![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন
কিছু দিন আগে কলেজে বসে আছি । আমার এক
বন্ধু এসে বলল চল দোস্ত আমার গার্ল
ফ্রেন্ডের সাথে দেখা করে আসি । যদিও যাওয়ার
ইচ্ছা ছিল না ,তারপরও কোন ক্লাস হচ্ছিল না,
তাই একা একা কি করব ভেবে ওর সাথে যাওয়ার
জন্য উঠলাম । ওকে প্রশ্ন করলাম , তোর গার্ল
ফ্রেন্ড কোথায় পড়ে ? ওই এক কথায় উত্তর
দিল গার্লসে । আমি ভাবলাম আমাদের কলেজের
পাশে মহিলা কলেজে পড়ে । কিন্তু যাওয়ার রাস্তা
আমাকে বুঝিয়ে দিল আমার ধারণা সম্পূর্ণ ভুল।
মেয়েটা গার্লস কলেজে না স্কুলে পড়ে ।
তারপরও গেলাম । স্কুলের পাশে কিছুক্ষন
দাড়ানোর পর মেয়েটা আসলো । মেয়েটিকে
দেখার পর আমি রীতিমত অবাক । মেয়েটি মাত্র
ক্লাস সেভেনে পড়ে । এখনো বাচ্চা বাচ্চা ভাব
যায়নি । আমি স্পষ্টো বুঝতে পারলাম প্রেম কি
মেয়েটি এখনো বুঝেনা হয়ত কোন টিভি
সিরিয়ালে দেখেছে তাই আসছে প্রেম করতে ।
দেখা করে চলে আসার পর আমার বন্ধুকে
জিঙ্গাসা করলাম , কিরে এই বাচ্চা মেয়ের সাথে
এসব কি করছিস। ওই নির্লজ্জের মত জবাব
দিল ॥ ওই বাচ্চা ও তোকে গিলে খাবে ॥ এই গিলে
খাওয়ার অর্থটা কি আমার বুঝতে দেরি হল না ।
তারপর আর আমার কিছু বলার ইচ্ছা বা সাহস হল
না যতই হোক আমি একটা সাধারণ মানুষ ।
সজাসুজি বাড়ি চলে আসলাম ।
তারপরও না বলে পারছিনা, কতটা নিচ মানুসিকতার
অধিকারী হলে মানুষ এই ধরণের বাচ্চা মেয়ের
সাথে এসব করার চিন্তা করে । অনেকে বলে যুগের
পরিবর্তন । আরে ভাই যুগটা তো আমাদের তৈরি ।
আগে নিজেরা পরিবর্তন হই তারপর যেখানে
যুগের কথা ওইটা আপনা আপনি পরিবর্তন হবে ।
©somewhere in net ltd.