নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস বিড়ালের মস্তিস্ক

শূন্য সময়

খুবই অলস...প্রচন্ড রকমের ঘুম ও বিশ্রাম প্রিয়......

শূন্য সময় › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানহীন তৌহিদি জনতা, আমাদের হিপোক্রেসী

২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:২৯

১.
জ্ঞানহীন তৌহিদি জনতা আমার-আপনার কাছে হাসির পাত্র ছাড়া আর কিছুই হয়ে উঠতে পারেনি। হেলমেট বাহিনীকে তো তা'ও ভয় পাই আমরা। এদের জন্য না আছে ভয়, না আছে সহমর্মীতা, না আছে এক ফোঁটা শ্রদ্ধা।

বিভিন্ন সময়, বিভিন্ন দল দূতাবাস ঘেরাও করার আন্দোলন করেছে। একটাতেও পুলিশ গুলি চালিয়ে মেরে ফেলার সাহস করেছে? কিন্তু এরা দূতাবাস থেকে শত মাইল দূরে আন্দোলন করেও গুলি খেয়ে মরে গেল। কারন এদের দাম নাই আপনার-আমার কাছে। এদের এই মরে যাওয়ার হাহাকার শুধু তাদের কমিউনিটিতেই সীমাবদ্ধ।

কিন্তু,
এরা আবাল হলেও এরা বাংলাদেশী।
এরা সাম্প্রদায়িক হলেও এরা বাংলাদেশী।
এরা ব্রেইনওয়াশড, হুর-লোভী হলেও এরা বাংলাদেশী।

একদম স্বাধীনতা দিবসেই, নিজেদের পুলিশদের দিয়ে এদের গুলি করে মেরা ফেললো, আর আপনি ইনিয়ে বিনিয়ে, 'এরা দেশ বিরোধী, স্বাধীনতার চেতনা বিরোধী, অন্য সময় তো আন্দোলন করেনা, সৌদি-ইয়েমেন যুদ্ধ নিয়ে তো দূতাবাদ ঘেরাও করেনা' এগুলা বলে নিজেকে কি প্রমাণ করতে চান? খুব প্রগ্রেসিভ হয়ে গেলেন? এতো সিগনিফিকেন্ট একটা দিনে এদের 'শহীদ' করে দিয়ে খুব দেশপ্রেম জেগে গেলো?
প্রকাশ্য রাজাকার গুলোকেও তো এভাবে মেরে ফেলার সাহস হয়নি কারো।
কিন্তু এই অন্তঃসার শূন্য মানুষ গুলোকে খুব সিস্টেমেটিক ভাবে দাবার ঘূটির সৈন্য বানানো হয়েছে


২.
হেফাজত বলেন, রেন্ডম বাজারে ধর্মীয় বক্তা বলেন, এরা টিপিকাল রাজনীতিবিদদের থেকেও বেশি সুবিধাবাজ। এতো বড় একটা আবাল তৌহিদী সমাজ প্রতিষ্ঠার দায় এদের।

লীগ-বিএনপির নেতারা তা'ও মাঠে নামে, কর্মীদের পাশে থাকে- কিন্তু এই বাজারে হুজুর গং এর দেখা মেলে না। কর্মীদের 'জিহাদে' ঠেলে দিয়ে তারা রাজনৈতিক সুবিধা নিয়ে পরে হেলিকপ্টারে চড়ে, আর এই আবাল কওমী সমাজ ঘোড়ার পিঠে চড়ে আরবের যুদ্ধের চিত্র রিক্রিয়েট করার চেষ্টা করে, হুদাই পুলিশের গুলি খেয়ে মরে যায়।

'ঠিক কিনা' বলে চিল্লায়ে চেয়ার থেকে লাফ মেরে উঠে, আর তওহীদি জনতা তাকবীর দিয়ে পারলে ওখানেই শহীদ হয়ে যায়। এই তৌহিদী জনতা ধর্মীয় জ্ঞান বেহেশ্তী জেওর আর মক্সুদুল মুমীন এর বাহিরে নাই। এই যে পিচ্চি সাজা 'মাদানী' টাইটেল লাগানো বক্তা গুলো এদের এভাবে উস্কে দেয়, এই মাদানী মদীনার কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা? এদের না আছে আল্লাহ'র ভয়, না আছে কোনো ধর্ম। আল্লাহ'র ভয় থাকলে ধর্ম প্রচারকে রঙ-তামাশার পর্যায়ে নিয়ে যাওয়ার সাহস করতো না। শালারা ভয়াবহ ফেইক, একেকটা পুতে রাখা মাইন।

