![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফসলের বুনন দেখেছ
মায়ায় বোনা সে আশ্চর্য বুনন,
ঘামে শ্রমে আর আগামীর আহবানে,
কি আশ্চর্য সে নারী!
বুকের ভিটায় পাজোরে হাড়ে
কি আশ্চর্য মায়ায় দুখ বুনে গেছে সরে।
কৃষক, কালে ভাদ্রে পৌষে প্লাবনে
বার বার আসে ফিরে বোনা বীচের ফসলের সন্ধানে।
কি আশ্চর্য সে নারী!
কালে ভাদ্রে পৌেষ প্লাবনে
কখনো আসেনি ফিরে,
বোনা দুখের ফসলের সন্ধানে!
২| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১
মনিরুল ইসলাম রানা বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩০
মৃদুল শ্রাবন বলেছেন: বেশ ভালো লাগলো। তুলনামূলক কষ্টের কাব্য। কৃষক এবং নারী!!!
ব্লগে স্বাগতম। লিখে চলুন।