নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস বিড়ালের মস্তিস্ক

শূন্য সময়

খুবই অলস...প্রচন্ড রকমের ঘুম ও বিশ্রাম প্রিয়......

শূন্য সময় › বিস্তারিত পোস্টঃ

বয়কট দিয়ে কার কি আইসা যায়

১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩১

বয়কট, বালের বয়কট দিয়ে কার কি আইসা যায়? বয়কট করে কোকাকোলার মতন জায়ান্টের কিচ্ছু আসে যাবে? স্টারবাক্সের কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। সব ঠান্ডা হয় গেলে এই ডেমেজ পুড়াইতে দুইদিন লাগবে এদের। ইমোশনাল একটা ব্র্যান্ড ক্যাম্পেইন ছাইড়া দিবে, আবার সব লাইন ধরবে। জায়োনিস্টরা তো রন্ধ্রে রন্ধ্রে, এই ফেসবুক থেকে শুরু করা সব খাওয়া দাওয়া এদের হাতে। তাই বইলা কি আত্মসমর্পন কইরা ফেলবো আমরা? এলোন মাস্ক টুইটার না কিন্না নিলে এই ম্যাসাকারটা আড়ালে থাইকা যাইতো। এই কিনার ব্যাপারটা আসলো কি থেকে সোনারা?

বললাম তো, এতো বড় জায়ান্টদের কোনো ক্ষতি হবেনা, ক্ষতি তো হওয়ার কথা আমার আপনার বিবেকের। যেই ম্যাকডোনাল্ড খুনিগুলারে ফ্রি তে চিকেন ফ্রাই খাওয়ায়, সেই একই ব্র্যান্ডের খাওয়া খাইতে আপনার বিবেকে বাঁধেনা? কোকাকোলা, স্টারবাক্স এরা ঘোষণা দিয়া জায়োনস্টদেরকে ডোনেট করতেসে, আর আচোদা একটা বাঙালি গ্রূপ নিজেদের খুলে প্রমানের জন্য এদের ডিফেন্ড করে যাইতেসে। বয়কট দিয়ে এইসব কোম্পানিকে শেষ করে দেওয়ার জন্য বয়কট করা হইতেসেনা ইউ মরোনস, বয়কট করা হইতেসে টু সেন্ড আ মেসেজ। অলসো, এর মানে হইলো ভবিষ্যতে জায়োনিস্ট ডিপেন্ডেন্সি কমাইতে আমাদের অনেক অনেক কিছু করতে হবে।
fiverr নামের একটা ফ্রিল্যান্সিং সাইট বাংলাদেশে ব্যাপক পপুলার, যেটা সম্পূর্ণ ইজরাইলি মালিকানায় চলে। এর একটা বড় সেলার গ্রূপ মুসলিম কান্ট্রির, বাংলাদেশেই আছে লক্ষ লক্ষ সেলার। এখন এরা সবাই এই সাইট বর্জন করলে কোনো মেসেজ দেওয়া হবেনা বলতেসেন?

সারা বিশ্বে, বিশেষ করে পশ্চিমে গাজার জন্য যেভাবে আন্দোলন চলতেসে সেইটা গত দুই যুগে বিশ্ব দেখে নাই। এইরকম বড় আন্দোলন মুসলিমে ভরা এই দেশে হইলোনা কেন? সাধারণ মানুষের কথা বাদ দিলাম, ইসলামী দল গুলা করেন কেন? ওহ আইচ্ছা, করবে কেমনে, সৌদি আব্বারা তো মানা করে রাখসে। ফ্রান্সের মতন দেশে সরকার একটার পর একটা নিষেধাজ্ঞা দিচ্ছে গাজা আন্দোলন নিয়ে, দেশের মানুষ মানে নাই। বাধ্য হয়ে ম্যাকরণ আজকে সুর চেইঞ্জ করে বলসে Cease Fire ।
কিন্তু জায়োনিস্ট সাপোর্টার একটা ব্র্যান্ডের এতো বড় কনসার্টে যাইতে বিবেকে বাধে নাই? একটা মুসলিম দেশে এতো বড় কনসার্ট করে কত ধরণের PR ফায়দা এই ম্যানুপুলিস্টিক জায়োনিস্টরা নিতে পারে আপনার কোনো ধারণা নাই। গিয়া 'ফ্রি গাজা' চ্যান্টিং করলেও তো পারতেন, আয়রনি হয়তো ভালো।

সারা দুনিয়া এক দিকে আছে, বড় বড় আর্টিস্ট থেকে শুরু করে ইভেন গে-লেসবিয়ানরাও এই আন্দোলনে একাট্টা। যে যার জায়গা থেকে যেমনে পারতেসে করতেসে, সেটা বয়কট করে হোক, একটা হ্যাশট্যাগ দিয়া হোক, ফুটবল খেলায় বড় পতাকা নিয়ে হোক, কনসার্টের বিগ স্ক্রিনে 'Stop Genocide' লিখে হোক। আরেহ স্বয়ং শয়তান ম্যাডোনা পর্যন্ত কনসার্টে হাফ ল্যাঙটা হইয়া নাচতে নাচতে গাজার ম্যাসাকার থামাইতে বলে, আর তুমি শালা কোন চ্যাটের বাল এই যুদ্ধে বয়কট কাজে দিবেনা জ্ঞান দিতে আসো?

