![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেমা প্রায় শেষের পথে, নায়ক আর ভিলেনের মুখোমুখি সংঘাত, ভিলেন বলছে, ১১৭টা দেশের ইন্টারপোল আমাকে তামাম দুনিয়ায় কুত্তার মত খুঁজে ফিরছে, ১০০ টার বেশি খুন করেছি, নিজের নামে মামলা আছে ৩০০ অধিক, আরে তোর মত পুলিশ আফিসার আমার কিচ্ছু করতে পারবেনা, এইবার নায়কের পালা, আই অ্যাম এ গোল্ড মেডেলিস্ট, ৩০টার বেশি এনকাউন্টার করেছি, ২০০ ফাইল কোলস করেছি! তারপর যা হওয়ার তাই হয়েছে এক ৪৭ হাতে নিয়ে দ...াড়িয়ে থাকা ৫০ জনের একটা গুন্ডা বাহীনিকে পুলিশ আফিসার তার ৯ রাউন্ড গুলি দিয়ে ক্ষতম করে দিল, সাই সাই গুলি, ডিসিয়া, ডিসুম!
চলমান সিনেমার গল্পের সাথে আমাদের জীবনের কোন মিল নেই, যেমন যে পোশাক পরে নায়িকা ঘুরে বেড়ায় বস্তুত আমার আপনার বোন/বউ এমন পোশাক পরেন না, নায়ক ও তার পুরো পরিবার মহাবিশ্বের ইতিহাস সব চাইতে সত পরিবার, মজার কথা হল নায়ক ও নায়িকার মত সামাজিক জীব এখন শুধু বাংলা সিনেমায় পাওয়া যায়, 'অপ' জাতীয় কোন বাজে কাজে তারা নেই, নায়িক চরিত্রটি আমার বেস মজা লাগে বিরহে পরলেই বেবি নাজনিনের গলায় রবীন্দ্র সংগিত গাইতে শুরু করে! নায়ক মসাই মহাপ্রেমিক বিরহে পরলেই মদ খেতে পতিতা পল্লিতে যান ঠিকই কিন্তু....!
এইবার মুল গল্পের অন্য চরিত্র ভাবুন, ভিলেন যিনি ব্যাবসায়ি ও রাজনিতীবিদ, ভিলেন যার কাছে টাকা আছে, আছে প্রশাসন, যার কথার গুন্ডা ও পুলিশ খুন করে, রাস্ট্র যার চিরদিনের বন্ধু ও সহকর্মি, এবার আসি ভিলেনের ছেলের চরিত্রের কথায়, যদিও গল্পে চরিত্র শব্দটি তার জন্য প্রযেয্য নয়, তিনি একধারে মাগীবাজ, চাঁদাবাজ, রেপিস্ট, খুনি, যেন দুনিয়ার তামাম বাজেগুন নিয়ে তার জন্ম হয়েছে!
এবার ভিলেনের বউ যিনি এক সময় বেশ্যা ছিলেন এখন সমাজ সেবক, পরিবেশবাদী ও নারীবাদী!
লক্ষ্য করুন, ভিলেন যে পেশাকেই গুরুত্ব দিক না কেন, তার মুল ব্যবসা রাজনিতী, যার সাহায্যে তিনি এতদুর এসেছে, খুন, গুম, খেলাপী ঋন সব করেছে!
উলেক্ষ্য, তার কাছে কোন না কোন মন্ত্রনালয় থাকে আর তার হাতে থাকে দলের বাঘা বাঘা সব সিনিয়র নেতারা, ভাগ বাটোয়ারা মিলেমিশে করেন!
বাংলা সিনেমার বস্তাপচা আলীক সততা অপারবাস্তব, জীবনের সাথে মিল নেই, কাল্পনিক, পক্ষান্তরে ভিলেন ও তার পরিবারের চরিত্র যেন 'জীবন থেকে নেয়া'
নোট : 'জীবন থেকে নেয়া' জহির রায়হানের অনবদ্য এক শিল্পকর্ম।
©somewhere in net ltd.