
১৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: এই মহিলা প্রচন্ড বিরক্তিকর হয়ে উঠছে। আগে এতটা অপছন্দ ছিলা না। কি কয় না কয় তার কোনো ঠিক ঠিকানা নাই।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি যে কি কন? আমি এখনো পছন্দ করি তার ঐ পাগলসদৃশ আচরণের জন্য।
১৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
দৃঢ় মানুষ বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: এই মহিলা প্রচন্ড বিরক্তিকর হয়ে উঠছে। আগে এতটা অপছন্দ ছিলা না। কি কয় না কয় তার কোনো ঠিক ঠিকানা নাই।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনিও কি তাই কন নাকি?
১৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
মূর্খ রুমেল বলেছেন: এইট পাশ মহিলার কাছ থেকে আর কিই বা আশা করা যায়।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আশা করেন নাকি? আমি সবার কাছ থেকেই কিছু পাওয়ার আশা ছাইড়া দিছি।
১৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
আমি বাংলার সন্তান বলেছেন: যুদ্ধাপরাধীদের দালালের আবার এত বড় গলা। নির্লজ্জ।
১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তস্কর মাতার উচ্চকণ্ঠ।
১৭| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
সুইট টর্চার বলেছেন: ভাদা পোস্ট! তবে কিছু কথার যুক্তি আছে
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সবকিছুতেই গন্ধ খোজেন নাকি? যুক্তি খোজার চেষ্টা করেন।
১৮| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
মুক্ত আকাশ বলেছেন: “তারুন্য ও তরুন প্রজন্ম” বর্তমানে এই শব্দগুলোকেও দলীয়করন করা হয়েছে। আপনি শাহবাগে গেলে আপনি তরুন, আপনি তরুন প্রজন্মের। কিন্তু আপনি যদি কোন কারণে শাহবাগের দাবীর সাথে একমত না হোন, তবে আপনি আর তরুনহ প্রজন্মের কেঊ না।
“তারুন্য ও তরুন প্রজন্ম” এখন আর বয়সে হয়না, দলের পরিচয়ে হয়।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এটা তো করবেই যদি অন্যরা করতে না পারে তাহলে কি দোষ? শাহবাগের দাবীর সাথে একমত হওয়া না হওয়া যার যার ইচ্ছার ব্যাপার। প্রত্যেকের বোধ তো প্রত্যেকের কাছে। কথাটা হলো--- এর বিপরীতে কি আস্তিক নাস্তিক বিতর্ক তুলবে না নাকি নিজেরাও একটা কিছু করবে?
১৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
আমার প্রকাশিত প্রতিবেদন সমূহ বলেছেন: সামুই তো সব চেয়ে বড় আম্বলিগ। বুঝবা সোনা বুঝবা, এই দিন দিন নয় আরো দিন আছে।
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হা হা তাই নাকি?
২০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
মৃদুল সাংহাই বলেছেন: যুদ্ধাপরাধীদের দালালের আবার এত বড় গলা। নির্লজ্জ মহিলা।
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কথায় আছে-- তস্কর মাতার উচ্চ কণ্ঠ।
২১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
রুদ্র মানব বলেছেন: জামায়াতের ফান্ড হতে টাকা না পাইলে গোলাবী ম্যাডাম মেকয়াপ করবেন কি দিয়া
আর বজ্জাত নাস্তিক শাহবাগের তরুণরা নাকি সেই জামায়াতরে নিষিদ্ধ করতে চায় , গোলাবী ম্যাডাম কি আন্ডারমেট্রিক হলেও এত বোকা নাকি যে নিজের মেকয়াপের জন্য টাকার ফান্ডে নিজেই কোড়াল মারবেন
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জব্বর কইছেন। আইজকাল পানও ধরছে।
২২| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭
২০১৩ বলেছেন: জামায়াত নিষিদ্ধ করার সাহস হাম্বা লিকের নাই। আমি মনে প্রানে চাই জামায়াত নিষিদ্ধ করে হাম্বালিক মুক্তিযুদ্ধের নামে ব্যাবসা করার চান্স মিটিয়ে ফেলুক।আমরা যারা সত্যিকারের শান্তি চাই তারা ও ভাল ভাবে বাচতে পারি।
২৩| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ম্যাডাম বলেন শাহবাগের আন্দোলন নাকি আওয়ামীলীগের আন্দোলন ।
শাহবাগের আন্দোলনরে আওয়ামী আন্দোলন বানানোর জন্য কে দায়ী ??
উনারা কেন শাহবাগের আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারলেন না প্রথম থেকেই ??
ইমরানের ডানে ছাত্রলীগ, বামে ছাত্রদল গেলো না কেন??
এইটা তো একটা জাতীয় ইস্যু নিয়ে আন্দোলন , এইখানে দল বল নির্বিশেষে সাবাই থাকবে সেটাই স্বাভাবিক । অন্যান্য ছাত্র সংঘটন যখন শাহবাগে যেতে পারলো,আপনারা পারলেন না কেনো , কাকে বাচাবার জন্য জন্য গেলেন না?? কে এর জবাব দিবে??
শাহবাগ যদি আওয়ামী আন্দোলন হয়ে থাকে,তবে সেটার জন্য ম্যাডামের দলই দায়ী ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০
আমার প্রকাশিত প্রতিবেদন সমূহ বলেছেন: Eta tarunner sokti naki hammoliger fazlami ?