![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
৯০ শতাংশ লোক তত্ত্বাবধায়ক সরকার চায়। কিন্তু সরকার সে দাবী মানছে না। ৯০ শতাংশ লোক হরতাল চায় না। কিন্তু বিরোধী দলের তাতে কর্ণপাত নাই। সবাই নাকি জনগণের পক্ষে আসলে কেউই জনগণের পক্ষে না-।
মন্ত্রীরা পদত্যাগ করার পর অফিস করছে এটা সংবিধান সম্মত না বলে বিরোধী দল হঠাৎ করেই সংবিধান প্রেমিক হয়ে গেল- অথচ সংবিধানে তত্ত্ববধায়ক সরকার বলে এখন কিছু নাই।
যার যেমন খুশী সে দেশ, সংবিধানকে ব্যবহার করছে নিজের মতো।
নতুন ভাড়ামো শুরু হয়েছে আবার টিভির টক শো গুলো- পরস্পর বিরোধী পক্ষগুলোর লোক হাজির করে বস্তাপচা ঝগড়া বা বাহাস করার পরিবেশ তৈরি করাটাই টক শো।
এক দিন যায় আরেক দিন আসে। মানুষের ভোগান্তি বাড়ে। গতকালের ভোগান্তির পর আগামীকালের ভোগান্তির জন্য অপেক্ষাই যেন আমাদের কাজ।
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪০
মুশে হক বলেছেন: তত্ত্বাবধায়ক, হরতাল, পদত্যাগ, সংবিধান সবই ৯০% ভোগান্তির জন্য আর ১০% হলো মজা দেখার জন্য এখন কোন শতাংশে যাবেন ঠিক করেন হবুচন্দ্র, গবুচন্দ্ররা যতদিন ভোটের কলা খেতে পারবে; ততদিন ভোটাররা ৯০% হয়ে মুলো হাতে রাস্তাঘাটে গর্ধবরবে ঘুরে বেড়াবে
১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যথার্থ। আমি তো ভাই সাধারণ হয়েই থাকতে চাই।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮
ড. জেকিল বলেছেন: এদের কাছে বেশি কিছু প্রত্যাশা করাও যায়না।
১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হম ুকন্তু আমরা তো প্রত্যাশার পাহাড় সাজিয়ে বসে আছি।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
৯০ শতাংশ লোক তত্ত্বাবধায়ক সরকার চায়?
তত্তাবধায়ক সরকার হলেই সব অচলবস্থার অবসান আর পরিস্থিতি নরমাল হয়ে যেত একথা ভাবার কোন কারন নেই।
এই পদ্ধতি তো ২০০৬এ বিকল করে ফেলেছিল তৎকালিন সরকার!
তত্বাবধায়ক ব্যাবস্থা বহাল থাকা সত্ত্বেও ২০০৭ এর জানুয়ারিতে ইলেকশান ইঞ্জিনিয়াররা কাউকে তোয়াক্কা না করে, আজিজের দেড় কোটি ভুয়া ভোটার নিয়ে বিম্পি-জামাত জোট একক নির্বাচন সুরু করে দিয়েছিল।
নিজামি -মোজাহিদ সহ ৬০ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েও গিয়েছিল।
তত্তাবধায়ক সরকার ব্যাবস্থা বহাল থাকলেও নির্বাচন নিয়ে এরচেয়ে বড় নৈরাজ্য ও অচলবস্থা থাকতো নিশ্চিত ভাবেই।
Click This Link
৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: হাসান কালবৈশাখী
এই পদ্ধতি তো ২০০৬এ বিকল করে ফেলেছিল তৎকালিন সরকার!
এখন প্রধান মন্ত্রীই মোড়ল সেজে সচল করতে চাইছে দেশকে....
বিচার প্রতি হাসান ছাত্র জীবনে কোথয় বিএনপির কোন আনুষ্টানে যোগ দেন তাতেই লীগে সহ্য হয় নাই,
আর একটা দলের প্রধান আজকে জোর করে নির্বচন কালীন প্রধান থাকবেন এইটা জাতিকে মেনে নিতে হবে...হারে
আল্লাহ আমাদের রহমত দেন ..
শুধু দোয়া করি সামনে যেন ভাল কোন সরকার আসে দেশে...
৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
হাসান কে সেটাপ করা হয়েছিল বিচারপতিদেরর বয়স ৩ বছর বাড়িয়ে।
কট্টর দলবাজ আজিজ কে ...
দেড় কোটি ভুয়া ভোটার
EU দেয়া ট্রান্সপ্যারেন্ট ব্যলট বক্স প্রত্যাক্ষান।
ছবিসহ ভোটার আইডি প্রত্যাক্ষান।
আরো অনেক .....
১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিষয়টি তর্ক বিতর্কের চেয়ে ক্ষমতার সিড়ি হিসেবে চিহ্নিত। এখান থেকে মুক্তি প্রয়োজন।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
মতিন রহমান বলেছেন: ভাই, এখন তো ঘন্টা তে হরতাল হচ্ছে, সামনে মাসে ...
৮| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
ইমরান ভাই ১ বলেছেন:
৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
মনসুর-উল-হাকিম বলেছেন: চমৎকার লিখেছেন - শুভেচ্ছান্তে ধন্যবাদ।
বর্তমান বাংলাদেশের রাজনীতি =সন্ত্রাসপ্রিয় নষ্ট রাজনীতিবিদ +দুর্নীতিবাজ আমলা + লোভী ব্যবসায়ী +অনৈতিক শিক্ষক +কুশিক্ষিত লোভী বৃহৎ জনগোষ্ঠি + নির্যাতিত অসহায় ক্ষুদ্র জনগোষ্ঠি।
১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
১০| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
nurul amin বলেছেন: আসুন আমরা প্রার্থনা করি সারা বিশ্বে যেন বাংলাদেশের ন্যায় সরকার প্রতিষ্ঠিত হয়
১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিশ্ববাসীকে এ জন্য শাস্তি দেওয়ার কোনো মানে হয় না।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫
মনে নাই বলেছেন: একদিন নিশ্চয় এই অরাজক অবস্থার অবসান হবে, তবে সেদিন আর দেশে কোন মানুষ, গাছপালা, পশুপাখি থাকবেনা, থাকবেন কেবল উনারা দুইজন।
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ভাই রোজ কিয়ামতের আর বাকী নাই।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: রাজনীতিকদের কর্মকান্ডে মানুষের দুর্ভোগ বাড়ছে। এটাই হলো বাস্তবকা। সুষ্ঠু সমাধান নয় বাড়ছে বিবাদের ক্ষেত্র।নতুন নতুন ভোগান্তি এই অবস্থার পরিত্রাণ চাই।
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আসলে রাজনীতির বিরাজনীতিকরণ প্রয়োজন
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
রক্ত পলাশী বলেছেন: আমরা হল “চুদিরভাই জনগন” সরি.. অনেক ক্ষোভ থেকে শব্দটা বের হল । আসুন সত্যিকার জনগনের শক্তিটা অন্তত্ একবার পরীক্ষা করেই দেখা যাক ।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪
খেয়া ঘাট বলেছেন: চমৎকার লিখেছেন । একেবারে মনের কথাগুলো।