নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ুন আহমেদের একটা বড় ভুল, অনন্তপক্ষে গোটা ১০০ অপ্রকাশিত বই না রেখে যাওয়া। প্রতি বই মেলায় ৫টা করে ছাড়লে অন্তত ২০ বছরের বইমেলাকে বাঁচানো যেত 'ইংরেজি শেখার/ সরকারি চাকুরী পাওয়ার ১০১ উপায়' এর 'প্যারাডক্স' থেকে। ধ্বংস হতে থাকা একটা জেনারেশন আর কিছুদিন অন্তত 'সাহিত্য' পেত। টিকটক/ ফেসবুক ফেলে রেখে, হাই স্পিডে বাইক চালিয়ে না মরে হিমু হতে চাওয়ায় বিভোর হতো, অশ্লীল নাটকের সংলাপে না হেসে মতি মিয়ার কোথায় হাসতো, দ্রব্যমূল্য কিংবা বিদ্যুতের জন্য আন্দোলনে না নামুক, আধুনিক বাকের ভাইয়ের জন্য হয়তো রাস্তায় নামতো, আমরা বুঝতাম মানুষগুলো এখনো জোম্বি তেলাপোকা হয়ে যায়নি!
হায় আমরা কি হারালাম!
২| ২০ শে জুলাই, ২০২২ রাত ১২:২১
কামাল৮০ বলেছেন: সেরেতো উঠছিল।হঠাৎ মারা গেল কেন?
৩| ২০ শে জুলাই, ২০২২ সকাল ৮:৩৯
বিটপি বলেছেন: রবীন্দ্রনাথ বলেছিলেন, "যে সমস্ত লেখক ষাট সত্তর বছর অবধি বাঁচিয়া থাকিতে লজ্জা বোধ করেন না, তারা নিজেদেরকে শাস্তি দেন নিজেকে সস্তা করে দিয়ে"
হুমায়ূন আহমেদ ফুরিয়ে গিয়েছিলেন। এই জাতিকে তার দেবার মত আর কিছু অবশিষ্ট ছিলনা। সঠিক সময়েই তিনি মারা গেছেন।
৪| ২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কি হারালাম?
৫| ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইস এই কথাগুলো যদি তারে
মরার আগে কইতেন!
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১০:২৬
সোনাগাজী বলেছেন:
আমাদের ১ জন গল্পকার আছেন, উনাকে বলবো নাকি হুমায়ুনের মতো কয়েকটা বই ছাড়তে? উনি অন্যদের মতো লিখতে পারেন।