এই বাজারে বক্তা গুলো সুযোগ পেলেই নিজেদের ইমাম মাহাদী বলে ঘোষণা দিয়ে দেয় পারলে। এই ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার পিছনের সাইকোলজি বুঝার চেষ্টা করেন, তাদের মাথাকে কতোটা ম্যানুপুলেট করা হয়েছে বুঝে যাবেন।

আর এদের এই পর্যায়ে এনে দিয়েছে কে?
'আমি জানি, কিন্তু বলবো না'

৩.
যেই ইস্যু ঘিরে এতো সব হচ্ছে, ইস্যুটাই অনেক ভয়ংকর। একই ইস্যুতে কথা বলে আবরার কেও মরতে হয়েছিলো।
মোদীর সুনাম রক্ষায় এতো তৎপর কেন?

৪.
এই মোদীর কিন্তু এই দেশেই একটা ভালো সাপোর্ট আছে। সে নিজেকে ধর্ম রক্ষার নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে।
একই কারণে সৌদি যুবরাজ সালমানের'ও বড় সাপোর্ট গ্রুপ পাবেন।

এদের যতোই ডার্কনেস থাকুক না কেন সর্বকালেই দুই পাশের আবাল তৌহিদী জনতার কাছে এরাই নূরানী।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: শেষের ছবিটায় ঘোড়া বসে থাকা লোকটার হাতে কি ছুরি নাকি?

২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৭

শূন্য সময় বলেছেন: তেমনটাই মনে হচ্ছে

২| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৫

লেখাজোকা শামীম বলেছেন: ঘোড়া ও তরবারী নিয়ে যুদ্ধ করতে যায় কে ?

২৮ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৬

শূন্য সময় বলেছেন: সবাই করেছে এক সময়

৩| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অপদার্থ ও বেকুব।

৪| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৯

এমেরিকা বলেছেন: মোল্লারা এমন কি করেছে যে তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে?

লীগ বিএনপির নেতারা কখনও মাঠে নামেনি। তাদের কথায় তাদের কর্মীরাই মাঠে নেমেছে।

মোদীর আগমনের প্রতিবাদ সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই করা উচিত ছিল। কিন্তু আমরা পিচিয়ে গেছি - তাই মোল্লাদেরকে রাস্তায় নামতে হয়েছে। এতে পুলিশেরও সুবিধা হয়েছে। এদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া গেছে।

আর আপনার পোস্ট করা ঘোড়সওয়ারের ছবি দেখে তো এখন প্রগতি (!) শীলদের ঈদ উৎসব শুরু হবে। এইবার পাইছি মামা!

৫| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৯

বংগল কক বলেছেন: ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল।

৬| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১১

বংগল কক বলেছেন: বেকুব মোল্লারা ১৫০ বছর আগের টেকনলজি নিয়া মাঠে নামছে। চাঁদগাজী ভাই দেশে থাকলে ঘোড়ার বদলে ট্যাংকে চইড়া যুদ্ধ যাত্রা করত।

৭| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৫

আমি নই বলেছেন: ৩ নাম্বার প্রশ্নটা আমারো।

৮| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৫

অক্পটে বলেছেন: এই সরকারকেই টেনে হিচঁড়ে নামানোর দরকার ছিল, কিন্তু মোল্লাদের সাথে ত কেউ নেই। একমাত্র মোল্লাদের ছাড়া বাকি সবগুলোকে হিজড়া বানিয়ে ফেলা হয়েছে। হিজড়া দিয়ে কি আর দেশ চলে? তাবৎ চোর ডাকাত গুন্ডা খুনীরা বসে আছে ক্ষমতার তখতে আর লুটেরা দিয়ে দেশ চালালে নিরীহরাই মরবে।

২৮ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৬

শূন্য সময় বলেছেন: এই সরকারের অলটার্নেটিভ আছে নাকি? মোল্লারা দেশ চালাতে পারবে? মিনিমাম শিক্ষাই তো নেই।

