![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
আম যখন এই ব্লগ প্রকাশ করছি তখন একদল আমাকে ঠেলে দেবেন অন্য দলে। বাংলাদেশে বিএনপি জামাতের বিপক্ষে কথা বললে সে নাস্তিক, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে রাজাকার। একজন নিরপেক্ষ মানুষ এদেশে নাই। অথচ এরাই আবার নিরপেক্ষ সরকার চায় নির্বাচনের জন্য। আমি একজন সাধারণ মানুষ হিসেবেই এই পোস্টটি করছি।
বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে গিয়ে ভুট্টোর সাথে দেখা করেছিলেন। এটা কূটনৈতিক শিস্টাচার। যে দেশ ভ্রমণে গেছে সে দেশের সরকার প্রধানদের সাথে দেখা করতে হয়। আর দেশেও কোনো সরকার প্রধান আসলে তার সাথে দেখা করাটাও দায়িত্ব। বঙ্গবন্ধুর সাথে ভুট্টোর সেই বৈঠক সেদিনও একদল ব্যাখ্যা করেছে ভিন্নভাবে। অথচ- সৌদী আরবে গিয়ে খালেদা দেখা করলেন-পরিকস্তানের সরকার প্রধান নেওয়াজ শরীফের সাথে।
এর ব্যাখ্যা কি? সৌজন্য, কূটনৈতিক শিষ্টাচার, নাকি অন্য কিছু?
ভারতের প্রেসিসেডন্ট বাংলাদেশে এলেও খালেদা নিরাপত্তার অজুহাতে তার সাথে দেখা করলেন না। মার্কিন উপ পরলাষ্ট্রমন্ত্রীর আসার দিন দিয়ে দিলেন হরতাল। আর হজ্জ করতে গিয়ে দেখা করছেন- পাকিস্তানী নেতার সাথে।
একজন সাধারণ মানুষ হিসেবে এই ব্যাখ্যা আমি চাইতেই পারি।
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি কিছু একটা জানতে চাই। নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে তার।
২| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০
গ্যাম্বলার বলেছেন: এটা প্রি-প্লানড সাক্ষাত। নেতারা বিভিন্ন সম্মেলনে এমন সাক্ষাত করে থাকেন। এই মুহুর্তে খালেদার তেমন প্রোগ্রাম নাই, আবার পাকিস্তান গেলে আঃলীগ তুলোধুনা করে ছাড়বে। তাই একেবারে এহরামের পোষাকে সাক্ষাত...
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: Preplanned hote pare abar naw hote pare. Eta clear krar dai BNP er
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: Preplanned hote pare abar naw hote pare. Eta clear krar dai BNP er
৩| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০
সদালাপী। বলেছেন: ভাই কথা কইলেই তো কইবেন, রাজাকার, বিএনপি বা ছাগু....
আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার প্রধান দেশের বাইরে গেলে এবং সেই সময় অন্য কোন রাষ্টের সরকার বা রাষ্ট্র প্রধান ঐ দেশে থাকলে দেখা না করে আসছে?? একটা উদাহরণ দিবেন?? সাধারণ মানুষ হিসেবে আমিও জানতে চাই??
হজ্জ্ব করতে গিয়ে কি অন্য একটি দলের প্রধান বেগানা পুরুষদের সাথে সাক্ষাত করেননি, সাধারণ মানুষ হিসেবে এটাও আমি জানতে চাই।
সব কিছুর মধ্যে গু খোঁজা একশ্রেণী গুভক্তদের কাজ!
যেমন ছাগুদের কাজ জামাত শিবিরের প্রচারণা, তেমনি গুভক্তদের কাজ সব কিছুতে গুয়ের গন্ধ খোঁজা। এতে সাধারণ মানুষ হিসেবে আমরা বেকুব বনে যাই। নিজেদের শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা অসার মনে হয়।
আসলে আমরাতো আমজনতা।শিক্ষার কি বা মূল্য আছে?? তাইতো আমাদেরকে কেউ জায়গা আর বেজায়গা চিনাতে সাহস পায়।
ধন্যবাদ।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ, আসলেই এর পিছনে কি আছে সেটা জানা দরকার
৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “ভারতের প্রেসিসেডন্ট বাংলাদেশে এলেও খালেদা নিরাপত্তার অজুহাতে তার সাথে দেখা করলেন না। মার্কিন উপ পরলাষ্ট্রমন্ত্রীর আসার দিন দিয়ে দিলেন হরতাল। আর হজ্জ করতে গিয়ে দেখা করছেন- পাকিস্তানী নেতার সাথে। একজন সাধারণ মানুষ হিসেবে এই ব্যাখ্যা আমি চাইতেই পারি।”
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ, আসলেই এর পিছনে কি আছে সেটা জানা দরকার
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮
হাসানুর বলেছেন: বেগানা পুরুষের সাথে দেখা করা কি হজ্বের শিষ্ঠাচারের মধ্যে পড়ে ? উনি কি আরবের খোরমা খেজুর? অন্য উদ্দেশ্যে সৌদি আরব গেলে নাহয় কথা ছিল !