![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
সবচয়ে প্রিয় মানুষটির মৃতদেহের পাশে যেতে হয় নাকে কাপড় বেধে।
বীভৎস মুখটাকে মনে হয় সমাজের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করছে।
আর যারা বেঁচে আছেন-- জীবন সংগ্রামে টিকে থাকার তীব্র ইচ্ছাতেই বেঁচে আছে।
উদ্ধারকর্মীদের প্রচেষ্টা যে তো উপলক্ষ মাত্র।
জীবন্ত মানুষ লাশ হয়ে যায় কতটা সহজে--
যারা কাছে ছিল তারা চলে গেছে আর বহুদূরে
আর যাদের নামও জানিনি কোনো দিন তারা হয়েছে বড়ই আপন।
এইযে আমরা আছি বলে পাশে থাকি।
না থাকলে কেউ থাকি না
শুধু হৃদয় জুড়ে আনাগোনা
অপেক্ষার প্রহর গোনা
আছি বলেই ফিরে আসি
আছি বলেই জীবন মৃত্যু কান্না হাসি
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬
বটবৃক্ষ~ বলেছেন: জীবন্ত মানুষ লাশ হয়ে যায় কতটা সহজে-
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এমন ঘটনার স্বাক্ষী হতে চাইনি কোনোকালে।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
সায়েম মুন বলেছেন: জীবন্ত মানুষ লাশ হয়ে যায় কতটা সহজে--
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এমন ঘটনার স্বাক্ষী হতে চাইনি কোনোকালে।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: sohomot