![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
আজকাল দেখি বিএনপি পন্থীরা আওয়ামী লীগরে জ্ঞান দেয়। আবার আওয়ামী পন্থীরা বিএনপিরে জ্ঞান দেয়।
আন্দোলন প্রসঙ্গে- বিএনপির ভবিষ্যত নিয়ে আওয়ামী লীগাররা খুবই চিন্তিত। বিএনপি তো জামাতের সুধা পান করে নিশায় বুদ হয়ে আছে। আওয়ামী দের হাহুতাশ তাই বেশি। ভাবতে অবাক লাগে আওয়ামী লীগ হঠাৎ করে বিএনপি প্রেমিক হয়ে গেল কেন?
আবার বিপরীতে বিএনপির নেতারা আওয়ামীরে ছবক দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত।। কেউ কেউ তো ভাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করছে। এই সব জাতীয়তাবাদীদের হঠাৎ করে আওয়ামী প্রেমী হতে দেখে খুবই অবাক হয়ে যাই।
আসলে নেতারা প্রতিপক্ষকে এত জ্ঞান দিচ্ছেন কেন? প্রতিপক্ষ আপনাদের জ্ঞান নেবে কেন? তার চেয়ে নিজের দলের নেতা নেত্রীরে বোঝান। ওনাদের জেদে যা হচ্ছে তাতে জনগণ ভোগান্তি বাড়ছে। যারা জনগনের ভোগান্তির কারণ তাদেরই থামাতে পারেন না তারা দেশ চালাবেন কেমনে। আর যারা ভোগান্তি পয়দা করেন তারাও বা কোন অধিকারে জনগণের সমর্থন চান।]ৎ
অন্যকে জ্ঞান দিয়ে লাভ নাই। নিজেরে জ্ঞান দেন। আখেরে ভাল হবে।
২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি নির্বাচন করলেই চলে যাবে।
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
জংলী বিড়াল বলেছেন: আপনি ও তো জ্ঞান দেয়ার বেলায় কম দিলেন না ভাই ! তবে ভাল লেগেছে ।
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি তো নিজ পর সবাইরে দিরাম। ওনারা তো খালি অন্যরে দেয়।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কি হইলো। খারাপ কিছু কইলাম।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
টিভি পাগলা বলেছেন: নির্বাচিত কলামে চলে গেছে না যাবে?