নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

পারিবারিক শাসনের প্রয়োজনে- গণতান্ত্রিক আন্দোলন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন- সেটা জনগণের প্রয়োজনে কতখানি?

বিএনপি চায়- ক্ষমতায় যেতে। খালেদা জিয়া তারেক জিয়াদের ক্ষমতায় বসাতে। বিএনপি কি এটা নিশ্চিত করে বলতে পারবে - এই পারিবারিক বলয়ের বাইরে গিয়ে তারা দেশ চালাবে? বিএনপির খালেদা- বা তারেকের ঈঙ্গিত ছাড়া দলের কারো নিঃশ্বাস গ্রহণের ক্ষমতা আছে এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না।

বিএনপির বাইরে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু, শেখ হাসিনার পরিবারের বাইরে কেউ দেশ শাসনের নেতৃত্ব দিতে পারবেন? এমন কথা কি জোর গলায় বলতে পারবেন? শেখ রেহানা- রাজনৈতিক দায়িত্বে না থাকলেও কোথাও যে নিঃশব্দে আছেন তা সবাই জানে। জয় আবার দলের কোন উপজেলার কমিটিতে ঢুকে গেছে। অতএব- ভবিষ্যতে কি হচ্ছে তা বলাই বাহুল্য।

এরশাদও তার ভাই ও স্ত্রীকে নিয়ে রাজনীতিতে। বদরুদ্দোজা আছেন ছেলেকে নিয়ে।

তাহলে এই গণতান্ত্রিক আন্দোলনে জনতার স্থান কই।

আমরা কার জন্য লাফাই- কারে আনতে লাফাই- কারে রাখতে লাফাই?

এই পারিবারিক শাসনের যাতাকলে পিষ্ট হওয়ার গণতন্ত্র?

আমি ওতে ইয়ে করি।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

নিলু বলেছেন: তাহলে আমরা যে , কার খালু হয়ে যাবো , লিখতে থাকুন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমরা তো তাই? ভোদাই পাবলিক

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


খালেদা জিয়া ও তারেক বিলিওনিয়ার সৃস্টি করেছে অনেক; তাই তারা জনপ্রিয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অন্যরাও কি কম? কিন্তু সেও তো পারিবারিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.