নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

সব কুলাঙ্গার

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৬

ওরা মানুষের বীর্য থেকে জন্মেনি। ওরা মতৃজঠরে বড় হয় নি। ওরা শুয়োরও নয়- কুকুরও নয়। সৃষ্টিকর্তা এমন অধম প্রাণি তৈরি করতে পারেন না।
ওরা জঙ্গল- ভিনগ্রহ থেকে আসা এলিয়েন।
ওরা শয়তানের পিতারও পিতা। ওদের দেখে শয়তানও লজ্জা পাবে।
ওই ঘটনার নামে- একদল এখন পহেলা বৈশাখের বিরুদ্ধে সোচ্চার।
তার মানে তারাই এই ঘটনা ঘটিয়েছে- যারা পহেলা বৈশাখের সার্বজনীন উৎসব চায় না?
তার মানে তারাই এই ঘটনা ঘটিয়েছে যারা রাজনৈতিক পরিচয়ের আড়ালে অন্যের ম্যান্ডেট বাস্তবায়ন করছে।
তার মানে তারাই এই ঘটনা ঘটিয়েছে যারা শাহবাগ নিয়ে কুৎসা রটায়, বইমেলা নিয়ে কুৎসা রটায়- নারী সাংবাদিক নিয়ে কুৎসা রটায়।
তার মানে তারাই এই ঘটনা ঘটিয়েছে যারা- সব ঘটনাকে রাজনৈতিক দৃষ্টিতে বিচার করে প্রতিপক্ষকে দোষারোপ করতে চায়।
এরা সবাই কুলাঙ্গার্। যারা ঘটায় তারা, যারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে - তারা। যারা এই ঘটনাকে উপজীব্য করে পুরো উৎসবকে খাটো করার চেষ্টা করে। এরা সবাই এক এলিয়েন কুলাঙ্গার জাতি।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

অন্ধবিন্দু বলেছেন:
প্রতিবাদ করি। বিচার চাই।

১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিচার চাই। বিচার চাই

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: ঠোঁটকাটা০০০৭ ,



হয়তো যা বলেছেন তা ঠিক ।
এই নোংরামীর প্রতিবাদ করছি ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০০

রুপালী রাত বলেছেন: ও মামা ঘটনা তাইলে ছাত্রলীগ ঘটায়নি??? আইশচার্য কথা৷ ডগিলীগ ক্যাম্পাসে থাকতে কার এত পায়ুর পাটা, পুলিশ প্রক্টর সব আতংকে অস্থির. তা মামা তোমার কাছে আর কি কি তথ্য আছে বলে ফেলো দিকি, কানখানা জুড়োক

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ছাত্রলীগ ঘটালে কেন বিচার হবে না?
যখন ছাত্র দল মিছিলে হামলা করেছিল তার বিচার হয়েছিল?
দল পরিচয়ের চেয়ে অপরাধই বড় করে দেখা উচিত।
যেটা রাজনীতিকরা করে না।
যত বেশি করে রাজনীতির কথা বলবেন তত বেশি করে তাকে রক্ষার চেষ্টা হবে। গ্রেনেড হামলার কথা বলুন- ছাত্রী পীড়নের কথা বলুন। সবক্সেত্রেই একই অবস্থা। দুই প্রধান দলের চরিত্রই এক। এ নিয়ে বাহানা করার দরকার নেই।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অপরাধী যেই হোক তার শাস্তি চাই ।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৭

মুদ্রাগণক বলেছেন: https://www.youtube.com/watch?v=uVvhCAwQTSk

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: Click This Link
এটা দেখুন

৬| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৪

ব্রক্ষ্মপূত্র বলেছেন: মামুতো গোবেষণা কইরা অপরাধী ধইরাই ফালাইচো। বোঝলানা কচুও, পোষ্ট জুইরা খালি ঘেউ ঘেউ কইরা তারমানে তারমানে কইরা গেলা মামু। মামু ঘটনা আগে বোঝার চেষ্টা করো, তারপরে তারমানে তারমানে এমনিতেই বাইর হইবো।

১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: গায়ে লাগলো কেন? ধরা খাইলা নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.