![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
খালেদা জিয়া বলেছেন- মুক্তিযোদ্ধারাই গণহত্যা করেছে। শেখ হাসিনার সাথে টেলিফোনে আলাপকালে তিনি নাকি এমন বলেছেন- এর সূত্র অবশ্য এইচ টি ইমাম।
এর আগে জানা দরকার গণহত্যা বলতে কি বোঝায়- Genocide is the deliberate destruction of physical life of individual human beings by reason of their membership of any human collectivity as such. (The Crime of State, Volume 2, Leiden, 1959, p. 125.)[10][11]
এর অর্থ হলো- পাকিস্তানীরা যে বাংলাদেশের জনগণের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটা গণহত্যা। মুক্তিযোদ্ধারা যদি বাঙালী জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে কাউকে হত্যা করে সেটাকে গণহত্যা বলা যাবে না কারণ তারা যা করেছিল সেটা মুক্তির জন্য এবং স্বাধীনতার জন্য এবং তা নির্বিচারে নয়- বরং চিহ্নিত শত্রুকে লক্ষ্য করে।
যুদ্ধাপরাধীদের বাঁচাতে গিয়ে খালেদা এমন কথা বলবেন- এতটাই রাজনৈতিকভাবে তিনি অপরিপক্ক এটা আমি বিশ্বাস করি না। (এইচ টি ইমাম- মিথ্যা বলেন নাই তো)।
অতএব খালেদা জিয়া কথাটি বলেছেন কি বলেন নাই তা স্পষ্ট হওয়া দরকার। আশা করি ফোনালাপের রেকর্ড যেটি আছে সেটি কোনো একসময় প্রকাশ করা হবে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যদি কোনো এলাকায় নির্বিচার হত্যাকান্ড চালিয়ে থাকে তাহলেও তাকে গণহত্যা বরা যাবে না কারণ গণহত্যা সরকারি পৃষ্টপোষকতা নিয়ে হয়।
মুক্তিযোদ্ধারা যদি গণহত্যার অভিযোগে অভিযুক্ত হন তাহলেও জিয়াও গণহত্যাকারী, কর্ণেল অলিও গণহত্যাকারি। তাহলে কি আমরা ধরে নেব- খালেদা জিয়া ক্ষমতায় গেলে জিয়ার মরনোত্তর বিচার করবেন?
আমি বিশ্বাস করতে চাই না খালেদা এটা বলেছেন-
কারণ ক্ষমতায় যাওয়ার জন্য তিনি রাজাকারদের বিষ্ঠা ভক্ষণ করবেন এটা বিশ্বাসযোগ্য নয়।
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এটা বিশ্বাস করলে তো আর দেশেই থাকা যায় না।
২| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭
ভিটামিন সি বলেছেন: এমিল ভাই, আমার মেইল পান নাই?
৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪
উযায়র বলেছেন: মিথ্যা কথা আর প্রচারণায় সেরা আওয়ামী লীগ ।
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: খালেদা জিয়া এই কথা না বলা পর্যন্ত সিদ্দান্ত নিতে পারছি না।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫
চাঁন মিঞা সরদার বলেছেন:
আওয়ামী লীগের মিথ্যাচার অনেক বার ধরা খেয়েছে। রিসেন্ট সৈয়দ আশরাফ এরশাদকে নিয়ে মিথ্যাচার করায় ধরা খেয়েছে। এবার এইচ.টি ইমাম খালেদা কে নিয়ে মিথ্যাচার করে ধরা খাবে।
বিএনপিকে নিয়ে বাকশালী চক্রান্ত কোনোভাবেই ধোপে টিকবে না।
আওয়ামীলীগ পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ক্ষমতা হারনোর শোকে।
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তবে এটা যে মিথ্যা সেটা কিন্তু বিএনপিকেই প্রমাণ করতে হবে। আমি চাই সত্য উদঘাটিত হোক।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১
বোধহীন স্বপ্ন বলেছেন: তাকে সরাসরি জিজ্ঞেস করলেই জানা যাবে । বললেও অবাক হব না কারণ দেশের একেকজন মন্ত্রী-রাজনীতিবিদ যেসব উদ্ভট বক্তব্য রেখে যাচ্ছে প্রতিনিয়ত, এটা শুধু তার একটা উদাহরণ হয়েই থাকবে ।
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ঠিক, তাছাড়া কথোপকথনের রেকর্ডও নিশ্চয়ই আছে।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১
বোধহীন স্বপ্ন বলেছেন: তাকে সরাসরি জিজ্ঞেস করলেই জানা যাবে । বললেও অবাক হব না কারণ দেশের একেকজন মন্ত্রী-রাজনীতিবিদ যেসব উদ্ভট বক্তব্য রেখে যাচ্ছে প্রতিনিয়ত, এটা শুধু তার একটা উদাহরণ হয়েই থাকবে ।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২
দখিনা বাতাস বলেছেন: গোলাম আজমরা প্রকৃত যুদ্বাপরাধী না- এই কথার গোপন অর্থ হইলো মুক্তিযোদ্বারা যুদ্বপরাধী।
গোলাম আজমদের নিয়া এই কথাটা কিন্তু উনি বলছে, ঐটার ভিডিও ইউ টিউবে পাইবেন।
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এবার তো পরোক্ষ না উনি নাকি প্রত্যক্ষভাবে বলেছেন।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৩
জাহিদ গাছবাড়ী বলেছেন: আমার মনে হয়, দেশে গাঁজার দাম বর্তমানে কিছুটা কম।
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: নির্বাচনের আগে তো- চালানও বাড়তে পারে।
৯| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭
সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: খালেদা জিয়া পুরোপুরি জামাত নির্ভর হয়ে পড়েছেন। দুঃখজনক .....