শেষ কথা, সারা বিশ্বে সব সময় যুদ্ধ, হয়, হবে। থামবেনা কখনো। যুদ্ধে জিতা-হারা থেকেও বড় কথা যুদ্ধের কোন পক্ষে আপনি ছিলেন। বিশ্বের ইতিহাস যেমন বিজয়ীরা লেখে, আপনার বিবেকের/আমলনামার লেখক আপনি নিজে। অনু পরিমান কর্ম কইরাও যদি সেই বিবেক জায়োনিস্টদের দিকে ঝুইকা থাকে, সমাজ-কালচারের চাপের জন্য হইলেও, তাইলে আপনি ফিলদি নাথিং, একটা তেলাপোকার কন্ট্রিবিউশন'ও অনেক বেশি।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫১

কামাল১৮ বলেছেন: বয়কট দিয়া চলেন আমরা চৌদ্দশ বছর পিছনে ফিরে যাই।যত দিন আমরা মুসলিম দেশ মুসলিম দেশ বলবো ,ততদিন আমরা বিশ্বের সাথে মিলিত হয়ে মানুষের দেশ হতে পারবো না।বিশ্ব আসলে মানুষের কোন ধর্মিয় গুষ্ঠির না।

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:২৯

শূন্য সময় বলেছেন: ধর্ম দিয়ে দেশ হয়না সেই বাণী জায়োনিস্টদের শুনায়ে আসেন প্লিজ।

২| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:২৭

মৃতের সহিত কথোপকথন বলেছেন: পশ্চিমে ভ্রমনের অভিজ্ঞতা থেকে বলছি, গায়ের চামড়া, জাতি, ধর্মই মানুষের পরিচয়। মানবতা, মানুষ পরিচয় এইগুলা লেখা-লেখীতেই দেখা যায়। যার সংখ্যা শতকরা ৮০-৮৫ %

৩| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিড়ালের দৌড় ঘরের বেড়া খামচানো পর্যন্তই।

৪| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৭

নতুন বলেছেন: আপনি কি কি পন্য বয়কট করছেন তার একটা লিস্টি দেবেন কি?

আপনি দেশে যেই পন্য গুলি আমদানী করা হয়েছে সেই গুলি না কিনে বয়কট করলে দেশের কোন ব্যবসায়ীরই ক্ষতি করছন।

আপনার ফেসবুক একাউন্ট ডিলিট করেছেন কি?

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:২৪

শূন্য সময় বলেছেন: প্রতিবাদের ভাষা বুঝেন? আমি শিওর গন্ডির আমলে থাকলে স্বদেশী আন্দোলনের'ও বিরোধিতা করতেন।

৫| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩১

নতুন বলেছেন: বয়কট করতে হলে নতুন করে পন্য আমদানী করা বন্ধ করুন।

যেই পন্য ইতিমধ্যে দেশের বাজারে আছে সেটা আমাদের দেশের মানুষের পন্য, এটা বেচতে না পারলে দেশের ব্যবসায়ীদেরই ক্ষতি হবে।

৬| ১২ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৩

আমি নই বলেছেন: আর আচোদা একটা বাঙালি গ্রূপ নিজেদের খুলে প্রমানের জন্য এদের ডিফেন্ড করে যাইতেসে।
কি বল্লেন এটা?? =p~ =p~ =p~ =p~ =p~

ওনাদের লেখা দেখলে একটা কথাই মনে হয়, প্রতিবাদ কেন করতে হবে? ভাবখানা এমন মারতেছে মারুক না, সব ফিলিস্তিনি মরে গেলেতো আর মারতে পারবেনা। এক একটা দানব।

৭| ১২ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০১

নিমো বলেছেন: তা আপনি ঠিক কী কী বয়জট করে, তেলাপোকার চেয়েও বেশি অবদান রাকলেন, সেটা গোটা পোস্টে অনুপস্থিত। সেটা একটু জানান।

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:২৬

শূন্য সময় বলেছেন: কোকাকোলা পেপসি বন্ধ, স্টারবাক্সের কফি বন্ধ, kfc pizzahut domminos বন্ধ।

৮| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: ধার্মিকদের মাথায় মগজ কম থাকে।

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:২৮

শূন্য সময় বলেছেন: সত্য। ইহুদি ধার্মিকদের মাথায় আবার মগজে ভরা। সেকুলার আমেরিকার বাইবেলে হাত রেখে শপথ নেয়া খ্রিস্টান প্রেসিডেন্টের মগজ অনেক।
মধ্য প্রাচ্যের গুলা তো জোম্বি সব। হিজবুল্লাহ, ইরান, হামাস, হুতিরা ছাড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.