![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিল। খোকা বলেছেন-- ঐদিন নাকি বক্তৃতা শেষে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছেন।-- অতএব ওটা স্বাধীনতার ডাক নয়। তাই ৭ মার্চ হরতাল হলো।
২৭ মার্চ জিয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। ঐদিনও হরতাল হলো (কারণ মনে হয় জিয়া জয় বাংলা বলে ফেলেছিলেন)। ২৬ মার্চ হরতাল হলো না কেন এটা বোঝা গেল না। আন্দোলন কি দিন তারিখ দেখে হবে? লাগাতর আন্দোলন মানে লাগাতার।
আগামী যে যে তারিখে হরতাল চাই- তার একটা তালিকা দিচ্ছি: এটা আমার দাবী।
১. ১ লা বৈশাখ। হিন্দুয়ানী সংস্কৃতি চাই না।
২. ১৭ এপিল, অস্থায়ী সরকারের শপথ গ্রহণের দিন। কি বেআদবরে বাবা, কোথাকার কোন নজরুল আর জাতউদ্দিন- পাকিস্তানপন্থী (খোকার মতানুসারে) মুজিবকে প্রেসিডেন্প বানায়? খন্দাকররে পাত্তাই দেয় না?
৩. মে দিবস। (কিসের মে দিবস? এদেশে কোনো শ্রমিক নাই। সবাই চাকর। এখানে শ্রমিকদের কাজ হলো নেতা নেত্রীর পিছনে শ্লোগান দেওয়া।
৪. তাছাড়া বুদ্ধ পূর্নিমা, দোলযাত্রা, এসব দিনগুলোতেও হরতাল দিতে হবে।
লাগাতার আন্দোলন চাই।
পড়াশুনার দরকার নাই, কাজ কামের দরকার নাই। হরতাল হরতাল।
এর ফলে:
মানুষ না খেয়ে স্লিম হবে- খাদ্য চাহিদা কমবে। ডায়াবেটিক নিমূল হবে। জানজট থাকবে না, পরিবেশ দূলণ বন্ধ হবে।
অতএব-- আজ কাল পরশু, হো হো হরতাল।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আসেন নতুন নতুন টার্ম বানাই।
২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
জামান2021 বলেছেন: হরতাল, হরতাল হো হো হরতাল।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৯
আয়রন ম্যান বলেছেন: হরতাল কেবল বিরোধী দলে থাকলেই প্রয়োজন হয়।
আজ বিএনপি বিরোধী দলে তাই তারা দিচ্ছে হরতাল।
আওয়ামীলীগ যদি আগামীতে আবার বিরোধী দলে যায় তাহলে তারাও হরতাল দেবে নিজেদের স্বার্থে। প্রকৃত অর্থে দেশের জন্য কেই বা কাজ করে।
আচ্ছা হরতাল যে দেশের ক্ষতি করে এটা আমাদের নেতা-নেতৃরা কি বোঝে না? যদি বুঝেই থাকে তাহলে তারা কেন হরতাল দিচ্ছে? রাজনৈতিক সমস্যাগুলো কি নিজেরা আলাপ আলোচনা করে করতে পারে না?
হে আল্লাহ তুমি আমাদের দেশের সরকার এবং বিরোধীদলকে সত্যিকারভাবে দেশের কাজ করার মত মনমানষিকতা দান কর।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমরা তো হরতালের ফলাফল ভোগ করি। আসুন তাই হরতালবান্ধব মনোজগত তৈরি করি। ভবিষ্যতে যত হরতাল আসুক আমাদের কোনো প্রব্লেম নাই।
৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: হরতাল..ভাংচুর..গ্রেফতার..ধর পাকড়....গাড়ীতে আগুন কত মজা!
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: একেবারে চানাচুর ভাজা।
৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯
অন্ধকার রাজপুত্র বলেছেন: একদিন দেখা যাবে হরতাল বিক্রি হবে হবে কেজি দরে
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বলেন কি? এখন তো বিক্রী শুরু হয়ে গেছে। রেট চার্ট পান নাই ?
৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১
মাহামুদ রোমেল বলেছেন: লাইটারে গ্যাস নাই..........বিড়ি ধরাইতে পারতাছিনা......প্রতিবাদে রবি-সোমবার ৪৮ঘন্টার হরতাল।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জব্বর কইছেন
৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫
অন্ধকার রাজপুত্র বলেছেন: আমার কাছে এখন লিস্টি আসে নাই
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আইসা যাইবো। অপেক্ষা করেন।
৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২
চারু_চারবাক বলেছেন: এর জন্য আমরা নিজেরাও কম দায়ী নই। দেখা গেছে যখন যেই দল হরতাল ডেকেছে, সেই দল পরবর্তীতে ক্ষমতায় গেছে। ৯১-৯৬ আওয়ামী লীগ হরতাল ডেকে ক্ষমতায় গেছে। ৯৬-০১ বিএনপি হরতাল ডেকে ক্ষমতায় গেছে। ০১-০৬ আওয়ামি লীগ হরতাল ডেকে ক্ষমতায় গেছে। এইবার হয়তো বিএনপি হরতাল গেকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।আমরাই পারি এই চক্র ভাঙ্গতে।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ভাঙাভাঙি পরে। আগে হরতাল হয়া লওক
৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
মোহাম্মদ হারুন বলেছেন: ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিল। খোকা বলেছেন-- ঐদিন নাকি বক্তৃতা শেষে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছেন।-- অতএব ওটা স্বাধীনতার ডাক নয়। তাই ৭ মার্চ হরতাল হলো।
২৭ মার্চ জিয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। ঐদিনও হরতাল হলো (কারণ মনে হয় জিয়া জয় বাংলা বলে ফেলেছিলেন)।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কথাডা খারাপ কইছি নাকি? হা হা হা
১০| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
গগণজয় বলেছেন: আহা এখন ও যদি ছাত্র থাকতাম। আফসস।।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এখনো আমরা ছাত্র হয়া যাইতে পারি। কোনো প্রব্লেম নাই।
১১| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
ক্লান্ত কালবৈশাখি বলেছেন: Fill in the gap:
হরতালের বন্যায়, ভেসে যাবে ......
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কিছুই ভাসবো না। হরতাল এখন আটকে আছে। চুম্বকের মতো।
১২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: উফফ আর কতো হরতাল দেখবো!
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কতটুকু আর দেখলেন? অপেক্ষা করেন। লিস্ট লম্বা হইতেছে।
১৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০
নাজিম-উদ-দৌলা বলেছেন: মানুষ না খেয়ে স্লিম হবে- খাদ্য চাহিদা কমবে। ডায়াবেটিক নিমূল হবে। জানজট থাকবে না, পরিবেশ দূলণ বন্ধ হবে। একমত!
৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ। আমার ওজন অলরেডি কমছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১
পরিবেশ বন্ধু বলেছেন: লবতাল হলে উল্টা হইত
তাই না