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এ বিষয়টি নিয়ে আমিও চিন্তিত।
১০| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: খালেদা জিয়া পুরোপুরি জামাত নির্ভর হয়ে পড়েছেন। দুঃখজনক
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি এই বিষয়টি নিয়ে কষ্ট পাই
১১| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০
গান পাগলা বলেছেন: বলেছেন: আমার মনে হয়, দেশে গাঁজার দাম বর্তমানে কিছুটা কম।
ভারতের দাদাদের সাথে একমত থাকলে ভ্যাট ছাড়া সাপ্লাই দিবে, আর যদি আগামী ৫ বছরের জন্য আওয়ামিলীগকে ক্ষমতায় আনা যায়, বাংলাদেশের জনগনকে রিলিফে গানজা খাওয়াবে ভারত, এটা সিওর।
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মুস্কিল হলো বিএনপির কেউ বলছে না এটা মিথ্যা। গাজাটা যে কে কাকে খাওয়াচ্ছে বলা মুস্কিল।
১২| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
হাতীর ডিম বলেছেন: বিএনপি থেকে কেউ প্রতিবাদ করছে না কেন? তারা কি ফেসবুক, পত্রিকা, ব্লগ কোন কিছু সম্পর্কেই ধারনা রাখে না?
যদি মিথ্যা হয় তবে মুখে কুলুপ কেন?
আমার ধারনা ঘটনা সত্য। মেডাম এখন জামাতের মুখপাত্র।
বিএনপি নামের দলটি এখন শুধু মাত্র নামে, কাজে তারা জামাতের অঙ্গ ।
যারা জিয়ার আদশ অনুসরণ করে তাদের উচিৎ এর কবল থেকে দলকে রক্ষা করা।
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এবং এ জন্য আমরা ব্যথিত
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪
হৃদয় রিয়াজ বলেছেন: ঘটনা যদি সত্যি নাই হত তবে নিশ্চই এ নিয়ে গোলাপি সংবাদ সম্বেলন ডেকে বসতেন বা কোনরূপ প্রতিক্রিয়া আমরা পেতাম।
তবুও চাই সত্য উদঘাটিত হোক।
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমিও তাই চাই।
১৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
কারাবন্দী বলেছেন: পল্টীখান ক্যান মিয়া- তিনি বলেছেন আপনারাও তো গণ্ হত্যা চালিয়েছেন। আপনার কি হেফাজতের কথা মনে নাই
২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: খালেদা জিয়া কি সেইটার কথা বলেছেন? আর আপনি গণহত্যার সংজ্ঞা জানিয়ে কথা বললে ভাল। নির্বোধ ও আবেগপ্রিয় মানুষের জন্য এই বোপস্ট নয়।অ
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
কারাবন্দী বলেছেন: রাতের আধারে নিরবিচারে গুলি করে মানুষ মারা কি গণহত্যা নয়????????????????????
২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যারা দিনে নির্বিচারে বৃক্ষনিধন করে, ভাঙচুর চালায়, মসজিদে আগুন দেয়, এটিএম বুথ ভাঙচুর করে তাদের ক্ষেত্রে আপনি কি করবেন? গেট সাজিয়ে সম্বর্ধনা দেবেন নাকি যৌন জেহাদের জন্য আপনার স্কুল পড়ুয়া কন্যা পাঠাবেন?
অবশ্য এতিম ছেলেপেলেদের এই কাজে নিয়োজিত করার বিচার একদিন হবেই হবে। আর যদি এক্ষেত্রে সরকারের অন্যায় থাকে তারও বিচার হবে। তাই বলে একাত্তরের রাজাকারদের মুক্তি দিতে হবে? কি বলেন?
