নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাহ কালের প্রণয়

মনিরুল ইসলাম রানা

কিছু বলার নাই

মনিরুল ইসলাম রানা › বিস্তারিত পোস্টঃ

আমি, তুমি ও সে !

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

আমি, তুমি ও সে !

-----------------

আমি কি পালিয়ে যাব? কেন পালাবো

নতুন মানুষটা কে বলে যেতে চাই, তুমি ও তোমার গল্প

আমি চলে গেলে সে জানতেই পারবে না, তোমাকে

তোমার লাল শাড়ির গল্প, তোমার হাসের মাংস প্রীতি

তোমার প্রিয় কবিতা, প্রিয় গানের কথা !

মস্তবড় চাঁদ দেখে তুমি যে বন্যায় ভেসে উঠো

সে বান কি সে রুখতে পারবে ? আজ অব্দি কেউ পারে নাই

তুমি অপেক্ষায় অপেক্ষায় কতটুকু কাদো, সে কি পরিমাপ করতে পারবে ?

সে জানবেই না তুমি চুমু খেয়ে কতটা রক্ত ঝরাতে পারো !

সে জানবে তো তুমি কাছে আয় সোনা বলে, কতটা দূরে যেত পারো

তাকে কে জানাবে, যে মেকাপে সে চুমু খাবে

আমি তা ভেদ করে অজস্র চুমু খেয়ে দেখেছি,

আমি তার, ত্বক স্পর্শ করে চিবুকে পৌঁছে গেছি কত শত হাজার বার

আমি তার বক্ষবন্ধনি ভেদ করে গেছি বহু বার, মুখ লুকিয়েছি তার বুকে

শাড়ীর পার বেয়ে কোমর বেয়ে উঠে গেছে হাত ... দিক বেদিক !

সে কি জানবে, এত কিছুর পরেও তার অকেজ যন্ত্রটি আজো অকেজ,

সে কি জানবে এ নারীর হৃদয় একটি অকেজ যন্ত্র ...

শত স্বর্গীয় স্পর্শ ও তাকে আপ্লূত করে না !

সে পুরুষ তার কামুক চোখ কি কখনো খুজে পাবে আমার স্পর্শ

তার নাক, চোখ, মুখ কিংবা বুকে ?

ঢাকা,

২৯/৭/২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.