নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

ইউনুস সাহেব- প্লিজ, ঝেড়ে কাশেন

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

প্রফেসর ইউনুস চান নির্বাচনকারী সরকার হবে- তত্ত্বাবধায়ক।

প্রফেসর ইউনুস চান- গ্রামীণ ব্যাংক তার আগের অবস্থায় থাক

প্রফেসর ইউনুস চান- মানবাধিকার লঙ্ঘিত না হোক।

তিনি জ্ঞানী মানুষ। ইচ্চামত যা খুশী চাইবার অধিকার তার অবশ্যই আছে।

তবে আরো কিছু বিষয় তার কাছ থেকে জানা দরকার।

প্রফেসর ইউনুস কি যুদ্ধাপরাধীদের বিচার চান?

যে জঙ্গী গোষ্ঠী কয়েক বছর আগেও গ্রামীন ব্যাংক ও ব্রাক অফিসে বোমা হামলা করেছে প্রফেসর ইউনুস সে বিষয়ে কি মনে করেন- নাকি ভুলে গেছেন সেই সব কথা?

প্রফেসর ইউনুস সাহেব- প্লিজ ঝেড়ে কাশি দেন । আপনি কি চান স্পষ্ট করে বলুন। আপনারা মুখের মধ্যে কথা চেপে রাখবেন না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১

আমি বন্য বলেছেন: আপ্নিও একটু ঝেড়ে কাসুন এবং কি বলতে চাচ্ছেন ভাল করে বলুন??

২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপানি পোস্টের নিচের দিকে খেয়াল করুণ্। আমি ঐ প্রশ্নগুলোর উত্তর খুঁজছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.