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
কারাবন্দী বলেছেন: আপনাদের মত দলকানাদের কারণে হেফাজতের জন্ম হয়েছে। আপনারাও তো শাহবাগে জোর করে স্কুলের ছাত্রদের নিয়ে এসেছিলেন। তাদেরকে জদিন সরকার ঐসব এতিমদের মত মারতো। আর এটিএম বুথ কারা ভেঙ্গেছে তা সবাই জানে। আমার নিজের সামনেই ঘটেছে মিরপুরে। যারা আগুন লাগিয়েছে তাদের কে শিবির মনে হয়নি। তারা হয় লীগ না হয় দল। আর আপনার আশ পাশে খোজ নিয়ে দেখেন কাদের ভয়ে আপনার বা আপনার ভায়ের মেয়েরা স্কুলে যেতে ভয় পায়। আর লেখার মধ্যে শালীনতা আনুন। যদি না পারেন তো ছাত্রলীগের পোলাপানের হাতে নিজের মেয়ে অথবা বোন কে তুল দিন সমস্যা কোথায় দল ও বাচবে সেকুলারিজম ও চলবে
২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:১৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ঠিক, আপনি এমন ঘটনা প্রত্যক্ষ করেছেন কিন্তু তা থামান নাই। কারণ আপনিও তাই চেয়েছেন।
ছাত্রলীকের বা ছাত্রদলের শয়তানদের সাথে হেফাজতের তুলনা হয় না। ছাত্রদল বা ছাত্রলীগ রাস্তায় ইভ টিজিং করে- আর হেফাজত মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জোর করে করে। সব কুকুরের বাচ্চা। আমার বোন বা মেয়ে জানে তাদের কিভাবে চলতে হবে- তবে আপনার মতো নির্বোধ লোক তো যৌনজেহাদ করেই ইসলাম কায়েম করতে চান- তার তো নমুনা হাজারো পাওয়া গেল।
১৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০০
শামীম সুজায়েত বলেছেন: সাম্প্রতিক উদাহরণ হিসাবে বলা যাই এরশাদকে নিয়ে আশরাফুলের মিথ্যাচার।
আপনার পোস্টে চাঁন মিঞা সরদারও একই কথা বলেছেন দেখলাম।
২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:১৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কোনটা সত্য দেখা যাক
১৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০১
শহীদুল্লাহ খান বলেছেন: আমি একটি পোস্ট দিয়েছি বিষয়টি নিয়ে, উদঘাটন হওয়া জরুরী ....
Click This Link
২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:২০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত
১৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫
*কুনোব্যাঙ* বলেছেন: রাজনীতি এখন মিথ্যাচারে ভরপুর। বিশেষকরে অনলাইনের রাজনৈতিক পেজগুলোর মিথ্যাচার হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছে। সত্য উদঘাটন জরুরী তবে সেটা এইচ টি ইমামের মুখের কথায় বা অনলাইনের কোন মালিকানা বিহীন পেজের ফোনালাপ অডিও নয়।
২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:২১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সত্য উদ;ঘাটিত হোক
২০| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৭
দুঃস্বপ্০০৭ বলেছেন: এই যে এখানে নিজের কানেই শুনুন
Click This Link
২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হম
২১| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৯
ওবায়েদুল আকবর বলেছেন: অডিও টা ক্লিয়ার না তারপরেও যা বুঝলাম ইমাম সাহেব যেভাবে হাত পিছন দিকে ঘুরিয়ে ভাত খেতে চাচ্ছেন সেরকম ছিলনা আসলে ব্যাপারটা। আর তাছাড়া হাসিনার শুরুর দিকের খোচাখুচিও ভালো লাগেনি। খালেদার কথায় আন্তরিকতার অভাব ছিল প্রকট।
২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মুস্কিল হলো- অন্তরে যাদের এত বিষ- তারা কি ভাল কথা কইতে পারে?
২২| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
বিলাসী বলেছেন: আমার মনে হয় এতোক্ষণে আপনি অডিওটা শুনে ফেলেছেন, আসলে সেটাতে মনে হয় না এ ধরণের কথা তিনি বলেছেন, তাই আমি বলবো আপনি আপনার পোস্টে একটি সংশোধনি আনুন।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সংশোধনের প্রয়োজন নেই। কারণ আমার লেখাটিই তো পোস্ট না- আপনাদের মন্তব্য- অডিও ংিক সবই এর অংশ । অতএব সবাই যার যার টা বুঝে নেবে।
২৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪
বিলাসী বলেছেন: প্রয়োজনে এই লিংকটিতে টোকা মারুন Click This Link
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০
এন ইউ এমিল বলেছেন: কারণ ক্ষমতায় যাওয়ার জন্য তিনি রাজাকারদের বিষ্ঠা ভক্ষণ করবেন এটা বিশ্বাসযোগ্য নয়।