![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
যুদ্ধাপরাধী গোলাম আজমের ৯০ বছরের সশ্রমস কারাদন্ড হয়েছে। যার ৯০ বছর ধরে ফাসিতে লটকানোর কথা তার ৯০ বছরের জেল?
এই ৯০ বছরে গোলাম আজমের পিছনে যে খরচ হবে তার টাকা দেবে কে? রাষ্ট্র। রাষ্ট্রের টাকা মানে আমার টাকা। আমার ট্যাক্সের টাকা। যুদ্ধাপরাধীকে খাওযানোর জন্য আমার টাকা ব্যয় হবে এটা আমি কোনোভাবেই মানি না। তাছাড়া বিচারকরা তাকে সশ্রম কারাদন্ড দিয়েছে। যারে তুলতে নামাতে তিন জন লাগে সে নাকি আবার কাজ করবে?
গোলাম আজম যদি ১ বছরও বাঁচে তা হলে তার জন্য রাষ্ট্রের ব্যয়:
৩৬৫ দিন হাসপাতালের ব্যয- খাদ্য ওষুধ ও কেবিন ভাড়া সহ কম পক্ষে ৩৫০,০০০ টাকা।
এর সাথে তো নিরাপত্তা ব্যয আছেই।
আর কোনো ভাবে যদি সে আরো দুই চার বছর বাঁচে তাহলে খরচ আরো বাড়বে।
আরে বিচারকরা বয়সের কথা ভেবে ওকে বাচিয়ে রাখলো- দেশের কথা ভাবলে দড়িই বরাদ্দ করতো তার জন্য। কারণ এক গোছা দড়িরর দাম তো আর অত না।
সে যাই হোক আমি ঠিক করেছি - এ বছর ট্যাক্স দেওয়া বন্ধ করবো। আমার টাকায় আমি গোলাম আযমকে খাওয়াতে দেবো না। নো- নেভার। আপনারা যারা আমার দাবির সাথে একমত তারাও আওয়াজ তুলুন-
গু আজমকে খাওয়াতে- আমরা ট্যাক্স দেবো না।
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ট্যাক্স কিন্তু দিবেন না। ধন্যবাদ
২| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৬
বাঙ্গালীর কুঠার বলেছেন: সহমত
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ। ট্যাক্স কিন্ত দিবেননা কইলাম।
৩| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৬
রামন বলেছেন:
দুঃখজনক! রায়ে নাকি আওয়ামী লীগ সন্তষ্ট। শেখ হাসিনার আওয়ামী লীগ হল মুরগি আর গোয়া আজমের জামাতি ইসলাম হচ্ছে শিয়াল।
একাদিন এই শিয়ালটা মুরগিটাকে ধরে গিলে খাবে, আমরা তখন সন্তষ্ট মনে চেয়ে চেয়ে দেখব। এক মাঘে তো শীত যায়না।
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ও তো শিয়াল। ও এমনি আওয়ামী লীগের কল্লা চিবাইয়া খাইবো। আসেন আমরা ট্যাক্স দেওয়া বন্ধ করি।
৪| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৫
এন ইউ এমিল বলেছেন: নো- নেভার
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: Thanks
৫| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ভাবুন তো, একটি অশীতিপর ভণ্ড দুর্বৃত্ত হুকুম দিয়ে বা খুনি ভাড়া করে কোনকিছুরই তোয়াক্কা না করে নারী-শিশু-বৃদ্ধ নির্বিশেষে একটা ভয়ঙ্কর গণহত্যা ঘটিয়ে দিতে পারে অনায়াসে, অথচ আমাদের মানবিক বিচারালয় বলবে অপরাধী বৃদ্ধ তাই মৃত্যুদণ্ড অমানবিক! এমন অমানবিক মানবতা আইনই দেখাতে পারে, মানুষ পারে না!
আগামিতে রক্তপায়ী বৃদ্ধ রাজাকারেরাই যদি আবারো গণহত্যায় নামে একটুও আশ্চর্য হবো না। কারণ ওরা মানবতার শত্রু হলে কী হবে, আইন যে মানবিক!
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: খুব ভাল কইছেন। আইন যতই মানবিক হোক- আমি শয়তানের বাতের জোগাড় আমার টাকা দিয়ে করতে দিব না।
৬| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সহমত
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
৭| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৬
বৈশাখী ঝড়® বলেছেন: কাজ না করে আমার ট্যাক্সের টাকায় বসে বসে খাবে তা হবে না।
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমিও তাই কই।
৮| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “যার ৯০ বছর ধরে ফাসিতে লটকানোর কথা তার ৯০ বছরের জেল?”
হুম, আমার একই প্রশ্ন। গোলমালে আযমের ভরণপোষণের দায় সরকার আমাদের ওপর আর চাপাতে পারে না। অন্তত এবিষয়ে কোন অধিকার সরকারের নেই।
আপনার দাবির পক্ষে একাত্মতা জানিয়ে গেলাম।
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ
৯| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৫
মাহতাব সমুদ্র বলেছেন: ঠিক।
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
১০| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৮
C/O D!pu... বলেছেন: সহমত...
১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
১১| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩
বটের ফল বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “যার ৯০ বছর ধরে ফাসিতে লটকানোর কথা তার ৯০ বছরের জেল?”
হুম, আমার একই প্রশ্ন। গোলমালে আযমের ভরণপোষণের দায় সরকার আমাদের ওপর আর চাপাতে পারে না। অন্তত এবিষয়ে কোন অধিকার সরকারের নেই।
আপনার দাবির পক্ষে একাত্মতা জানিয়ে গেলাম।
১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
১২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: গু আজমরে খাওয়াতে ট্যাক্স দিবো না।
১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমিও তাই বলি।
১৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “যার ৯০ বছর ধরে ফাসিতে লটকানোর কথা তার ৯০ বছরের জেল?”
হুম, আমার একই প্রশ্ন। গোলমালে আযমের ভরণপোষণের দায় সরকার আমাদের ওপর আর চাপাতে পারে না। অন্তত এবিষয়ে কোন অধিকার সরকারের নেই।
আপনার দাবির পক্ষে একাত্মতা জানিয়ে গেলাম।
১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৪| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সহমত প্রকাশ করলাম!!! কিন্তু ট্যাক্স না দেওয়ার উপায় কি???
এই যে একটা কমেন্ট করলাম সরকারতো এখান থেকেও ট্যাক্স পাইলো। আপনার পোষ্ট থেকেও তাই। সেহেরী খেয়ে যে সিগারেট খেলাম সেখান থেকেও নিছে। সেহেরী যে দিয়ে করেছি সেখান থেকেও। আমার জিদ লাগতাছে।
না দেওয়ার একটাই উপায় ট্যাক্স বিরোধী আন্দোলন!!!!! কিন্তু তা কি ভাবে সম্ভব?????
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: পরোক্ষ কর তো দেওয়াই লাগবো। ডাইরেক্ট ট্যাক্স না দিলেই হলো। ইনকাম ট্যাক্সের ফাইল বন্ধ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৯
রেজা সিদ্দিক বলেছেন: সহমত