![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
রাজনীতিবিদরা বড়ই সত্য কথা বলেন।
তাদের সবার চরিত্র তো ফুলের মত পবিত্র।
বাসে আগুন জ্বলছে। এক দল বলছে অন্য দল করছে।
অবশ্যই কেউ না কেউ সত্য বলছে।
আবার কেউ না কেউ মিথ্যা বলছে।
তবে রাজনীতিকরা তুলনামূলকভাবে জনগণের চেয়ে বুদ্ধিহীন। আমি অবশ্যই দায়িত্ব নিয়েই বলছি। কারণ তারা পাবলিকরে একেবারেই গন্ডমূর্খ জ্ঞান করেন।
আর পাবলিক যদি গন্ডমূর্খ হয় তবে রাজনীতিকরা তো আরেক কাটি সরেশ।
কারণ রতনই তো রতন চেনে-------------------
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১
আমি বোকা মানুষ বলেছেন: এই আবাল মার্কা পোষ্ট কেন নির্বাচিত পাতায় ????????????
নির্বাচকদের মাথায় কি গিলু নাই !!!!!!!! না থাকলে নির্বাচক বদলান না হলে নির্বাচিত পাতায় তুলে ফেলেন
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আতে লাগলো বুঝি?
৩| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
আমি বোকা মানুষ বলেছেন: আতে লাগে নাই রে ভাইডি। আমি আপনার মতো পলিটিশিয়ান না যে ঘুষ দিয়ে নিজের সব পোষ্ট নির্বাচিত পাতায় পাঠামু।
৪| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭
আমি বোকা মানুষ বলেছেন: আমি সামুর পরিবেশ নষ্ট করতে চাই না তাই সামু কর্তৃপক্ষকে আপনার পোষ্টের মাধ্যমে জানিয়ে দিতে চাই। আপনার প্রতিটি পোষ্ট নির্বাচিত পাতায় কেন যায় নির্বাচিত পাতায় যাওয়ার মত পোষ্ট না হয়েও। কর্তৃপক্ষের সদুত্তর আশা করছি।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অনেক কষ্ট পাইছেন বুঝি। নির্বাচিত পাতায় যাওয়ার জন্য টাইম প্লান লাগে। সটিক সময় না হইলে অনেক পোস্টই নির্বাচিত হয় না। অনেক ভাল পোস্ট কেমনে পাইড়া থাকে দেখেন না।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ত্বহির বলেছেন: কারণ রতনই তো রতন চেনে!!!