৯| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১১

আমি সাজিদ বলেছেন: যা নিয়ে আন্দোলন করা উচিত - দুর্নীতি , বেকারত্ব, অন্যায়, পরিবেশ, চিকিৎসা, শিক্ষা এগুলো নিয়ে কোনদিন কোন ইসলামিক দল বা কোন রাজনৈতিক দল আন্দোলন করে নাই। দেশের জন্য অলাভজনক ব্যাপার ও ক্ষমতার ব্যাপারে তাদের আগ্রহ। মোদী আসলো আবার চলে গেল। কিন্তু ঢাকা - চট্রগ্রাম - সিলেটের পাবলিক ট্রেন কি দোষ করলো? সরকারী স্থাপনা কি দোষ করলো? এখানে কেন আগুন দেওয়া হলো? হেফাজতের সাথে মিশে বিএনপি জামাত এসব কান্ড ঘটাচ্ছে মনে হচ্ছে। মাদ্রাসা ছাত্রদের এখন ফিরে যাওয়া উচিত মনে হচ্ছে। সেইসাথে পুলিশ কেন গুলি ছুঁড়লো তার তদন্ত করা উচিত।

যদি বিএনপি জামাত হেফাজত ক্ষমতায় আসে তাহলে কি তারা বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাবে? বুঝতে পারছি না। মন্দের ভালো দুর্নীতিগ্রস্ত আওয়ামীলীগ? কঠিন তুলনা!

২৮ শে মার্চ, ২০২১ রাত ১১:৪৯

শূন্য সময় বলেছেন: একেক রাজনীতিক আদর্শের এক এক মোটিভ। এরা ধর্ম ফোকাসড। এক ইস্যু নিয়ে আন্দোলন করলে, আরো হাজার ইস্যুতে কেন করে নাই- এই লজিক আসলে দূর্বল।
আর সহিংস আন্দোলনে তো এদের ইচ্ছা করে উস্কে দিলো। এখন তো পাবলিক প্রোপার্টি এরা ভাঙ্গবেই নিজেদের শক্তি জাহিরের জন্য।

১০| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: ৯ নং মন্তব্যকারীর সাথে একমত।

১১| ২৮ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৫

অক্পটে বলেছেন: আওয়ামীলীগই ক্ষমতায় থাক। এটাইত ৯ নং মন্তব্য। ভালো।

১২| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পার্থক্য একজন ছিল উটের পিঠে অন্য জন ঘোড়ার পিঠে।আহাম্মক আর কাকে বলে,একটা জিপে চড়তে পারতো।

১৩| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪২

ঢাবিয়ান বলেছেন: তার্কিশ সিরিয়ালগুলো এখন খুব জনপ্রিয়। এরতুগুল, ওসমান সিরিয়ালগুলো দেখে মনে হয় হয় উজ্জীবিত হয়েছে। যোগ্য নেতৃত্ব পেলে দেশে পরিবর্তন আনতেও পারে কে জানে। শিক্ষিত জনগোষ্ঠিতো এই দেশে শীতনিদ্রায়।

২৮ শে মার্চ, ২০২১ রাত ১১:৫১

শূন্য সময় বলেছেন: নেতৃত্বের ন'ও এদের মধ্যে নাই। এরা রাজনীতি কি সেটাই বুঝেনা। আবার আনবে পরিবর্তন!

১৪| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৪

নেওয়াজ আলি বলেছেন: বি বাড়িয়া সব পুড়িয়ে শেষ করে দিলো। ঘোড়ার এই লোক লীগের মার খাবে অতিসত্তর

১৫| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আমি চাই শান্তি। দেশের সব মানুষ মিলে শান্তিতে মিলেমিশে থাকতে হবে।

১৬| ২৯ শে মার্চ, ২০২১ সকাল ১১:০২

রানার ব্লগ বলেছেন: এমেরিকা বলেছেন: মোল্লারা এমন কি করেছে যে তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে?

:D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :

১৭| ২৯ শে মার্চ, ২০২১ দুপুর ২:১৩

শাখাওয়াত হোসেন রুদ্র বলেছেন: ব্লগার শূন্য সময় আপনার আবাল চেহারা আমায় মুগ্ধ করেছে

২৯ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৪

শূন্য সময় বলেছেন: এইসব সস্তা কমেডী না করে কিছু আর্গুমেন্ট দেন আর না হলে এঙ্গেজ হওয়ার-ই কি দরকার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.